ETV Bharat / entertainment

Sweta-Rubel Relationship: কবে বিয়ে করছেন শ্বেতাকে ? উত্তরে যা বললেন রুবেল - rubel das on his relationship with sweta

কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্বেতা-রুবেল? জল্পনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা রুবেল দাস (Sweta Bhattacharya Rubel Das Relationship) ৷

Sweta-Rubel Relationship
শ্বেতা-রুবেল
author img

By

Published : Mar 28, 2023, 9:04 PM IST

কলকাতা, 28 মার্চ: শ্বেতা-রুবেলের প্রেম নতুন খবর নয় । দিনকয়েক আগে থেকে একান্তের ছবি সোশাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন দু'জনে। তাতে ভক্তরাও বেশ খুশি। এই রিয়েল লাইফ জুটি রিলে জুটি বেঁধেছিলেন 'যমুনা ঢাকি' ধারাবাহিকে । সঙ্গীত আর যমুনার জুটি ভালোই সাড়া ফেলেছিল দর্শক হৃদয়ে । এখন দু'জনেই আলাদা ধারাবাহিকে অভিনয় করছেন । তবে, সম্প্রতি সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু'জনকে আবার দেখা গিয়েছে পাশাপাশি (Sweta Bhattacharya Rubel Das Relationship) ।

মঙ্গলবার দুপুরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্বেতা লিখেছেন, "কাহানি নেহি, মুঝে তু চাহিয়ে ।" এর সঙ্গে রুবেল, নিজের বাবা এবং মায়ের সঙ্গে নিজের আবেগঘন ছবি শেয়ার করেছেন শ্বেতা ভট্টাচার্য । মেক-আপহীন লুকে খুব হালকা এবং সাদামাটা পোশাকে ধরা দিয়েছেন শ্বেতা ।

শ্বেতা এবং রুবেলের মিষ্টি প্রেম নিয়ে চর্চা, সহজ কথায় লেখালিখি কমই হয় । কেননা এই তারকা জুটির দু'জনেই অত্যন্ত খোলামেলা স্বভাবের । বিতর্ক এড়িয়ে চলেন তাঁরা । কিন্তু কবে তাঁরা আবদ্ধ হবেন বিবাহ বন্ধনে? এই এবার মুখ খুললেন অভিনেতা রুবেল দাস ৷ তিনি বলেন, "আগামী দু'বছরের মধ্যে তো নয়ই । এখন একে অপরের সঙ্গে কেবল মূল্যবান সময় কাটাতে চাই শুধু ।"

এই মুহূর্তে 'সোহাগ জল' ধারাবাহিকে ব্যস্ত শ্বেতা আর 'নিম ফুলের মধু' ধারাবাহিক নিয়ে ব্যস্ত রুবেল দাস ৷ পাশাপাশি শ্বেতা পা রেখেছেন বড় পর্দায়। আর ডেবিউ ছবিতেই তিনি অভিনয় করে ফেলেছেন বাংলার সুপারস্টার দেবের সঙ্গে । বহু প্রশংসিত হয়েছে সেই ছবি । ভালোরকমের ব্যবসাও করেছে 'প্রজাপতি' । আর শ্বেতার কেরিয়ারেও 'প্রজাপতি' নতুন পালক জুড়েছে তা বলাই বাহুল্য । রুবেল তো নাচের জাদুতে দর্শকের মন মাতাতে সিদ্ধহস্ত । শ্বেতাও কম যান না । এবার শুধু দু'জনের চার হাত এক হওয়ার অপেক্ষা ৷

আরও পড়ুন: পাঠানের সাফল্য উদযাপনে 10 কোটির রোলস রয়েস গ্যারাজে আনলেন শাহরুখ !

কলকাতা, 28 মার্চ: শ্বেতা-রুবেলের প্রেম নতুন খবর নয় । দিনকয়েক আগে থেকে একান্তের ছবি সোশাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন দু'জনে। তাতে ভক্তরাও বেশ খুশি। এই রিয়েল লাইফ জুটি রিলে জুটি বেঁধেছিলেন 'যমুনা ঢাকি' ধারাবাহিকে । সঙ্গীত আর যমুনার জুটি ভালোই সাড়া ফেলেছিল দর্শক হৃদয়ে । এখন দু'জনেই আলাদা ধারাবাহিকে অভিনয় করছেন । তবে, সম্প্রতি সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু'জনকে আবার দেখা গিয়েছে পাশাপাশি (Sweta Bhattacharya Rubel Das Relationship) ।

মঙ্গলবার দুপুরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্বেতা লিখেছেন, "কাহানি নেহি, মুঝে তু চাহিয়ে ।" এর সঙ্গে রুবেল, নিজের বাবা এবং মায়ের সঙ্গে নিজের আবেগঘন ছবি শেয়ার করেছেন শ্বেতা ভট্টাচার্য । মেক-আপহীন লুকে খুব হালকা এবং সাদামাটা পোশাকে ধরা দিয়েছেন শ্বেতা ।

শ্বেতা এবং রুবেলের মিষ্টি প্রেম নিয়ে চর্চা, সহজ কথায় লেখালিখি কমই হয় । কেননা এই তারকা জুটির দু'জনেই অত্যন্ত খোলামেলা স্বভাবের । বিতর্ক এড়িয়ে চলেন তাঁরা । কিন্তু কবে তাঁরা আবদ্ধ হবেন বিবাহ বন্ধনে? এই এবার মুখ খুললেন অভিনেতা রুবেল দাস ৷ তিনি বলেন, "আগামী দু'বছরের মধ্যে তো নয়ই । এখন একে অপরের সঙ্গে কেবল মূল্যবান সময় কাটাতে চাই শুধু ।"

এই মুহূর্তে 'সোহাগ জল' ধারাবাহিকে ব্যস্ত শ্বেতা আর 'নিম ফুলের মধু' ধারাবাহিক নিয়ে ব্যস্ত রুবেল দাস ৷ পাশাপাশি শ্বেতা পা রেখেছেন বড় পর্দায়। আর ডেবিউ ছবিতেই তিনি অভিনয় করে ফেলেছেন বাংলার সুপারস্টার দেবের সঙ্গে । বহু প্রশংসিত হয়েছে সেই ছবি । ভালোরকমের ব্যবসাও করেছে 'প্রজাপতি' । আর শ্বেতার কেরিয়ারেও 'প্রজাপতি' নতুন পালক জুড়েছে তা বলাই বাহুল্য । রুবেল তো নাচের জাদুতে দর্শকের মন মাতাতে সিদ্ধহস্ত । শ্বেতাও কম যান না । এবার শুধু দু'জনের চার হাত এক হওয়ার অপেক্ষা ৷

আরও পড়ুন: পাঠানের সাফল্য উদযাপনে 10 কোটির রোলস রয়েস গ্যারাজে আনলেন শাহরুখ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.