কলকাতা, 5 জানুয়ারি: 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Natir Upakhyan) ছবিতে বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra News)৷ এই খবর অনেকদিন আগেই জেনে গিয়েছে আপামর বাঙালি । এ বার জানা গেল ওই ছবির অন্যান্য সব চরিত্রদের নাম ।
ছবিতে গিরীশচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly Film)। এই ছবিতে নটী বিনোদিনীর চোখ দিয়ে দেখানো হবে গিরীশ ঘোষকে । বিনোদিনীর স্বামী রাঙাবাবুর চরিত্রে রাহুল বসু । উল্লেখ্য, বেশ অনেকদিন পর বাংলা ছবিতে ফিরছেন রাহুল বসু (Rahul Bose in Bengali Film)। ও দিকে বিনোদিনী দাসীর প্রেমিক কুমার বাহাদুরের চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে । আর স্টার থিয়েটারের অন্যতম কর্তা গুর্মুখ রায়ের চরিত্রে মীর । তিনি খুব একটা অভিনয় না করলেও সাড়া দিয়েছেন রামকমলের (Ram Kamal Mukherjee) ডাকে ।
বিনোদিনীর প্রেমিক কুমার বাহাদুরের চরিত্রে থাকছেন ওম সাহানি । তিনি বলেন, "আমি দেবদার ফ্যান । তাই অফারটা তাঁর কাছ থেকে আসায় দ্বিতীয়বার ভাবার কথা মাথাতেই আসেনি । তার উপর এমন এক ছবি, রামকমল মুখোপাধ্যায়ের মতো পরিচালক, রুক্মিণীর মতো-সহ অভিনেত্রী । সব মিলিয়ে দারুণ প্রাপ্তি ।"
ও দিকে দেবের সঙ্গে হাত মিলিয়ে খুশি প্রযোজক প্রতীক চক্রবর্তী । তিনি বলেন, "দেব একদিকে যেমন সুপারস্টার অন্যদিকে সফল প্রযোজক । ফলে, দেব ক্রিয়েটিভিটি এবং বিজনেস দুটো দিকই ভাল বোঝে । আর রামকমলের কাজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে । রুক্মিণী দুর্দান্ত অভিনেত্রী । আশা করি এই ছবি দারুণ হবে ।"
আরও পড়ুন: বিনোদিনী দাসীকে ঘিরে আবেগের সুর রামকমল-রুক্মিণীর কণ্ঠে
রুক্মিণী বলেন, "এই ছবিটার জন্য শুধু বাংলা নয়, আমি হিন্দি ছবির অফারও ছেড়েছি । কারণ আমি আমার একশো ভাগ দিতে চাই এই ছবিতে । গত এক বছর ধরে আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করছি চরিত্রটার জন্য । আর কথকের তালিম নিচ্ছি পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য শৌভিকের কাছে ।"
ছবি নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "রামকমল যখন আমাকে গল্পটা বলল, আমি অবাক হয়ে গেলাম । ওঁর চিন্তাভাবনাটা একেবারে আলাদা । বিনোদিনী দাসীর চোখ দিয়ে দেখা হবে গিরীশ ঘোষকে । এভাবে আগে দেখানো হয়নি কখনও ।"
রাহুল বসুর কথায়, "রাঙাবাবু বিনোদিনীকে সত্যিই ভালোবাসতেন । সত্যিকারের ভালোবাসার বড় অভাব আজ ৷ বিনোদিনীর জীবনের ওঠাপড়ায় এই মানুষটির অনেক ভূমিকা ছিল । এই চরিত্র পেয়ে তাই আমি খুশি । তাছাড়া রামকমল এবং দেবের সঙ্গে কাজ করতে পারব, তাতেও আমি খুশি ।"
ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখছেন প্রিয়াঙ্কা পোদ্দার । সিনেমাটোগ্রাফিতে সৌমিক হালদার, আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী, কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত । সঙ্গীত পরিচালনায় সৌরেন্দ্র এবং সৌম্যজিত । আর গান লিখেছেন পরিচালক রামকমল স্বয়ং । এই ভ্যালেন্টাইন্স ডে থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।