হায়দরাবাদ, 4 এপ্রিল : মুক্তির পর থেকেই বক্সঅফিসে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে এস এস রাজামৌলির 'আরআরআর' ৷ 'বাহুবলী'-র পর একইভাবে সারা ভারতে দাপিয়ে ব্যবসা করছে এই ছবিও ৷ প্রথম দিনেই 'বাহুবলী'-র ব্য়বসায়িক রেকর্ড ভাঙার পরেই বোঝা গিয়েছিল আগামিদিনে রীতিমত বড় সড় সুনামি আনতে চলেছে 'আরআরআর' ৷
এবার দশদিন না পেরোতে পেরোতেই দক্ষিণী কিংবদন্তী রজনীকান্তের হিট ছবি '2.0'-কেও পিছনে ফেলে দিল এই ছবি ৷ সারা ভারতজুড়ে রজনীকান্তের এই ছবি মোট আয় করতে পেরেছিল 800 কোটি টাকা ৷ যথেষ্ট সফলতার সঙ্গেই চলেছিল এই ছবিটি ৷ মাত্র দশদিনেই সেই রেকর্ড ভাঙল এনটিআর, রাম চরণের 'আরআরআর' (RRR Baeats 2.0s Lifetime Gross of 800 cr) ৷
ট্রেড অ্যানালিস্ট মানোবালা বিজয়ন টুইট করে এই খবর সামনে আনেন ৷ তিনি লেখেন, "819.06 কোটি টাকার ব্যবসা করে 2.0 ছবির মোট আয় 800 কোটি আয়কে ছাপিয়ে গেল আরআরআর ৷ সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলির মধ্য়েও ষষ্ঠস্থানে উঠে এল এই ছবি ।"
-
#RRR with ₹819.06 cr BEATS #2Point0's lifetime gross of ₹800 cr to become the 6th HIGHEST grossing Indian movie of all time.
— Manobala Vijayabalan (@ManobalaV) April 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RRR with ₹819.06 cr BEATS #2Point0's lifetime gross of ₹800 cr to become the 6th HIGHEST grossing Indian movie of all time.
— Manobala Vijayabalan (@ManobalaV) April 3, 2022#RRR with ₹819.06 cr BEATS #2Point0's lifetime gross of ₹800 cr to become the 6th HIGHEST grossing Indian movie of all time.
— Manobala Vijayabalan (@ManobalaV) April 3, 2022
আরও পড়ুন : ধুঁকছে অ্যাটাক ! ফায়দা লুটছে দ্য কাশ্মীর ফাইলস, আরআরআর
দক্ষিণী মহানায়ক জুনিয়র এনটিআরের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন সুপারস্টার রাম চরণ ৷ ইংরেজ আমলের অত্যাচার এবং পরবর্তীতে স্বদেশীদের প্রতিবাদ গড়ে তোলার এই কাহিনি ফুটিয়ে তুলতে এই দুই সুপারস্টারের সঙ্গেই বড় ভূমিকা রেখেছেন অজয় দেবগন, আলিয়া ভাটরাও ৷