কলকাতা, 30 মে : সিঁথি ভরা লাল সিঁদুর, পরনে লাল বেনারসি কনের সাজে ইনস্টায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra Shares Wedding Pics With Dev)৷ প্রিয়তমটি কে ? হ্যাঁ সেই চিরপরিচিত দেব ৷ দীপক অধিকারীকেও ছবিতে দেখা গেল বর সাজে ৷ পরনে ধুতি, মাথায় টোপর ৷ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে, তবে কি কাউকে না জানিয়েই বিয়েটা সেরে ফেললেন এই তারকা জুটি ৷ জুটির লাখো অনুরাগীরা অবশ্য় এই প্রশ্নের উত্তরে একটু আশাহত হতেই পারেন, কারণ উত্তরটা হল 'না' ৷ আসলে এই ছবি পর্দার জগতের, বাস্তবের নয় ৷
দেব-রুক্মিণীর শেষ ছবি 'কিশমিশ'-এ বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন টিনটিন-রোহিনী ৷ 'কিশমিশ' একমাস যেভাবে প্রেক্ষাগৃহে দাপিয়ে রাজত্ব চালাচ্ছে সেই সাফল্য উদযাপন করতেই অনুরাগীদের উদ্দেশে এই ছবি শেয়ার করেন অভিনেত্রী ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাপি ওয়ানমান্থ অ্যানিভার্সারি ল্যাদেশ্বর ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : আইপিএল ফাইনালের আবহেও প্রথমদিনেই সোশ্য়াল মিডিয়া কাঁপাল আমিরের 'লাল সিং চাড্ডা'র ট্রেলার
বক্স অফিসে রীতিমত চুটিয়ে ব্যবসা করছে এই আউট অ্যান্ড আউট প্রেমের পটবয়লারটি ৷ দেব-রুক্মিণীর কেমিস্ট্রি ফের একবার জিতে নিয়েছে দর্শকদের মন ৷ এমনকী 'অপরাজিত'-র মতো ছবি মুক্তির পর তেমন বড় প্রভাব পড়েনি 'কিশমিশ'-এর ব্যবসায় ৷ রিয়েল লাইফ বান্ধবীর সঙ্গে রিল লাইফে তো প্রেমের নতুন ইনিংস শুরু করেই দিয়েছেন দেব ৷ বাস্তবেও এক হবে কি চারহাত ? সে উত্তর অবশ্য আমাদের কাছে নেই ৷