ETV Bharat / entertainment

Rohit on Cirkus Failure: '25-30টা ছবি বানালে তিন চারটে সার্কাসের মতো হবে', ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রোহিত - Rohit Shetty talks about cirkus failure

সম্প্রতি বক্স অফিসে একেবারেই ভালো ফল করতে পারেনি রোহিত শেট্টির সাম্প্রতিক ছবি 'সার্কাস' ৷ ছবির ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে পরিচালক বললেন, "দায় নিতে হবে আর বিশ্লেষণ করতেই হবে কী ভুল হল?"

Rohit on Cirkus Failure
বক্স অফিসে চলেনি সার্কাস মুখ খুললেন রোহিত
author img

By

Published : Jul 15, 2023, 10:34 PM IST

মুম্বই, 15 জুলাই: সাধারণভাবে হিন্দি মশলা ছবির ক্ষেত্রে রোহিত শেট্টির নাম সবার আগে মনে পড়ে ৷ 'গোলমাল' থেকে শুরু করে 'সিংহম', 'সিম্বা'-র মতো একাধিক সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি ৷ কিন্তু সেই রোহিত শেট্টির সাম্প্রতিকতম ছবি 'সার্কাস' কিন্তু একেবারেই নজর কাড়তে পারেনি দর্শকের ৷ কেন এমন ব্যর্থতা? এবার তাই নিয়েই মুখ খুললেন রোহিত ৷

রোহিতের এই ছবিতে ছিলেন রণবীর সিং, বরুণ শর্মা এবং পূজা হেগড়ে ৷ শেক্সপিয়ারের 'কমেডি অফ এররস' অবলম্বনে তৈরি এই ছবির ব্য়র্থতা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক ৷ তিনি সম্প্রতি এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটা সত্যিই বেশ চমকপ্রদ ছিল আমার জন্য ৷ কিন্তু তোমাকে কী ভুল হল তা বিশ্লেষণ করতে হবে আর দায় নিতে হবে ৷ ভুল শোধরানোর চেষ্টা কর আর তারপর এগিয়ে যাও ৷"

'সার্কাস' অবশ্য় রোহিতের একমাত্র ছবি নয়, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ এর আগেও তাঁর ছবি মুখ থুবড়ে পড়েছে আর আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি ৷ সেকথা মাথায় রেখে তিনি বলেন, "আমার প্রথম ছবি জমিন-ও ভালো চলেনি ৷ সানডে বা দিলওয়ালে ছবিও ভালো ব্য়বসা দিতে পারেনি ৷ এটা চতুর্থবার হল ৷ আমার লক্ষ্য হল আমি মোট 25-30টি ছবি তৈরি করব ৷ তার মধ্যে আরও তিন-চারটে ছবি হয়তো 'সার্কাস'-এর মতো হবে ৷"
আরও পড়ুন:বন্ধ ঘর থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ, তদন্তে পুলিশ

ছবি পরিচালনার জগতে প্রায় দুই দশক কাটিয়ে ফেললেন রোহিত ৷ তিনি বলেন, "আমি যখন আমার প্রথম ছবি জমিন কিংবা দ্বিতীয় ছবি গোলমাল শুট করছিলাম আমি ভাবতেই পারিনি আমি এমন ছবি বানাতে পারব যা আগামী দিনে ব্র্যান্ড হয়ে উঠবে ৷ কখনও ভাবিনি আমিই হব প্রথম ব্যক্তি যাঁর কপ ইউনিভার্স থাকবে ৷" আগামীতে রোহিতকে দেখা যাবে 'খতরো কে খিলাড়ি' সিজন 13-তে ৷ এই গেম-শো নিয়ে কথা বলতে গিয়েই এদিন ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তিনি ৷

মুম্বই, 15 জুলাই: সাধারণভাবে হিন্দি মশলা ছবির ক্ষেত্রে রোহিত শেট্টির নাম সবার আগে মনে পড়ে ৷ 'গোলমাল' থেকে শুরু করে 'সিংহম', 'সিম্বা'-র মতো একাধিক সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি ৷ কিন্তু সেই রোহিত শেট্টির সাম্প্রতিকতম ছবি 'সার্কাস' কিন্তু একেবারেই নজর কাড়তে পারেনি দর্শকের ৷ কেন এমন ব্যর্থতা? এবার তাই নিয়েই মুখ খুললেন রোহিত ৷

রোহিতের এই ছবিতে ছিলেন রণবীর সিং, বরুণ শর্মা এবং পূজা হেগড়ে ৷ শেক্সপিয়ারের 'কমেডি অফ এররস' অবলম্বনে তৈরি এই ছবির ব্য়র্থতা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক ৷ তিনি সম্প্রতি এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটা সত্যিই বেশ চমকপ্রদ ছিল আমার জন্য ৷ কিন্তু তোমাকে কী ভুল হল তা বিশ্লেষণ করতে হবে আর দায় নিতে হবে ৷ ভুল শোধরানোর চেষ্টা কর আর তারপর এগিয়ে যাও ৷"

'সার্কাস' অবশ্য় রোহিতের একমাত্র ছবি নয়, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ এর আগেও তাঁর ছবি মুখ থুবড়ে পড়েছে আর আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি ৷ সেকথা মাথায় রেখে তিনি বলেন, "আমার প্রথম ছবি জমিন-ও ভালো চলেনি ৷ সানডে বা দিলওয়ালে ছবিও ভালো ব্য়বসা দিতে পারেনি ৷ এটা চতুর্থবার হল ৷ আমার লক্ষ্য হল আমি মোট 25-30টি ছবি তৈরি করব ৷ তার মধ্যে আরও তিন-চারটে ছবি হয়তো 'সার্কাস'-এর মতো হবে ৷"
আরও পড়ুন:বন্ধ ঘর থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ, তদন্তে পুলিশ

ছবি পরিচালনার জগতে প্রায় দুই দশক কাটিয়ে ফেললেন রোহিত ৷ তিনি বলেন, "আমি যখন আমার প্রথম ছবি জমিন কিংবা দ্বিতীয় ছবি গোলমাল শুট করছিলাম আমি ভাবতেই পারিনি আমি এমন ছবি বানাতে পারব যা আগামী দিনে ব্র্যান্ড হয়ে উঠবে ৷ কখনও ভাবিনি আমিই হব প্রথম ব্যক্তি যাঁর কপ ইউনিভার্স থাকবে ৷" আগামীতে রোহিতকে দেখা যাবে 'খতরো কে খিলাড়ি' সিজন 13-তে ৷ এই গেম-শো নিয়ে কথা বলতে গিয়েই এদিন ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.