ETV Bharat / entertainment

HCA Awards: 'টপ গান: ম্যাভেরিক' ছবিকে পিছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে 'আরআরআর'-এর জয়জয়াকার - Hollywood Critics Association Awards

হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে সেরা মৌলিক গান, সেরা স্ট্যান্ট এবং সেরা অ্য়াকশন ফিল্ম-সহ মোট চারটি পুরস্কার জয় করে নিল 'আরআরআর' (RRR wins HCA Awards)৷

Etv Bharat
টম ক্রুসের টপ গান ম্যাভেরিক ছবিকে পিছনে ফেলে জয়ীর আসনে রাজামৌলির ছবি
author img

By

Published : Feb 25, 2023, 12:32 PM IST

ওয়াশিংটন, 25 ফেব্রুয়ারি: অশ্বমেধের ঘোড়ার মতো অপ্রতিরোধ্য গতিতে একের পর এক মাইলফলক স্থাপন করে চলেছে রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবি আরও একবার সেরার শিরোপা পেল ৷ গ্লোডেন গ্লোবস এবং ক্রিটিক চয়েস পুরস্কার জয়ের পর এবার টিম 'আরআরআর'-এর মুকুটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পালক ৷ হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে এবার টম ক্রুসের 'টপ গান: ম্যাভেরিক' ছবিকে পিছনে ফেলে দিল রাজামৌলির ছবি (RRR wins HCA Awards)৷

HCA Awards
হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে মোট চারটি পুরস্কার জয় করে নিল আরআরআর


সেরা মৌলিক গান, সেরা স্ট্যান্ট এবং সেরা অ্য়াকশন ফিল্ম-সহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অন্য়তম স্টার রাম চরণও ৷ টিমের হয়ে পুরস্কার নিতে গিয়ে পরিচালক রাজামৌলি জানান, এই মঞ্চে সম্মানিত হতে পেরে তিনি কৃতজ্ঞ ৷ সেরা অ্য়াকশন ছবি, সেরা বিদেশী ছবির পুরস্কার তো বটেই একইসঙ্গে সেরা স্টান্ট বিভাগে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রাজামৌলি জানান, সবটাই সম্ভব হয়েছে তাঁর স্ট্য়ান্ট কোরিওগ্র্যাফারের জন্য ৷ তিনি এও জানান, যাঁরা সারা বিশ্ব জুড়ে এ ধরণের পুরস্কারের আয়োজন করেন তাঁদেরও স্ট্য়ান্ট ম্য়ান এবং কোরিওগ্রাফারদের কথা ভাবা উচিত ৷ কারণ তাঁদের পরিশ্রমেই সকলে ছবি দেখে এত আনন্দ পান ৷

টিম 'আরআরআর' এখন রয়েছে লস অ্যাঞ্জেলসে ৷ তাঁদের এবারের লক্ষ অস্কার ৷ অস্কার পুরস্কারের দৌড়ে চুড়ান্ত পর্বে ইতিমধ্য়েই নমিনেশন পেয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ গানটির জন্য় আগেই গ্লোডেন গ্লোবস পুরস্কার জিতে নিয়েছেন সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী ৷ এবার অপেক্ষা অস্কারের সোনালি ট্রফির ৷

আরও পড়ুন: বক্স অফিসের রিপোর্টকার্ডে হতাশাজনক ফল 'সেলফি'র, করণকে আক্রমণ কঙ্গনার

'আরআরআর' ছবিটি তৈরি হয়েছে দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামীর একটি গল্পের উপর ভিত্তি করে ৷ যদিও গল্পটিকে তাঁর মনের রঙে রাঙিয়ে নিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 1200 কোটি টাকা ৷ ছবিতে জুনিয়ার এনটিআর, রাম চরণ ছাড়াও শ্রিয়া শরণ, আলিয়া ভাট, অজয় দেবগণের মতো অভিনেতারাও অভিনয় করেছেন ৷

ওয়াশিংটন, 25 ফেব্রুয়ারি: অশ্বমেধের ঘোড়ার মতো অপ্রতিরোধ্য গতিতে একের পর এক মাইলফলক স্থাপন করে চলেছে রাজামৌলির ব্লকবাস্টার 'আরআরআর' ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবি আরও একবার সেরার শিরোপা পেল ৷ গ্লোডেন গ্লোবস এবং ক্রিটিক চয়েস পুরস্কার জয়ের পর এবার টিম 'আরআরআর'-এর মুকুটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পালক ৷ হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে এবার টম ক্রুসের 'টপ গান: ম্যাভেরিক' ছবিকে পিছনে ফেলে দিল রাজামৌলির ছবি (RRR wins HCA Awards)৷

HCA Awards
হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডসের মঞ্চে মোট চারটি পুরস্কার জয় করে নিল আরআরআর


সেরা মৌলিক গান, সেরা স্ট্যান্ট এবং সেরা অ্য়াকশন ফিল্ম-সহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অন্য়তম স্টার রাম চরণও ৷ টিমের হয়ে পুরস্কার নিতে গিয়ে পরিচালক রাজামৌলি জানান, এই মঞ্চে সম্মানিত হতে পেরে তিনি কৃতজ্ঞ ৷ সেরা অ্য়াকশন ছবি, সেরা বিদেশী ছবির পুরস্কার তো বটেই একইসঙ্গে সেরা স্টান্ট বিভাগে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রাজামৌলি জানান, সবটাই সম্ভব হয়েছে তাঁর স্ট্য়ান্ট কোরিওগ্র্যাফারের জন্য ৷ তিনি এও জানান, যাঁরা সারা বিশ্ব জুড়ে এ ধরণের পুরস্কারের আয়োজন করেন তাঁদেরও স্ট্য়ান্ট ম্য়ান এবং কোরিওগ্রাফারদের কথা ভাবা উচিত ৷ কারণ তাঁদের পরিশ্রমেই সকলে ছবি দেখে এত আনন্দ পান ৷

টিম 'আরআরআর' এখন রয়েছে লস অ্যাঞ্জেলসে ৷ তাঁদের এবারের লক্ষ অস্কার ৷ অস্কার পুরস্কারের দৌড়ে চুড়ান্ত পর্বে ইতিমধ্য়েই নমিনেশন পেয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ গানটির জন্য় আগেই গ্লোডেন গ্লোবস পুরস্কার জিতে নিয়েছেন সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী ৷ এবার অপেক্ষা অস্কারের সোনালি ট্রফির ৷

আরও পড়ুন: বক্স অফিসের রিপোর্টকার্ডে হতাশাজনক ফল 'সেলফি'র, করণকে আক্রমণ কঙ্গনার

'আরআরআর' ছবিটি তৈরি হয়েছে দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামীর একটি গল্পের উপর ভিত্তি করে ৷ যদিও গল্পটিকে তাঁর মনের রঙে রাঙিয়ে নিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 1200 কোটি টাকা ৷ ছবিতে জুনিয়ার এনটিআর, রাম চরণ ছাড়াও শ্রিয়া শরণ, আলিয়া ভাট, অজয় দেবগণের মতো অভিনেতারাও অভিনয় করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.