ETV Bharat / entertainment

Rukmini Maitra: 'ঠিক যেন আমার ঠাকুমার মতো', সত্যবতীকে নিয়ে বললেন রুক্মিণী - Rukmini Maitra Byomkesh O DurgoRohosyo

সত্যবতী 'আমার দিদা-ঠাকুমার মতো', ঠিক এই ভাষাতেই তাঁর চরিত্রের কথা তুলে ধরলেন পর্দার সত্যন্বেষীর জীবনসঙ্গীনী ৷

Rukmini Maitra Shares Her Thoughts on the charecter of Satyabati
সত্যবতীকে নিয়ে মুখ খুললেন রুক্মিণী
author img

By

Published : Aug 3, 2023, 6:36 PM IST

কলকাতা, 3 অগস্ট: আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণীর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ৷ ইতিমধ্যেই মু্ক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ তাই ছবিতে দেবকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে আর সত্যবতী হিসাবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে, নতুন করে এই নিয়ে বলে দেওয়ার কিছু নেই ৷ বিরসা দাশগুপ্তর এই ছবির কথা যখন প্রথম সামনে আসে তখন থেকে দেব-রুক্মিণী দু'জনেই সমালোচনার মুখে পড়েছিলেন ৷ দেবকে অনেকেই মানতে পারেননি সত্যান্বেষী হিসাবে ৷ ঠিক যেমন প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রীও ৷ এবার নির্মাতারা শেয়ার করলেন রুক্মিণীর একটি ভিডিয়ো ৷ যেখানে শুটিংয়ের ঝলকের পাশাপাশি নিজের চরিত্র নিয়েও মুখ খুললেন নায়িকা ৷

রুক্মিণীকে সত্য হিসাবে দেখতে চাননি খোদ দেবও ৷ তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানান, বিরসার কাছে অন্য অনেকের ছবিই দিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরিচালকের পছন্দ ছিল রুক্মিণীকেই ৷ তাই শেষমেষ রাজি হন অভিনেতা ৷ কিন্তু রুক্মিণী ? তাঁর কেমন লেগেছিল চরিত্রটি পেয়ে ৷ ভিডিয়োতে তিনি বলেন, " আমার জন্য এটা দারুণ মজার একটা অভিজ্ঞতা ৷ আমার সবথেকে ভালো লাগে যখন কোনও চরিত্র মধ্যে একটা কোয়ার্ক(অনেক ধরনের স্তর) থাকে ৷ সত্যবতীর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল উনি ঠিক যেন আমার দিদা বা ঠাকুমার মতো ৷"

একইসঙ্গে তিনি জানান, প্রত্য়েকটি সফল মানুষের পিছনে একজন নারীর হাত থাকে ৷ ব্য়োমকেশের পিছনে সত্য হল নারী ৷ আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তার আগেই তার সত্যবতী চরিত্রের ধারণাকে সকলের সামনে এদিন তুলে ধরলেন রুক্মিণী ৷ অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তিনি সত্য হয়ে উঠেছেন পরিচালকের হাত ধরে ৷ কারণ গল্পটা শুরুতে তাঁর পড়া ছিল না ৷

আরও পড়ুন: সত্যজিৎ প্রেরণা তবে আবার অরণ্যে দিনরাত্রি চলবে নিজের ছন্দে: সুমন মৈত্র

অন্যদিকে একইদিনে মুুক্তি পেতে চলেছে মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য়ের ছবি 'চিনি 2' ৷ তাই সম্মুখ সমর কেমন জমে সেদিকে লক্ষ্য থাকবে সকলেরই ৷ একদিকে রহস্য আর অন্যদিকে থাকবে চিনি নামক নারীর সাধারণ জীবনের গল্প ৷ বাড়িওয়ালা মাসির সঙ্গে তাঁর টানাপোড়েনের কাহিনি ৷

কলকাতা, 3 অগস্ট: আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণীর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ৷ ইতিমধ্যেই মু্ক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ তাই ছবিতে দেবকে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে আর সত্যবতী হিসাবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে, নতুন করে এই নিয়ে বলে দেওয়ার কিছু নেই ৷ বিরসা দাশগুপ্তর এই ছবির কথা যখন প্রথম সামনে আসে তখন থেকে দেব-রুক্মিণী দু'জনেই সমালোচনার মুখে পড়েছিলেন ৷ দেবকে অনেকেই মানতে পারেননি সত্যান্বেষী হিসাবে ৷ ঠিক যেমন প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রীও ৷ এবার নির্মাতারা শেয়ার করলেন রুক্মিণীর একটি ভিডিয়ো ৷ যেখানে শুটিংয়ের ঝলকের পাশাপাশি নিজের চরিত্র নিয়েও মুখ খুললেন নায়িকা ৷

রুক্মিণীকে সত্য হিসাবে দেখতে চাননি খোদ দেবও ৷ তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানান, বিরসার কাছে অন্য অনেকের ছবিই দিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরিচালকের পছন্দ ছিল রুক্মিণীকেই ৷ তাই শেষমেষ রাজি হন অভিনেতা ৷ কিন্তু রুক্মিণী ? তাঁর কেমন লেগেছিল চরিত্রটি পেয়ে ৷ ভিডিয়োতে তিনি বলেন, " আমার জন্য এটা দারুণ মজার একটা অভিজ্ঞতা ৷ আমার সবথেকে ভালো লাগে যখন কোনও চরিত্র মধ্যে একটা কোয়ার্ক(অনেক ধরনের স্তর) থাকে ৷ সত্যবতীর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল উনি ঠিক যেন আমার দিদা বা ঠাকুমার মতো ৷"

একইসঙ্গে তিনি জানান, প্রত্য়েকটি সফল মানুষের পিছনে একজন নারীর হাত থাকে ৷ ব্য়োমকেশের পিছনে সত্য হল নারী ৷ আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তার আগেই তার সত্যবতী চরিত্রের ধারণাকে সকলের সামনে এদিন তুলে ধরলেন রুক্মিণী ৷ অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তিনি সত্য হয়ে উঠেছেন পরিচালকের হাত ধরে ৷ কারণ গল্পটা শুরুতে তাঁর পড়া ছিল না ৷

আরও পড়ুন: সত্যজিৎ প্রেরণা তবে আবার অরণ্যে দিনরাত্রি চলবে নিজের ছন্দে: সুমন মৈত্র

অন্যদিকে একইদিনে মুুক্তি পেতে চলেছে মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য়ের ছবি 'চিনি 2' ৷ তাই সম্মুখ সমর কেমন জমে সেদিকে লক্ষ্য থাকবে সকলেরই ৷ একদিকে রহস্য আর অন্যদিকে থাকবে চিনি নামক নারীর সাধারণ জীবনের গল্প ৷ বাড়িওয়ালা মাসির সঙ্গে তাঁর টানাপোড়েনের কাহিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.