ETV Bharat / entertainment

Kartik-Sara Reunion: তিক্ততা ভুলে কাছাকাছি ! সারা আলি খান-কার্তিক আরিয়ানের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন - লাভ আজ কাল

2020 সালে 'লাভ আজ কাল' ছবির শুটিং সেটে প্রেম ৷ তারপর বিচ্ছেদ ৷ তারপর আবার বন্ধুত্ব শুরুর গুঞ্জন ৷ এই মুহূর্তে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন নেটপাড়ায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:40 PM IST

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান ! এক সময়ে বলিউডের চর্চিত লাভবার্ডের বেশ কিছু ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তারপর থেকেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে 'সার্তিক'-এর কাছে আসা নিয়ে গুঞ্জন শুরু করে দিয়েছে ৷

শনিবার মুম্বইয়ে ছিল 'গদর 2'-এর সাকসেস পার্টি ৷ সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বলিউড তারকা ৷ উপস্থিত ছিলেন সারা আলি খান ও কার্তিক আরিয়ানও ৷ সেখানে পার্টির অন্দরে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে সারা ও কার্তিককে ৷ একে অপরকে দেখে এড়িয়ে না গিয়ে বরং বেশ কিছুটা সময় কাটিয়েছেন তাঁরা ৷ একে অপরকে আলিঙ্গন করার পাশাপাশি, কৃতি শ্যাননকে সঙ্গে নিয়ে একাধিক ছবিতে ধরা দিয়েছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা ৷

সেই ছবি ও ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা ৷ অনেকেই বলছেন, পুরনো তিক্ততা ভুলে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে 'ভুল ভুলাইয়া 2' খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে 'জরা হটকে জরা বাঁচকে' অভিনেত্রী সারা আলি খানের ৷ শুধু তাই নয়, নতুন একটি ছবি কার্তিক পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লিখেছেন, "মাথা নত করে পরিশ্রম করে যাও ৷" কার্তিকের লেটেস্ট এই ছবি অনুরাগীদের কৌতুহলী করে তুলেছে ৷

অনেকেই অভিনেতার প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করেছেন ৷ কেউ লিখেছেন, "এতদিন পরে একটা সেলফি !" ৷ কেউ আবার লিখেছেন, "এই ধরনের অনুপ্রেরণা আমারও প্রয়োজন ছিল ৷" আবার এক অনুরাগী লেখেন, "ওয়ার্ল্ড হটেস্ট বয় ৷" একদিকে, সারা আলি খানের সঙ্গে ছবি অন্যদিকে, মোটিভেশনাল মন্তব্য, অনুরাগীদের কৌতুহলী করে তুলেছে ৷ 2020 সালে লাভ আজ কাল ছবির শুটিং করার সময় এই দুই তারকা প্রেমে পড়েন বলে খবর ৷ বেশ কিছুদিন তাঁদের ডেটিং করতেও দেখা যায় ৷ বেশ কিছুদিন পরে কার্তিক-সারার বিচ্ছেদর খবর সামনে আসে ৷

আরও পড়ুন: মেয়ের জন্মদিনে আবেগঘন মা, রেনের 24 বছরের জন্মদিনে স্মৃতি রোমন্থন সুস্মিতার

কাজের কথা বললে, কার্তিক আরিয়ানকে দেখা যাবে কবীর খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' ৷ এছাড়াও 'আশিকি 3'- ছবিতেও দেখা যাবে কার্তিককে ৷ তবে তাঁর বিপরীতে অভিনেত্রী কে হবেন, তা এখনও জানা যায়নি ৷

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান ! এক সময়ে বলিউডের চর্চিত লাভবার্ডের বেশ কিছু ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তারপর থেকেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে 'সার্তিক'-এর কাছে আসা নিয়ে গুঞ্জন শুরু করে দিয়েছে ৷

শনিবার মুম্বইয়ে ছিল 'গদর 2'-এর সাকসেস পার্টি ৷ সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বলিউড তারকা ৷ উপস্থিত ছিলেন সারা আলি খান ও কার্তিক আরিয়ানও ৷ সেখানে পার্টির অন্দরে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে সারা ও কার্তিককে ৷ একে অপরকে দেখে এড়িয়ে না গিয়ে বরং বেশ কিছুটা সময় কাটিয়েছেন তাঁরা ৷ একে অপরকে আলিঙ্গন করার পাশাপাশি, কৃতি শ্যাননকে সঙ্গে নিয়ে একাধিক ছবিতে ধরা দিয়েছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা ৷

সেই ছবি ও ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা ৷ অনেকেই বলছেন, পুরনো তিক্ততা ভুলে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে 'ভুল ভুলাইয়া 2' খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে 'জরা হটকে জরা বাঁচকে' অভিনেত্রী সারা আলি খানের ৷ শুধু তাই নয়, নতুন একটি ছবি কার্তিক পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লিখেছেন, "মাথা নত করে পরিশ্রম করে যাও ৷" কার্তিকের লেটেস্ট এই ছবি অনুরাগীদের কৌতুহলী করে তুলেছে ৷

অনেকেই অভিনেতার প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করেছেন ৷ কেউ লিখেছেন, "এতদিন পরে একটা সেলফি !" ৷ কেউ আবার লিখেছেন, "এই ধরনের অনুপ্রেরণা আমারও প্রয়োজন ছিল ৷" আবার এক অনুরাগী লেখেন, "ওয়ার্ল্ড হটেস্ট বয় ৷" একদিকে, সারা আলি খানের সঙ্গে ছবি অন্যদিকে, মোটিভেশনাল মন্তব্য, অনুরাগীদের কৌতুহলী করে তুলেছে ৷ 2020 সালে লাভ আজ কাল ছবির শুটিং করার সময় এই দুই তারকা প্রেমে পড়েন বলে খবর ৷ বেশ কিছুদিন তাঁদের ডেটিং করতেও দেখা যায় ৷ বেশ কিছুদিন পরে কার্তিক-সারার বিচ্ছেদর খবর সামনে আসে ৷

আরও পড়ুন: মেয়ের জন্মদিনে আবেগঘন মা, রেনের 24 বছরের জন্মদিনে স্মৃতি রোমন্থন সুস্মিতার

কাজের কথা বললে, কার্তিক আরিয়ানকে দেখা যাবে কবীর খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' ৷ এছাড়াও 'আশিকি 3'- ছবিতেও দেখা যাবে কার্তিককে ৷ তবে তাঁর বিপরীতে অভিনেত্রী কে হবেন, তা এখনও জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.