ETV Bharat / entertainment

Nassyir Kouto Poster: আসছে নতুন ছবি 'নস্য়ির কৌটো', রোম্যান্টিক মেজাজে পোস্টার বন্দি রূপসা-অভিষেক - New Film nassyir kouto Poster Out

চলতি বছরই আসছে নতুন বাংলা ছবি 'নস্য়ির কৌটো' ৷ এবার এই ছবিরই অফিসিয়াল পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ৷

Rupsha Mukhopadhyay New Film nassyir kouto Poster Out
মুক্তি পেল রূপসা অভিষেকের নতুন ছবির পোস্টার
author img

By

Published : Jul 11, 2023, 5:14 PM IST

কলকাতা, 11 জুলাই: আসছে নতুন বাংলা ছবি 'নস্য়ির কৌটো' ৷ রূপসা মুখোপাধ্য়ায় এবং অভিষেক সিং অভিনীত ছবিটির পোস্টার মুক্তি পেল মঙ্গলবার ৷ ছবিতে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে জুটিকে ৷ আগেই সামনে এসেছিল চরিত্রদের ফার্স্ট লুক ৷ এবার সামনে এল ছবির অফিসিয়াল পোস্টার ৷ 'নস্য়ির কৌটো' ছবির পরিচালক রাজীব ঘোষ ৷ ছবির পোস্টার শেয়ার করে রূপসা লিখেছেন, "ভালোবাসা এমন একটি অনুভূতি যা কথায়ে প্রকাশ করা যায় না ৷ এটা শুধুই একটা অনুভূতি মাত্র ৷" এসজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস ৷

ছবির গল্পের মূলে রয়েছে একটি নস্য়ির কৌটো ৷ বহুজাতিক সংস্থার কর্মী সৌকর্য গ্রামের বাড়িতে ফেরে তার কাকার বিয়ে উপলক্ষে ৷ সেটা নাকি কাকার 23তম বিয়ে ! এই অনুষ্ঠানের মধ্যেই সে প্রয়াত দাদুর একটি নস্যির কৌটোর সন্ধান পায় ৷ এই নস্যির কৌটোটি অবশ্য সাদামাটা জিনিস নয় ৷ এই কৌটোটি হাতে আসার পর থেকেই ঘটতে থাকে নানা ঘটনা ৷ শেষমেষ কী হবে তা জানতে হলে দেখতে হবে এই ছবিটি ৷

Nassyir Kouto Poster
নস্য়ির কৌটো ছবির নতুন পোস্টার

চলতি বছরেই আসতে চলেছে ছবিটি ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন নির্মাতারা ৷ নির্মাতারা আরও জানিয়েছেন এটি একেবারেই পারিবারিক একটি ছবি ৷ এর মধ্যে রোমাঞ্চ রয়েছে ৷ পাশাপাশি ভৌতিক গল্প পছন্দ করেন এমন দর্শকদের ভালো লাগবে এমন উরকরণও আছে গল্পে ৷ ছবিতে রূপসা মুখোপাধ্য়ায় এবং অভিষেক সিং ছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং লাবণী সরকার ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, শুরু হল রাজকুমারের 'স্ত্রী 2' ছবির শুটিং

কলকাতা, 11 জুলাই: আসছে নতুন বাংলা ছবি 'নস্য়ির কৌটো' ৷ রূপসা মুখোপাধ্য়ায় এবং অভিষেক সিং অভিনীত ছবিটির পোস্টার মুক্তি পেল মঙ্গলবার ৷ ছবিতে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে জুটিকে ৷ আগেই সামনে এসেছিল চরিত্রদের ফার্স্ট লুক ৷ এবার সামনে এল ছবির অফিসিয়াল পোস্টার ৷ 'নস্য়ির কৌটো' ছবির পরিচালক রাজীব ঘোষ ৷ ছবির পোস্টার শেয়ার করে রূপসা লিখেছেন, "ভালোবাসা এমন একটি অনুভূতি যা কথায়ে প্রকাশ করা যায় না ৷ এটা শুধুই একটা অনুভূতি মাত্র ৷" এসজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস ৷

ছবির গল্পের মূলে রয়েছে একটি নস্য়ির কৌটো ৷ বহুজাতিক সংস্থার কর্মী সৌকর্য গ্রামের বাড়িতে ফেরে তার কাকার বিয়ে উপলক্ষে ৷ সেটা নাকি কাকার 23তম বিয়ে ! এই অনুষ্ঠানের মধ্যেই সে প্রয়াত দাদুর একটি নস্যির কৌটোর সন্ধান পায় ৷ এই নস্যির কৌটোটি অবশ্য সাদামাটা জিনিস নয় ৷ এই কৌটোটি হাতে আসার পর থেকেই ঘটতে থাকে নানা ঘটনা ৷ শেষমেষ কী হবে তা জানতে হলে দেখতে হবে এই ছবিটি ৷

Nassyir Kouto Poster
নস্য়ির কৌটো ছবির নতুন পোস্টার

চলতি বছরেই আসতে চলেছে ছবিটি ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন নির্মাতারা ৷ নির্মাতারা আরও জানিয়েছেন এটি একেবারেই পারিবারিক একটি ছবি ৷ এর মধ্যে রোমাঞ্চ রয়েছে ৷ পাশাপাশি ভৌতিক গল্প পছন্দ করেন এমন দর্শকদের ভালো লাগবে এমন উরকরণও আছে গল্পে ৷ ছবিতে রূপসা মুখোপাধ্য়ায় এবং অভিষেক সিং ছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং লাবণী সরকার ৷

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, শুরু হল রাজকুমারের 'স্ত্রী 2' ছবির শুটিং

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.