ETV Bharat / entertainment

Rocky Aur RaniKi Prem Kahani: পিছিয়ে গেল আলিয়া-রণবীরের 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র মুক্তির তারিখ - Rocky Aur RaniKi Prem Kahani on 28th July

আলিয়া ভাট-রণবীর সিংয়ের নতুন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহিনি' প্রেক্ষাগৃহে আসছে আগামী 28 জুলাই ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতেই ৷ তবে এবার তারিখ বদল করলেন নির্মাতারা ( Alia Ranveer Rocky Aur Rani Ki Prem Kahani Release Date )৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 2, 2023, 1:47 PM IST

মুম্বই, 2 ফেব্রুয়ারি: আলিয়া ভাট-রণবীর সিংয়ের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' কবে প্রেক্ষাগৃহে আসছে তা নিয়ে এখন অপেক্ষায় রয়েছেন সকলেই ৷ পরিচালক করণ জোহর এবার নিজেই জানালেন ছবি মুক্তির দিনক্ষণ ৷ গতবছর জুলাইতে ছবির শুটিং শেষ করেছিলেন আলিয়া ৷ এবছর 10 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ৷ কিন্তু বদলে গেল সেই তারিখ ৷ বৃহস্পতিবার ছবির একটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি ৷ যদিও পোস্টারে নায়ক বা নায়িকা অর্থাৎ আলিয়া কিংবা রণবীর কারও মুখই দেখা যায়নি (Alia Ranveer New Film Release Date ) ৷

বৃহস্পতিবার আলিয়া এবং রণবীরও এই পোস্টার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে করণ লিখেছেন, 'অনেকে বলেন সবুরে মেওয়া ফলে ৷ তাই মিষ্টি আরও কিছু বাড়িয়ে দিয়ে আমরা সবাই মিলিয়ে আসছি ৷ রকি এবং রানির পরিবার তৈরি ৷ আর আপনার তৈরি হয়ে যান একটি দারুণ প্রেমের গল্পের জন্য় ৷ 'রকি অর রানি কি প্রেম কাহিনি' সিনেমা হলে আসছে আগামী 28 জুলাই ৷'

প্রসঙ্গত, আলিয়ার জন্য় গতবছরটি ছিল দারুণ ৷ বড়পর্দা হোক বা ওটিটি তাঁর অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই নায়িকা ৷ একদিকে যেমন গঙ্গুবাঈ হয়ে মন জয় করেছিলেন তিনি ৷ তেমনই তিনি মন কেড়েছিলেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও ৷ ছবির গল্প ঠিক কেমন হতে চলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন: 'সেলফি'র গানে রিলস তৈরি করলেন অক্ষয় টাইগার

এবছর আলিয়া পর্দায় ফিরছেন করণের সঙ্গে ৷ অন্যদিকে, শেষ কয়েকটি ছবি অবশ্য় তেমন ভালো যায়নি রণবীর সিংয়ের ৷ '83' ছবির জন্য় যতখানি খ্য়াতি পেয়েছিলেন এই নায়ক 'জয়েশভাই জোরদার' কিংবা 'সার্কাস' কিন্তু ততখানি মন জয় করতে পারেনি ৷ এই ছবিতে আরও থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির অভিনেতা অভিনেত্রী ৷ করণ তো বলছেন সবুরে মেওয়া ফলবে তবে ছবি কেমন হবে তা অবশ্য বলে দেবে সময়ই ৷

মুম্বই, 2 ফেব্রুয়ারি: আলিয়া ভাট-রণবীর সিংয়ের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' কবে প্রেক্ষাগৃহে আসছে তা নিয়ে এখন অপেক্ষায় রয়েছেন সকলেই ৷ পরিচালক করণ জোহর এবার নিজেই জানালেন ছবি মুক্তির দিনক্ষণ ৷ গতবছর জুলাইতে ছবির শুটিং শেষ করেছিলেন আলিয়া ৷ এবছর 10 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ৷ কিন্তু বদলে গেল সেই তারিখ ৷ বৃহস্পতিবার ছবির একটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি ৷ যদিও পোস্টারে নায়ক বা নায়িকা অর্থাৎ আলিয়া কিংবা রণবীর কারও মুখই দেখা যায়নি (Alia Ranveer New Film Release Date ) ৷

বৃহস্পতিবার আলিয়া এবং রণবীরও এই পোস্টার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে করণ লিখেছেন, 'অনেকে বলেন সবুরে মেওয়া ফলে ৷ তাই মিষ্টি আরও কিছু বাড়িয়ে দিয়ে আমরা সবাই মিলিয়ে আসছি ৷ রকি এবং রানির পরিবার তৈরি ৷ আর আপনার তৈরি হয়ে যান একটি দারুণ প্রেমের গল্পের জন্য় ৷ 'রকি অর রানি কি প্রেম কাহিনি' সিনেমা হলে আসছে আগামী 28 জুলাই ৷'

প্রসঙ্গত, আলিয়ার জন্য় গতবছরটি ছিল দারুণ ৷ বড়পর্দা হোক বা ওটিটি তাঁর অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই নায়িকা ৷ একদিকে যেমন গঙ্গুবাঈ হয়ে মন জয় করেছিলেন তিনি ৷ তেমনই তিনি মন কেড়েছিলেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও ৷ ছবির গল্প ঠিক কেমন হতে চলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন: 'সেলফি'র গানে রিলস তৈরি করলেন অক্ষয় টাইগার

এবছর আলিয়া পর্দায় ফিরছেন করণের সঙ্গে ৷ অন্যদিকে, শেষ কয়েকটি ছবি অবশ্য় তেমন ভালো যায়নি রণবীর সিংয়ের ৷ '83' ছবির জন্য় যতখানি খ্য়াতি পেয়েছিলেন এই নায়ক 'জয়েশভাই জোরদার' কিংবা 'সার্কাস' কিন্তু ততখানি মন জয় করতে পারেনি ৷ এই ছবিতে আরও থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির অভিনেতা অভিনেত্রী ৷ করণ তো বলছেন সবুরে মেওয়া ফলবে তবে ছবি কেমন হবে তা অবশ্য বলে দেবে সময়ই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.