ETV Bharat / entertainment

Aditya-Ananya Dinner Date: ডিনার ডেটে আদিত্য-অনন্যা, ভাইরাল ভিডিয়ো - ডিনার ডেটে গেলেন আদিত্য

Aditya-Ananya looking stunning on dinner date: এবার আর দেশের বাইরে নয় ৷ খুল্লুম খুল্লা মুম্বইের এক রেস্তোরাঁয়ে ডিনার ডেটে গেলেন আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে ৷ প্রকাশ্যে এল সেই ভিডিয়ো ৷

Etv Bharat
ডিনার ডেটে আদিত্য ও অনন্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 9:46 AM IST

মুম্বই, 28 অক্টোবর: জল্পনা ও গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই ৷ প্রেম করছেন আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে ৷ কিন্তু সেই নিয়ে মুখে কুলুপ আঁটেন এই দুই চর্চিত 'লাভ বার্ড' ৷ সম্পর্কে শিলমোহর অনুরাগীরা দেন যখন স্পেন ও পর্তুগালের রাস্তায় রোম্যান্টিক মুডে ছুটি কাটাতে দেখা যায় এই দুই তারকাকে ৷ তবে এবার আর লুকিয়ে নয়, সকলের সামনেই মুম্বইয়ে ডিনার ডেটে গেলেন আদিত্য-অনন্যা ৷ ভাইরাল সেই ভিডিয়ো ৷

পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিল বলিউডের এই দুই চর্চিত জুটি ৷ তবে মজার বিষয় হল, দুজনেই আলাদা আলাদাভাবে পাপারাৎজিদের কাছে পোজ দেন ৷ তারপর ডিনার ডেটে দেখা যায় একসঙ্গে ৷ এই দিনের জন্য অনন্যা বেছে নিয়েছিলেন কালো রঙের মিনি ড্রেস ৷ সঙ্গে ম্যাচিং কানের দুল ৷ হালকা মেকআপ আর চুল রাখেন খোলা ৷ অন্যদিকে, আদিত্যকেও দেখা গিয়েছে কালো পোশাকে ৷ কালো টি-শার্ট সঙ্গে জিনস ৷ দুজনেই হেসে ক্যামেরার সামনে পোজ দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যান ৷

কিছুদিন আগেই থ্যাংক 'ইউ ফর কামিং' ছবির বিশেষ স্ক্রিনিংয়েও একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে ৷ সেই ভিডিয়োও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায়, একসঙ্গে লিফট থেকে নামছেন আদিত্য ও অনন্যা ৷ তারপর আলাদা আলাদা গাড়িতে ফেরেন ৷ বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে একসঙ্গে এই 'লাভ বার্ড'কে দেখা গেলেও, সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই ৷ তবে স্পেনের হলিডের কিছু ছবি যখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন অনুরাগীরাও মনে করেন, প্রেম করছেন এই তারকা জুটি ৷

আরও পড়ুন: তিন যুগ পর ফের জুটি বাঁধলেন কমল হাসান-মণিরত্নম

কাজের দিকে নজর দিলে দেখা যায়, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে অনন্যা পাণ্ডের ছবি 'ড্রিম গার্ল 2' মুক্তি পেয়েছে ৷ পাশাপাশি, 'রকি অউর রানি কি প্রেম কাহিনী' ছবিতেও বিশেষ একটি গানে দেখা গিয়েছে অনন্যাকে ৷ অন্যদিকে, আদিত্যকে শেষ দেখা গিয়েছে 'দ্য নাইট ম্যানেজার'-এ ৷

মুম্বই, 28 অক্টোবর: জল্পনা ও গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই ৷ প্রেম করছেন আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে ৷ কিন্তু সেই নিয়ে মুখে কুলুপ আঁটেন এই দুই চর্চিত 'লাভ বার্ড' ৷ সম্পর্কে শিলমোহর অনুরাগীরা দেন যখন স্পেন ও পর্তুগালের রাস্তায় রোম্যান্টিক মুডে ছুটি কাটাতে দেখা যায় এই দুই তারকাকে ৷ তবে এবার আর লুকিয়ে নয়, সকলের সামনেই মুম্বইয়ে ডিনার ডেটে গেলেন আদিত্য-অনন্যা ৷ ভাইরাল সেই ভিডিয়ো ৷

পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিল বলিউডের এই দুই চর্চিত জুটি ৷ তবে মজার বিষয় হল, দুজনেই আলাদা আলাদাভাবে পাপারাৎজিদের কাছে পোজ দেন ৷ তারপর ডিনার ডেটে দেখা যায় একসঙ্গে ৷ এই দিনের জন্য অনন্যা বেছে নিয়েছিলেন কালো রঙের মিনি ড্রেস ৷ সঙ্গে ম্যাচিং কানের দুল ৷ হালকা মেকআপ আর চুল রাখেন খোলা ৷ অন্যদিকে, আদিত্যকেও দেখা গিয়েছে কালো পোশাকে ৷ কালো টি-শার্ট সঙ্গে জিনস ৷ দুজনেই হেসে ক্যামেরার সামনে পোজ দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যান ৷

কিছুদিন আগেই থ্যাংক 'ইউ ফর কামিং' ছবির বিশেষ স্ক্রিনিংয়েও একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে ৷ সেই ভিডিয়োও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায়, একসঙ্গে লিফট থেকে নামছেন আদিত্য ও অনন্যা ৷ তারপর আলাদা আলাদা গাড়িতে ফেরেন ৷ বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে একসঙ্গে এই 'লাভ বার্ড'কে দেখা গেলেও, সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই ৷ তবে স্পেনের হলিডের কিছু ছবি যখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন অনুরাগীরাও মনে করেন, প্রেম করছেন এই তারকা জুটি ৷

আরও পড়ুন: তিন যুগ পর ফের জুটি বাঁধলেন কমল হাসান-মণিরত্নম

কাজের দিকে নজর দিলে দেখা যায়, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে অনন্যা পাণ্ডের ছবি 'ড্রিম গার্ল 2' মুক্তি পেয়েছে ৷ পাশাপাশি, 'রকি অউর রানি কি প্রেম কাহিনী' ছবিতেও বিশেষ একটি গানে দেখা গিয়েছে অনন্যাকে ৷ অন্যদিকে, আদিত্যকে শেষ দেখা গিয়েছে 'দ্য নাইট ম্যানেজার'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.