ETV Bharat / entertainment

RRKPK Collection Day 10: 100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক' - 100 কোটির ক্লাবে

100 কোটির ক্লাবে ঢুকে পড়ল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ সপ্তাহান্তে বেশ বড় লাফ দিয়ে 25 কোটি টাকা ঘরে তুলে ফেলল করণের ছবি ৷

RRKPK Collection Day 10
100 কোটির ক্লাবে রণবীর আলিয়ার রকি অউর রানি
author img

By

Published : Aug 7, 2023, 11:10 AM IST

হায়দরাবাদ 7 অগস্ট: পরিচালক করণ জোহরের কামব্যাক ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন সমালোচকরা ৷ কেউ বলেছিলেন 'টেরিফিক' আর কেউ বলেছিলেন নারীবাদী টুইস্ট আনতে গিয়ে নিজস্ব শৈলি হারিয়েছে করণের চিত্রনাট্য ৷ তাই অনেকেরই আক্ষেপ বড় বড় স্টারেদের ক্যামিয়ো থেকে শুরু করে বরফের ওপর শিফন শাড়িতে আলিয়ার নাচ... সবই করালেন করণ কিন্তু আরেকটা 'কুছ কুছ হোতা হ্যায়' বোধহয় তৈরি হল না ৷ এমনই সব তর্ক বিতর্কের মাঝে দশম দিনে এই ছবি প্রবেশ করল 100 কোটির ক্লাবে ৷

দশম দিনের আয়: এই রবিবারও ছবির আয় ছিল বেশ ভালোই ৷ 13.50 কোটির ব্যবসা করে 100 কোটির ক্লাবে জায়গা করে নিল আলিয়া ভাট এবং রণবীর সিং জুটির এই মাস এন্টারটেইনার ৷ নবম দিনেও ছবির আয় ছিল বেশ ভালোই ৷ শনিবার সারা দেশের নিরিখে মোট 11.50 কোটির টাকার ব্যবসা করেছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ প্রথম সপ্তাহে রণবীর-আলিয়ার কেমিস্ট্রির দৌলতে ছবির আয় ছিল 73.33 কোটি টাকা ৷ দ্বিতীয় উইক এন্ডে বড়সড় লাফ তাই দিতেই হত করণের এই স্বপ্নের প্রজেক্টকে ৷

ছবির মোট আয়: সব মিলিয়ে ছবির মোট আয় কত? বিশেষজ্ঞরা বলছেন, দেশের মাটিতে এই পর্যন্ত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র আয় দাঁড়িয়েছে 105.08 কোটি টাকা ৷ ছবিতে এক ঝাঁক তারকাকে এক ছাতার তলায় এনেছিলেন করণ ৷ শুধু রণবীর-আলিয়া নন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় কে নেই ! আর তাই ছবির বাজেটও গিয়ে পৌঁছেছে 178 কোটিতে ৷ এখন সেই বাজেটের টাকা কত তাড়াতাড়ি তুলতে পারে ধর্ম প্রোডাকশন সেটাই দেখার ৷

আরও পড়ুন: নীতিন দেশাই আত্মহত্যা মামলায় প্রকাশ্যে নয়া তথ্য , অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর

ছবির গল্প ও চিত্রনাট্যের বুনোট নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন ৷ আবার কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন শাবানা আজমির জোর করে বলা ভুল বাংলা নিয়েও ৷ তবে করণের সিনে দুনিয়ার কথা মাথায় রেখে ওটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফও করে দেবেন অনেকেই ৷ কিন্তু প্রশ্ন একটাই ৷ আলিয়া-রণবীরের দুরন্ত রসায়ণ শেষমেষ বক্স অফিসের দৌড়ে করণকে জেতাতে পারবে তো?

হায়দরাবাদ 7 অগস্ট: পরিচালক করণ জোহরের কামব্যাক ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন সমালোচকরা ৷ কেউ বলেছিলেন 'টেরিফিক' আর কেউ বলেছিলেন নারীবাদী টুইস্ট আনতে গিয়ে নিজস্ব শৈলি হারিয়েছে করণের চিত্রনাট্য ৷ তাই অনেকেরই আক্ষেপ বড় বড় স্টারেদের ক্যামিয়ো থেকে শুরু করে বরফের ওপর শিফন শাড়িতে আলিয়ার নাচ... সবই করালেন করণ কিন্তু আরেকটা 'কুছ কুছ হোতা হ্যায়' বোধহয় তৈরি হল না ৷ এমনই সব তর্ক বিতর্কের মাঝে দশম দিনে এই ছবি প্রবেশ করল 100 কোটির ক্লাবে ৷

দশম দিনের আয়: এই রবিবারও ছবির আয় ছিল বেশ ভালোই ৷ 13.50 কোটির ব্যবসা করে 100 কোটির ক্লাবে জায়গা করে নিল আলিয়া ভাট এবং রণবীর সিং জুটির এই মাস এন্টারটেইনার ৷ নবম দিনেও ছবির আয় ছিল বেশ ভালোই ৷ শনিবার সারা দেশের নিরিখে মোট 11.50 কোটির টাকার ব্যবসা করেছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ প্রথম সপ্তাহে রণবীর-আলিয়ার কেমিস্ট্রির দৌলতে ছবির আয় ছিল 73.33 কোটি টাকা ৷ দ্বিতীয় উইক এন্ডে বড়সড় লাফ তাই দিতেই হত করণের এই স্বপ্নের প্রজেক্টকে ৷

ছবির মোট আয়: সব মিলিয়ে ছবির মোট আয় কত? বিশেষজ্ঞরা বলছেন, দেশের মাটিতে এই পর্যন্ত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র আয় দাঁড়িয়েছে 105.08 কোটি টাকা ৷ ছবিতে এক ঝাঁক তারকাকে এক ছাতার তলায় এনেছিলেন করণ ৷ শুধু রণবীর-আলিয়া নন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় কে নেই ! আর তাই ছবির বাজেটও গিয়ে পৌঁছেছে 178 কোটিতে ৷ এখন সেই বাজেটের টাকা কত তাড়াতাড়ি তুলতে পারে ধর্ম প্রোডাকশন সেটাই দেখার ৷

আরও পড়ুন: নীতিন দেশাই আত্মহত্যা মামলায় প্রকাশ্যে নয়া তথ্য , অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর

ছবির গল্প ও চিত্রনাট্যের বুনোট নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন ৷ আবার কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন শাবানা আজমির জোর করে বলা ভুল বাংলা নিয়েও ৷ তবে করণের সিনে দুনিয়ার কথা মাথায় রেখে ওটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফও করে দেবেন অনেকেই ৷ কিন্তু প্রশ্ন একটাই ৷ আলিয়া-রণবীরের দুরন্ত রসায়ণ শেষমেষ বক্স অফিসের দৌড়ে করণকে জেতাতে পারবে তো?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.