ETV Bharat / entertainment

Ritwick Chakraborty: ‘সব অর্থেই কমপ্লিট ডিরেক্টর’, সিরিজ হিট হতেই রাজ স্তূতি ঋত্বিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 4:02 PM IST

মুক্তির পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ অনিমেষ দত্তর পাশাপাশি সিরিজের বাকি চরিত্রগুলিও নজরকাড়া ৷ তবে ঋত্বিক চক্রবর্তীর টুইস্টে ভরা চরিত্র তাক লাগিয়েছে দর্শকদের ৷ কেমন ছিল এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা, জানালেন অভিনেতা ৷

Etv Bharat
সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ঋত্বিক

কলকাতা, 4 সেপ্টেম্বর: ওটিটি প্ল্যাটফর্মে সাড়া ফেলেছে রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়'। সিরিজে শম্ভু বাবার চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ঋত্বিকের চরিত্রে ধরা পড়েছে একের পর এক টুইস্ট ৷ তবে সিরিজের কোনও প্রোমোশনেই তাঁকে পাওয়া যায়নি ব্যস্ততার দরুণ। ফলে, কেমন ছিল এই সিরিজে অন্যরকম চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তা জানা সম্ভবপর হয়নি ৷ তবে এবার ইটিভি ভারতের সামনে নিজের কাজ নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, "নেগেটিভ চরিত্র এর আগেও আমি করেছি। কিন্তু শম্ভুবাবার একটা নিজস্ব ভার্সন আছে। সে আলাদা ভাষায় কথা বলে। ওই ভাষাটায় আমি আগে কখনও কথা বলিনি। অভিনয়ও করিনি। চরিত্রটা বাংলাদেশ থেকে ভেসে আসে। তাই বাংলাদেশি টান থাকবে এমনটাই ভাবা হয়েছিল। চরিত্রটার, কথা বলার ধরণ লোকের পছন্দ হয়েছে। ওই ভঙ্গিমা, ওই মুদ্রা, 'ওম শান্তি' নিয়ে লোকে কথা বলছে। আর কী চাই ?’’

পরিচালক রাজ চক্রবর্তী প্রসঙ্গে অভিনেতা বলেন, "সব অর্থেই কমপ্লিট ডিরেক্টর হলেন রাজ চক্রবর্তী । খুব স্ট্রং টিম নিয়ে কাজ করেন। সবদিক মাথায় রাখেন। অসম্ভব ভালো ক্যাপ্টেনশিপ রাজের। খেয়াল করলে দেখবেন ফাইট, ডান্স ফর্ম, সবই আছে এই সিরিজে। এই সিরিজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুশি। সবার গল্প বলেছে 'আবার প্রলয়'। সেটা বাংলা সিরিজে এর আগে কেউ বলেননি। আমার মনে হয় ইন্ডিয়ান সিরিজেও বলা হয়নি এর আগে। লার্জার দ্যান লাইফ হয়ে গিয়েছে বিষয়টা। মানুষের পালস বোঝার দুর্দান্ত ক্ষমতা রয়েছে রাজের। সেই কারণেই দর্শক কী পছন্দ করবেন সেই বুঝে কাজটা করেছেন।"

অভিনেতা আরও বলেন, " অপু'দা (শাশ্বত চট্টোপাধ্যায়) আমার আশ্রমে আসছে ওই সিন থেকেই আমার চরিত্রের শুরু। ওখানেই আমাকে প্রমাণ করতে হয়েছে। খুব ইন্টারেস্টিং ছিল চরিত্রটা। থানা ঘেরাওয়ের দৃশ্যটাও আমার দারুণ লেগেছে। তবে, সব সিনই দারুণ। আলাদা করে কোনওটাকে বেশি নম্বর দিতে পারি না।"

আরও পড়ুন: স্বস্তিকার নতুন 'সম্পর্ক' ! সামাজিক মাধ্যমে জানালেন খুশির খবর

ঋত্বিক চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন পুষণ দাশগুপ্ত। ঋত্বিক বলেন, "পুষণও খুব ভালো অভিনয় করেছে। মাঝখানে আমি নেই। ফিরে আসে পরে। এই বাবাজির একজন শিষ্যা রয়েছেন। এরকম বাবাজিকে সবাই সন্দেহের চরিত্রেই দেখে। আর এই বাবাজি তো আসলে ভালোই নয়। পুষণের পাশাপাশি বাকি ইয়ং গ্রুপটাও দারুণ কাজ করেছে। ওরা সকলেই দক্ষ অভিনেতা। কারও প্রথম কাজ ৷ কেউ আগে কাজ করেছেন, অনেকে এখনও কাজ করছেন। যে যেরকম অবস্থানেই থাক না কেন, প্রত্যেকে দক্ষ।"

কলকাতা, 4 সেপ্টেম্বর: ওটিটি প্ল্যাটফর্মে সাড়া ফেলেছে রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়'। সিরিজে শম্ভু বাবার চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ঋত্বিকের চরিত্রে ধরা পড়েছে একের পর এক টুইস্ট ৷ তবে সিরিজের কোনও প্রোমোশনেই তাঁকে পাওয়া যায়নি ব্যস্ততার দরুণ। ফলে, কেমন ছিল এই সিরিজে অন্যরকম চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তা জানা সম্ভবপর হয়নি ৷ তবে এবার ইটিভি ভারতের সামনে নিজের কাজ নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, "নেগেটিভ চরিত্র এর আগেও আমি করেছি। কিন্তু শম্ভুবাবার একটা নিজস্ব ভার্সন আছে। সে আলাদা ভাষায় কথা বলে। ওই ভাষাটায় আমি আগে কখনও কথা বলিনি। অভিনয়ও করিনি। চরিত্রটা বাংলাদেশ থেকে ভেসে আসে। তাই বাংলাদেশি টান থাকবে এমনটাই ভাবা হয়েছিল। চরিত্রটার, কথা বলার ধরণ লোকের পছন্দ হয়েছে। ওই ভঙ্গিমা, ওই মুদ্রা, 'ওম শান্তি' নিয়ে লোকে কথা বলছে। আর কী চাই ?’’

পরিচালক রাজ চক্রবর্তী প্রসঙ্গে অভিনেতা বলেন, "সব অর্থেই কমপ্লিট ডিরেক্টর হলেন রাজ চক্রবর্তী । খুব স্ট্রং টিম নিয়ে কাজ করেন। সবদিক মাথায় রাখেন। অসম্ভব ভালো ক্যাপ্টেনশিপ রাজের। খেয়াল করলে দেখবেন ফাইট, ডান্স ফর্ম, সবই আছে এই সিরিজে। এই সিরিজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুশি। সবার গল্প বলেছে 'আবার প্রলয়'। সেটা বাংলা সিরিজে এর আগে কেউ বলেননি। আমার মনে হয় ইন্ডিয়ান সিরিজেও বলা হয়নি এর আগে। লার্জার দ্যান লাইফ হয়ে গিয়েছে বিষয়টা। মানুষের পালস বোঝার দুর্দান্ত ক্ষমতা রয়েছে রাজের। সেই কারণেই দর্শক কী পছন্দ করবেন সেই বুঝে কাজটা করেছেন।"

অভিনেতা আরও বলেন, " অপু'দা (শাশ্বত চট্টোপাধ্যায়) আমার আশ্রমে আসছে ওই সিন থেকেই আমার চরিত্রের শুরু। ওখানেই আমাকে প্রমাণ করতে হয়েছে। খুব ইন্টারেস্টিং ছিল চরিত্রটা। থানা ঘেরাওয়ের দৃশ্যটাও আমার দারুণ লেগেছে। তবে, সব সিনই দারুণ। আলাদা করে কোনওটাকে বেশি নম্বর দিতে পারি না।"

আরও পড়ুন: স্বস্তিকার নতুন 'সম্পর্ক' ! সামাজিক মাধ্যমে জানালেন খুশির খবর

ঋত্বিক চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন পুষণ দাশগুপ্ত। ঋত্বিক বলেন, "পুষণও খুব ভালো অভিনয় করেছে। মাঝখানে আমি নেই। ফিরে আসে পরে। এই বাবাজির একজন শিষ্যা রয়েছেন। এরকম বাবাজিকে সবাই সন্দেহের চরিত্রেই দেখে। আর এই বাবাজি তো আসলে ভালোই নয়। পুষণের পাশাপাশি বাকি ইয়ং গ্রুপটাও দারুণ কাজ করেছে। ওরা সকলেই দক্ষ অভিনেতা। কারও প্রথম কাজ ৷ কেউ আগে কাজ করেছেন, অনেকে এখনও কাজ করছেন। যে যেরকম অবস্থানেই থাক না কেন, প্রত্যেকে দক্ষ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.