ETV Bharat / entertainment

NTR Jr Jets off to US For Oscars: অস্কারে যোগ দিতে আমেরিকা গেলেন এনটিআর জুনিয়র, শুভেচ্ছা ভক্তদের - Oscars 2023

অস্কারের (Oscars 2023) জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে হায়দরাবাদ বিমানবন্দরে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রের (RRR fame actor NTR Jr) ছবি এবং ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে (NTR Jr Jets off to US For Oscars)।

NTR Jr ETV Bharat
এনটিআর জুনিয়র
author img

By

Published : Mar 6, 2023, 8:09 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: সোমবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেল দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকে (NTR Jr Jets off to US For Oscars)৷ তাঁর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কারণটা অবশ্য বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ গোটা দেশের মতোই এখন তাঁরও পাখির চোখ শুধুই অস্কার (Oscars 2023)৷ হায়দরাবাদ বিমানবন্দরে এনটিআর জুনিয়ারের (RRR fame actor NTR Jr) ছবি এবং ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে অভিনেতার পরনে রয়েছে একটি বেইজ হুডি এবং কালো ট্রাউজার । বিমানবন্দরে ভক্তদের সঙ্গে করমর্দন করতে এবং উপস্থিত সবার দিকে হাত নাড়তে দেখা যায় আরআরআর স্টারকে । এনটিআর জুনিয়র এবং রাম চরণ অভিনীত এসএস রাজামৌলীর আরআরআর-এর "নাতু নাতু" গানটি সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছে ।

হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন 2023 গত সপ্তাহে জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটকে "স্পটলাইট পুরস্কার" প্রদান করেছে । 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে "নাতু নাতু"-র লড়াই যে গানগুলির সঙ্গে সেগুলি হল, "এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস" এর "দিস ইজ এ লাইফ", "টেল ইট লাইক আ ওম্যান" এর "অ্যাপ্লউজ" এবং "ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা" ফিল্মের "লিফ্ট মি আপ" ।

আরও পড়ুন: মুক্তির 342 দিন পরেও লস অ্যাঞ্জেলেসে 1647 আসনের প্রেক্ষাগৃহে হাউসফুল আরআরআর

অস্কারের লড়াইয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে আরআরআর-এর নাতু নাতু গানটি । জানুয়ারি মাসে এই গান "সেরা মৌলিক গান" এর জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিল । এর পাঁচ দিন পর 28তম বার্ষিক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে, আরআরআর আরও দুটি পুরস্কার জিতেছে । প্রতিটি বিভাগে একটি এন্ট্রি ছিল: সেরা গান এবং সেরা বিদেশি চলচ্চিত্র ।

তারপর থেকে আরআরআর এবং নাতু নাতু বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় গান হয়ে উঠেছে । ইংরেজি ছাড়াও, গানটি হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও প্রকাশিত হয়েছে ৷ গানটির হিন্দি সংস্করণ গেয়েছেন বিশাল মিশ্র এবং রাহুল সিপলিগঞ্জ । জুনিয়র এনটিআর এবং রাম চরণের হুক স্টেপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

হায়দরাবাদ, 6 মার্চ: সোমবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেল দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকে (NTR Jr Jets off to US For Oscars)৷ তাঁর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কারণটা অবশ্য বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ গোটা দেশের মতোই এখন তাঁরও পাখির চোখ শুধুই অস্কার (Oscars 2023)৷ হায়দরাবাদ বিমানবন্দরে এনটিআর জুনিয়ারের (RRR fame actor NTR Jr) ছবি এবং ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে অভিনেতার পরনে রয়েছে একটি বেইজ হুডি এবং কালো ট্রাউজার । বিমানবন্দরে ভক্তদের সঙ্গে করমর্দন করতে এবং উপস্থিত সবার দিকে হাত নাড়তে দেখা যায় আরআরআর স্টারকে । এনটিআর জুনিয়র এবং রাম চরণ অভিনীত এসএস রাজামৌলীর আরআরআর-এর "নাতু নাতু" গানটি সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছে ।

হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন 2023 গত সপ্তাহে জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটকে "স্পটলাইট পুরস্কার" প্রদান করেছে । 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে "নাতু নাতু"-র লড়াই যে গানগুলির সঙ্গে সেগুলি হল, "এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস" এর "দিস ইজ এ লাইফ", "টেল ইট লাইক আ ওম্যান" এর "অ্যাপ্লউজ" এবং "ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা" ফিল্মের "লিফ্ট মি আপ" ।

আরও পড়ুন: মুক্তির 342 দিন পরেও লস অ্যাঞ্জেলেসে 1647 আসনের প্রেক্ষাগৃহে হাউসফুল আরআরআর

অস্কারের লড়াইয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে আরআরআর-এর নাতু নাতু গানটি । জানুয়ারি মাসে এই গান "সেরা মৌলিক গান" এর জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিল । এর পাঁচ দিন পর 28তম বার্ষিক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে, আরআরআর আরও দুটি পুরস্কার জিতেছে । প্রতিটি বিভাগে একটি এন্ট্রি ছিল: সেরা গান এবং সেরা বিদেশি চলচ্চিত্র ।

তারপর থেকে আরআরআর এবং নাতু নাতু বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় গান হয়ে উঠেছে । ইংরেজি ছাড়াও, গানটি হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও প্রকাশিত হয়েছে ৷ গানটির হিন্দি সংস্করণ গেয়েছেন বিশাল মিশ্র এবং রাহুল সিপলিগঞ্জ । জুনিয়র এনটিআর এবং রাম চরণের হুক স্টেপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.