ETV Bharat / entertainment

আগে জীবন নাকি আবদারের সেলফি? তারকা বলেই ট্রোলড! উত্তর খুঁজল ইটিভি ভারত - রূপম ইসলামের গান

Rupam Islam: সঙ্গীত জগতের 'দ্য রক' রূপম ইসলামের মেজাজ হারিয়ে অনুরাগীর প্রতি ধেয়ে আসা একটা শব্দে ট্রোলড তিনি ৷ ধামাচাপা পড়ে গিয়েছে অনুষ্ঠান শেষে তাঁর কষ্ট ৷ অনুরাগীদের সেলফি আবদার না মেটানো কী অপরাধ? কী বলছেন টলিপাড়ার সঙ্গীতশিল্পী থেকে অভিনেতা-অভিনেত্রীরা, জানল ইটিভি ভারত ৷

Etv Bharat
অনুরাগীদের আবদারের সেলফি! বিতর্ক নেটপাড়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 10:03 PM IST

Updated : Jan 16, 2024, 9:30 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, মালদা, বিষ্ণুপুরে একের পর এক টানা কনসার্ট ৷ স্টেজ মাতাচ্ছেন দ্য রক রূপম ইসলাম ৷ চারিদিকে থিকথিকে কালো মাথা ৷ অনুরাগীদের গানের আবদার থেকে শুরু করে উত্তাল জনসমুদ্র থেকে বেরিয়ে এসে একটু শ্বাস নেওয়ার চেষ্টা ৷ কল্যাণীর অনুষ্ঠান শেষে বিধ্বস্ত রূপম ইসলাম একটু মুক্ত বাতাস চেয়েছিলেন ৷ যা কাল হল তাঁর জীবনে ৷

খবরের শিরোনামে মেজাজ হারিয়ে জোর করে সেলফি তুলতে আসা অনুরাগীকে বলা একটা শব্দ, শিল্পী রূপমকে খ্যাতির শিখর থেকে এক হ্যাঁচকায় টেনে নামাল নীচে ৷ তারকা বলেই কী এত সস্তা সম্মান? নাকি অনুরাগীরাই তারকাদের 'ভগবান' বলে শিল্পীকে হতে হবে কাঠের পুতুল? কী বলছেন টলিপাড়ার সঙ্গীতশিল্পী থেকে অভিনেতা- অভিনেত্রীরা, খোঁজ নিল ইটিভি ভারত ৷

সঙ্গীতশিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় একাধিক স্টেজ শো করেন ৷ তাঁকেও মেটাতে হয় অনুরাগীদের 'সেলফি আবদার' ৷ কীভাবে ম্যানেজ করেন তিনি? শিল্পীর মেজাজ হারানোটা কি অন্যায়? পৌষালি বলেন, "এটা খুব সেন্টিমেন্টের জায়গা। শ্রোতা ভাবে আমি সেলেবকে কাছ থেকে দেখব, ছবি তুলব। আবার সেলেব ভাবেন জীবনে নিশ্চয়ই কিছু করেছি তাই শ্রোতা আমার কাছাকাছি আসতে চাইছেন। তবে এ কথাও ঠিক, একজন শিল্পী যখন স্টেজে টানা দু'ঘণ্টা পারফর্ম করেন তখন তার একটা হরমোন কাজ করে। তাতে সে ভীষণ উত্তেজিত হয়। আর সেই কারণেই শীতকালে সে দরদর করে ঘামে। সেই সময় নিজেকে শান্ত করার কোনও উপায় থাকে না।"

তিনি আরও বলেন, "সেদিক থেকে দেখতে গেলে রূপমদা কিন্তু খুব ভুল করেনি রেগে গিয়ে। তবে একথাও ঠিক শিল্পী হতে গেলে অনেক সংযত হতে হয়। কথাটা অন্যভাবেও বলতে পারত রূপমদা। অন্যকিছুও বলা যেত। টানা দু'ঘণ্টা বাংলা রক গাওয়ার পর শিল্পীর কী পরিমাণ ক্লান্তি থাকে তা একজন শিল্পীই জানে। এমন অনেক প্রোগ্রামে গিয়ে দেখেছি শ্রোতারা নিজেরাই খুব সচেতন। তারাই বলেছেন, উনি ক্লান্ত। এমনও হয়েছে যে স্টেজ থেকে নেমে সরাসরি গাড়িতে উঠে যেতে পারি। সবই হয়। শিল্পীকেও সংযত হতে হবে আর শ্রোতাকেও বুঝতে হবে।"

'একেনবাবু' খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, "আমি সাধারণত সেলফি তুলি যাঁরা চেয়ে থাকেন আমার কাছে। তাঁরা তো ভালোবাসেন বলেই আসেন। তবে, খুব ভিড়ভাট্টায় এক এক সময় বলে দিই সম্ভব নয়। আউটডোর শুটের সময়ে অনেক সময়ই সম্ভব হয় না। তবে আমি খুব কম মানুষকেই ফেরাই। রূপমের ঘটনা নিয়ে কিছু বলতে চাই না। কেন না, আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না। শিল্পী যদি অনুরোধ করে থাকেন যে তাঁকে একটু একলা ছেড়ে দেওয়া দরকার কিংবা তিনি সেই সময়ে পারবেন না সেলফি তুলতে, তা হলে শিল্পীর কথাও ভাবতে হবে দর্শককে।"

মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু জানান, দর্শকের জন্যই আমরা। আমি আমার অনুরাগীদের ফ্যামিলি ভাবি। যাঁরা আমার প্রথম। ছবির জন্য মন্দিরে পুজো দিতে পারেন, মসজিদে গিয়ে দোয়া করতে পারেন আমার বাবা মায়ের মতো, তাঁরা তো আমার পরিবারেরই একজন। তাই আমার সঙ্গে সেলফি তুলতে এসে কেউ ফিরে গিয়েছে এমনটা হয়নি কখনও। আমি একটুও বিরক্ত হই না।

সঙ্গীত শিল্পী সিধু বলেন, "অনুষ্ঠান শেষ করার পর শিল্পীর ক্লান্তি তো থাকেই। আবার যাঁরা ছবি তুলতে আসেন তাঁরা তো ভালোবেসেই আসেন। শিল্পীকে বুঝতে হবে অনুষ্ঠানের পর তাঁর শারীরিক অবস্থা এবং মানসিক ধৈর্য সেই মুহূর্তে আছে কি না। এটা তো একদিনে হয় না ৷ শিল্পীর সঙ্গে এটা চলেই। সুতরাং শিল্পীর নিজের এটা ম্যানেজ করার ক্ষমতা না থাকলে তাঁর সিকিউরিটি কিংবা বাউন্সার রাখা উচিত। হাই বাজেটের শিল্পীরা তো রাখতেই পারেন। আমি এই ব্যাপারে আজকাল মধ্যপন্থা অবলম্বন করি। আমি এবং পটা দু'জনে চেয়ার চেয়ে নিই। যাঁরা তুলবেন তাঁরা এসে পিছনে দাঁড়িয়ে তুলতে পারবেন। কারণ দাদা এদিক তাকাও, ওদিক তাকাও এই ব্যাপারটা বড্ড বিরক্তিকর। একটা ক্লান্তি তো থাকেই স্টেজ থেকে নামার পর। কিন্তু নিরীহ ফ্যানেদের দিকে এরকম শব্দ ধেয়ে আসা ঠিক নয়।"

উল্লেখ্য, 2022 সালের 31 মে এমনই এক ভিড়ে ঠাসা কনসার্টে অনুরাগীদের গানের আবদার মেটাতে মেটাতে অসুস্থ হতে থাকা শরীরকে অবহেলা করেছিলেন কেকে ৷ অনুরাগীদের 'না' বলতে পারেননি তিনি ৷ তার খেসারত দিতে হয়েছে জীবন দিয়ে ৷ এটাই কী আসলে যোগ্য প্রাপ্য এক শিল্পীর? রূপস ইসলাম না বলতে পেরেছেন বলেই আজ তিনি হয়ে গিয়েছেন খলনায়ক? তাঁরাও যে মানুষ, এই বোধটা কবে আসবে অনুরাগীদের?

আরও পড়ুন:

1. বাড়ি থেকে বেরোলেই রাম দর্শন, কয়েক কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ

2. 'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার

3. 'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা

কলকাতা, 15 জানুয়ারি: ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, মালদা, বিষ্ণুপুরে একের পর এক টানা কনসার্ট ৷ স্টেজ মাতাচ্ছেন দ্য রক রূপম ইসলাম ৷ চারিদিকে থিকথিকে কালো মাথা ৷ অনুরাগীদের গানের আবদার থেকে শুরু করে উত্তাল জনসমুদ্র থেকে বেরিয়ে এসে একটু শ্বাস নেওয়ার চেষ্টা ৷ কল্যাণীর অনুষ্ঠান শেষে বিধ্বস্ত রূপম ইসলাম একটু মুক্ত বাতাস চেয়েছিলেন ৷ যা কাল হল তাঁর জীবনে ৷

খবরের শিরোনামে মেজাজ হারিয়ে জোর করে সেলফি তুলতে আসা অনুরাগীকে বলা একটা শব্দ, শিল্পী রূপমকে খ্যাতির শিখর থেকে এক হ্যাঁচকায় টেনে নামাল নীচে ৷ তারকা বলেই কী এত সস্তা সম্মান? নাকি অনুরাগীরাই তারকাদের 'ভগবান' বলে শিল্পীকে হতে হবে কাঠের পুতুল? কী বলছেন টলিপাড়ার সঙ্গীতশিল্পী থেকে অভিনেতা- অভিনেত্রীরা, খোঁজ নিল ইটিভি ভারত ৷

সঙ্গীতশিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় একাধিক স্টেজ শো করেন ৷ তাঁকেও মেটাতে হয় অনুরাগীদের 'সেলফি আবদার' ৷ কীভাবে ম্যানেজ করেন তিনি? শিল্পীর মেজাজ হারানোটা কি অন্যায়? পৌষালি বলেন, "এটা খুব সেন্টিমেন্টের জায়গা। শ্রোতা ভাবে আমি সেলেবকে কাছ থেকে দেখব, ছবি তুলব। আবার সেলেব ভাবেন জীবনে নিশ্চয়ই কিছু করেছি তাই শ্রোতা আমার কাছাকাছি আসতে চাইছেন। তবে এ কথাও ঠিক, একজন শিল্পী যখন স্টেজে টানা দু'ঘণ্টা পারফর্ম করেন তখন তার একটা হরমোন কাজ করে। তাতে সে ভীষণ উত্তেজিত হয়। আর সেই কারণেই শীতকালে সে দরদর করে ঘামে। সেই সময় নিজেকে শান্ত করার কোনও উপায় থাকে না।"

তিনি আরও বলেন, "সেদিক থেকে দেখতে গেলে রূপমদা কিন্তু খুব ভুল করেনি রেগে গিয়ে। তবে একথাও ঠিক শিল্পী হতে গেলে অনেক সংযত হতে হয়। কথাটা অন্যভাবেও বলতে পারত রূপমদা। অন্যকিছুও বলা যেত। টানা দু'ঘণ্টা বাংলা রক গাওয়ার পর শিল্পীর কী পরিমাণ ক্লান্তি থাকে তা একজন শিল্পীই জানে। এমন অনেক প্রোগ্রামে গিয়ে দেখেছি শ্রোতারা নিজেরাই খুব সচেতন। তারাই বলেছেন, উনি ক্লান্ত। এমনও হয়েছে যে স্টেজ থেকে নেমে সরাসরি গাড়িতে উঠে যেতে পারি। সবই হয়। শিল্পীকেও সংযত হতে হবে আর শ্রোতাকেও বুঝতে হবে।"

'একেনবাবু' খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, "আমি সাধারণত সেলফি তুলি যাঁরা চেয়ে থাকেন আমার কাছে। তাঁরা তো ভালোবাসেন বলেই আসেন। তবে, খুব ভিড়ভাট্টায় এক এক সময় বলে দিই সম্ভব নয়। আউটডোর শুটের সময়ে অনেক সময়ই সম্ভব হয় না। তবে আমি খুব কম মানুষকেই ফেরাই। রূপমের ঘটনা নিয়ে কিছু বলতে চাই না। কেন না, আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না। শিল্পী যদি অনুরোধ করে থাকেন যে তাঁকে একটু একলা ছেড়ে দেওয়া দরকার কিংবা তিনি সেই সময়ে পারবেন না সেলফি তুলতে, তা হলে শিল্পীর কথাও ভাবতে হবে দর্শককে।"

মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু জানান, দর্শকের জন্যই আমরা। আমি আমার অনুরাগীদের ফ্যামিলি ভাবি। যাঁরা আমার প্রথম। ছবির জন্য মন্দিরে পুজো দিতে পারেন, মসজিদে গিয়ে দোয়া করতে পারেন আমার বাবা মায়ের মতো, তাঁরা তো আমার পরিবারেরই একজন। তাই আমার সঙ্গে সেলফি তুলতে এসে কেউ ফিরে গিয়েছে এমনটা হয়নি কখনও। আমি একটুও বিরক্ত হই না।

সঙ্গীত শিল্পী সিধু বলেন, "অনুষ্ঠান শেষ করার পর শিল্পীর ক্লান্তি তো থাকেই। আবার যাঁরা ছবি তুলতে আসেন তাঁরা তো ভালোবেসেই আসেন। শিল্পীকে বুঝতে হবে অনুষ্ঠানের পর তাঁর শারীরিক অবস্থা এবং মানসিক ধৈর্য সেই মুহূর্তে আছে কি না। এটা তো একদিনে হয় না ৷ শিল্পীর সঙ্গে এটা চলেই। সুতরাং শিল্পীর নিজের এটা ম্যানেজ করার ক্ষমতা না থাকলে তাঁর সিকিউরিটি কিংবা বাউন্সার রাখা উচিত। হাই বাজেটের শিল্পীরা তো রাখতেই পারেন। আমি এই ব্যাপারে আজকাল মধ্যপন্থা অবলম্বন করি। আমি এবং পটা দু'জনে চেয়ার চেয়ে নিই। যাঁরা তুলবেন তাঁরা এসে পিছনে দাঁড়িয়ে তুলতে পারবেন। কারণ দাদা এদিক তাকাও, ওদিক তাকাও এই ব্যাপারটা বড্ড বিরক্তিকর। একটা ক্লান্তি তো থাকেই স্টেজ থেকে নামার পর। কিন্তু নিরীহ ফ্যানেদের দিকে এরকম শব্দ ধেয়ে আসা ঠিক নয়।"

উল্লেখ্য, 2022 সালের 31 মে এমনই এক ভিড়ে ঠাসা কনসার্টে অনুরাগীদের গানের আবদার মেটাতে মেটাতে অসুস্থ হতে থাকা শরীরকে অবহেলা করেছিলেন কেকে ৷ অনুরাগীদের 'না' বলতে পারেননি তিনি ৷ তার খেসারত দিতে হয়েছে জীবন দিয়ে ৷ এটাই কী আসলে যোগ্য প্রাপ্য এক শিল্পীর? রূপস ইসলাম না বলতে পেরেছেন বলেই আজ তিনি হয়ে গিয়েছেন খলনায়ক? তাঁরাও যে মানুষ, এই বোধটা কবে আসবে অনুরাগীদের?

আরও পড়ুন:

1. বাড়ি থেকে বেরোলেই রাম দর্শন, কয়েক কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ

2. 'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার

3. 'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা

Last Updated : Jan 16, 2024, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.