ETV Bharat / entertainment

রকস্টার রূপম ইসলামের 'আমি' মাতাবে ইতালির চলচ্চিত্র উৎসব - Film based on singer Rupam Islam album

Film based on Rupam Islam's Album: সঙ্গীতশিল্পী রূপম ইসলামের গান নিয়ে তৈরি ছবি জায়গা পেল আন্তর্জাতিক মঞ্চে ৷ ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অ্যালবামের গানকে আধার করে তৈরি ছবি ৷

Etv Bharat
রূপম ইসলামের 'আমি' মাতাবে চলচ্চিত্র উৎসব
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:15 PM IST

কলকাতা, 23 নভেম্বর: সময় একবিংশ শতকের গোড়ার দিক ৷ অলস দুপুরে 'একলা ঘর'-এ কখন যে 'নীল রঙ ভীষণ প্রিয়' হয়ে উঠেছিল বোঝা যায়নি ৷ কলেজ ফিরতি রাস্তায় 'হাসনুহানা'র গন্ধ বারবার পাগল করে দিত মন ৷ সেই শুরু ৷ বাংলায় 'বেঁচে থাকার গান' শুনিয়েছিলেন শিল্পী রূপম ইসলাম ৷ নয় নয় করে শিল্পীর গানের জগতের পরিধি পেরিয়েছে অনেকটাই ৷ সেই রক সিঙ্গার রূপমের অ্যালবাম 'আমি' ধরা দিয়েছে ছবির পর্দায় ৷ সেই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ খুশির এই খবর শেয়ার করেছেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য ৷

তিনি বলেন, "ছবির গল্প মূলত একটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে যে জঙ্গলে জন্ম নিয়েছে ৷ পরবর্তী সময়ে আধুনিক শহুরে জীবনযাপনে নিজেকে মানিয়ে নেওযার চেষ্টা চালাতে থাকে ৷ কিন্তু সমাজের নানা বাধায় শহুরে মাটিতে জায়গা গড়ে তুলতে পারে না ৷ ঠিক করে সে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাবে ৷ ছবিতে গানগুলি মূলত সংলাপের মতোই ব্যবহার করা হয়েছে ৷" আর এই নিয়েই এগিয়েছে 'সন অফ অ্যাডাম' ছবির কাহিনী ৷

শিল্পী ও 'ফসিলস' ব্যান্ডের অন্যতম মুখ রূপম বলেন, "আমি অ্যালবামের গান অবলম্বন করে অমর্ত্য স্ক্রিনপ্লে তৈরি করে আমাকে শোনায় ৷ এটা শুনে আমার ইউনিক লেগেছে ৷ এই ধরনের কাজ আগে কখনও দেখিনি ৷ আমরা এতে একসঙ্গে কাজ করেছি ৷" তিনি আরও বলেন, "ছবির শুটিং লোকেশনগুলো দারুণ বাছা হয়েছিল ৷ কলকাতা ছাড়াও আন্দামান, দার্জিলিং ওড়িশার পশ্চিম প্রান্তে শুটিং হয়েছে ৷" জানা গিয়েছে, এই ছবিতে 'আমি' অ্যালবামের 8টি গানই ব্যবহার করা হয়েছে ৷ শুধু তাই নয়, ছবির নাম গানের একটি নামনুসারেই করা হয়েছে ৷ অ্যালবামের একটি গান 'আদমের সন্তান' অনুসারে ছবির নাম ঠিক হয়েছে ৷

প্রখ্যাত গিটার বাদক অমিত দত্তের সঙ্গে যৌথভাবে রূপম ইসলামের এই গানের অ্যালবাম প্রকাশিত হয় 2020 সালে ৷ সেই অ্যালবাম নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি 'সন অফ অ্যাডাম', যা পয়লা ডিসেম্বর প্রথমবার দর্শকদের সামনে আনা হচ্ছে ৷ 77তম ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে তিনদিন ৷ স্বস্তিক চৌধুরী ও প্রিয়াঙ্কা ঘোষকে মুখ্য চরিত্রে দেখা যাবে ৷ রূপম ইসলাম ও প্রখ্যাত গিটারিস্ট অমিত দত্তকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ৷ মূলত, ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিল্ম ইন্ডাষ্ট্রিতে সবচেয়ে পুরনো উৎসব, এটি শুরু হয়েছিল 1946 সালে ৷

আরও পড়ুন:

1. বাজেটের টাকা ঘরে তুলতে পারবে কি টাইগার 3? প্রশ্ন তুলছে বক্সঅফিস লড়াই

2. নৃশংস রণবীর কাপুর ! 'অ্যানিম্যাল' ট্রেলারে ভয়াবহতার ঝলক

3. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

কলকাতা, 23 নভেম্বর: সময় একবিংশ শতকের গোড়ার দিক ৷ অলস দুপুরে 'একলা ঘর'-এ কখন যে 'নীল রঙ ভীষণ প্রিয়' হয়ে উঠেছিল বোঝা যায়নি ৷ কলেজ ফিরতি রাস্তায় 'হাসনুহানা'র গন্ধ বারবার পাগল করে দিত মন ৷ সেই শুরু ৷ বাংলায় 'বেঁচে থাকার গান' শুনিয়েছিলেন শিল্পী রূপম ইসলাম ৷ নয় নয় করে শিল্পীর গানের জগতের পরিধি পেরিয়েছে অনেকটাই ৷ সেই রক সিঙ্গার রূপমের অ্যালবাম 'আমি' ধরা দিয়েছে ছবির পর্দায় ৷ সেই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ খুশির এই খবর শেয়ার করেছেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য ৷

তিনি বলেন, "ছবির গল্প মূলত একটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে যে জঙ্গলে জন্ম নিয়েছে ৷ পরবর্তী সময়ে আধুনিক শহুরে জীবনযাপনে নিজেকে মানিয়ে নেওযার চেষ্টা চালাতে থাকে ৷ কিন্তু সমাজের নানা বাধায় শহুরে মাটিতে জায়গা গড়ে তুলতে পারে না ৷ ঠিক করে সে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাবে ৷ ছবিতে গানগুলি মূলত সংলাপের মতোই ব্যবহার করা হয়েছে ৷" আর এই নিয়েই এগিয়েছে 'সন অফ অ্যাডাম' ছবির কাহিনী ৷

শিল্পী ও 'ফসিলস' ব্যান্ডের অন্যতম মুখ রূপম বলেন, "আমি অ্যালবামের গান অবলম্বন করে অমর্ত্য স্ক্রিনপ্লে তৈরি করে আমাকে শোনায় ৷ এটা শুনে আমার ইউনিক লেগেছে ৷ এই ধরনের কাজ আগে কখনও দেখিনি ৷ আমরা এতে একসঙ্গে কাজ করেছি ৷" তিনি আরও বলেন, "ছবির শুটিং লোকেশনগুলো দারুণ বাছা হয়েছিল ৷ কলকাতা ছাড়াও আন্দামান, দার্জিলিং ওড়িশার পশ্চিম প্রান্তে শুটিং হয়েছে ৷" জানা গিয়েছে, এই ছবিতে 'আমি' অ্যালবামের 8টি গানই ব্যবহার করা হয়েছে ৷ শুধু তাই নয়, ছবির নাম গানের একটি নামনুসারেই করা হয়েছে ৷ অ্যালবামের একটি গান 'আদমের সন্তান' অনুসারে ছবির নাম ঠিক হয়েছে ৷

প্রখ্যাত গিটার বাদক অমিত দত্তের সঙ্গে যৌথভাবে রূপম ইসলামের এই গানের অ্যালবাম প্রকাশিত হয় 2020 সালে ৷ সেই অ্যালবাম নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি 'সন অফ অ্যাডাম', যা পয়লা ডিসেম্বর প্রথমবার দর্শকদের সামনে আনা হচ্ছে ৷ 77তম ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে তিনদিন ৷ স্বস্তিক চৌধুরী ও প্রিয়াঙ্কা ঘোষকে মুখ্য চরিত্রে দেখা যাবে ৷ রূপম ইসলাম ও প্রখ্যাত গিটারিস্ট অমিত দত্তকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ৷ মূলত, ইতালির সালেরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিল্ম ইন্ডাষ্ট্রিতে সবচেয়ে পুরনো উৎসব, এটি শুরু হয়েছিল 1946 সালে ৷

আরও পড়ুন:

1. বাজেটের টাকা ঘরে তুলতে পারবে কি টাইগার 3? প্রশ্ন তুলছে বক্সঅফিস লড়াই

2. নৃশংস রণবীর কাপুর ! 'অ্যানিম্যাল' ট্রেলারে ভয়াবহতার ঝলক

3. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.