ETV Bharat / entertainment

Dutta First Look: শরৎচন্দ্রের জন্মদিনে হাজির ঋতুপর্ণার 'দত্তা'র ফার্স্ট লুক - দত্তার ফার্স্ট লুক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে (Sarat Chandra Chattopadhyay Birth Anniversary) হাজির ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) ছবি 'দত্তা'র ফার্স্ট লুক (Dutta First Look)৷ এ ছাড়াও এই ছবিতে আছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ ।

Rituparna Sengupta unveils first look of Dutta on Sarat Chandra Chattopadhyay Birth Anniversary
শরৎচন্দ্রের জন্মদিনে হাজির ঋতুপর্ণার 'দত্তা'র ফার্স্ট লুক
author img

By

Published : Sep 16, 2022, 2:01 PM IST

Updated : Sep 16, 2022, 3:46 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনেই (Sarat Chandra Chattopadhyay Birth Anniversary) হাজির হল নির্মল চক্রবর্তী পরিচালিত বাংলা ছবি 'দত্তা'র ফার্স্ট লুক । এই নিয়ে তিন বার শরৎচন্দ্রের ‘দত্তা’ দর্শকের দরবারে (Dutta First Look)।

প্রথমবার দত্তার নায়িকা বিজয়ার চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী । এর পর দ্বিতীয়বার পরিচালক অজয় কর তৈরি করেন ‘দত্তা’। তাঁর বিজয়া ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন । আর এ বার তৃতীয় বার বড় পর্দায় আসছে ‘দত্তা’। প্রথম দুটি সাদা-কালোয় । এ বার রঙিন হতে চলেছে 'দত্তা'। এ বার বিজয়ার চরিত্রে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আসন্ন এই ছবির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেল বৃহস্পতিবার, শরৎচন্দ্রের জন্মদিবসের কথা মাথায় রেখেই ।

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ । প্রসঙ্গত, পরিচালক হিসেবে নির্মল চক্রবর্তীর এটি প্রথম ছবি । সুদীর্ঘকাল ধরে তিনি ঋতুপর্ণার ভালো বন্ধু ৷ তাই বন্ধুর প্রথম ছবির প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয় ঋতুদি ।

বিজয়া ছিল ব্রাহ্ম মহিলা । ঋতুপর্ণার পোশাক এবং লুকেও রয়েছে সেই ছাপ । অন্যান্যদের ক্ষেত্রেও তাই । সকলের পোশাক ভাবনায় সাবর্ণী দাস । টানা দু বছর ধরে চলে ছবির শ্যুটিং । এর মাঝেই আসে করোনা । ফলে শ্যুটিং বন্ধ ছিল । অনেক ঝড়-ঝাপটা সামলে অবশেষে শ্যুটিং সম্পন্ন হয় । এ বার এসে গেল সেই ছবির ফার্স্ট লুক । অপেক্ষা শুধু ছবি মুক্তির ।

আরও পড়ুন: মহিষাসুরমর্দিনী রূপে ঋতুপর্ণাকে দেখতে উদগ্রীব তাঁর পরিবার

প্রথমে বিলাসের চরিত্রে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের সুপারস্টার ফিরদৌসের । বাংলাদেশি হয়েও ফিরদৌস এখানকার ভোট প্রচারে নেমেছিলেন । যা অগণতান্ত্রিক বলে বিবেচিত হয় । অবশেষে বিলাস চরিত্রে ফিরদৌসের বদলে আসেন সাহেব চট্টোপাধ্যায় । নরেনের ভূমিকায় জয় সেনগুপ্ত ।

কবে রিলিজ করবে 'দত্তা'? নির্মল চক্রবর্তী জানান, "এডিট চলছে । এরপর ডাবিং । এ বছরের শেষ কিংবা সামনের বছরের শুরুতেই নিয়ে আসার পরিকল্পনা আছে দত্তা ।"

কলকাতা, 16 সেপ্টেম্বর: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনেই (Sarat Chandra Chattopadhyay Birth Anniversary) হাজির হল নির্মল চক্রবর্তী পরিচালিত বাংলা ছবি 'দত্তা'র ফার্স্ট লুক । এই নিয়ে তিন বার শরৎচন্দ্রের ‘দত্তা’ দর্শকের দরবারে (Dutta First Look)।

প্রথমবার দত্তার নায়িকা বিজয়ার চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী । এর পর দ্বিতীয়বার পরিচালক অজয় কর তৈরি করেন ‘দত্তা’। তাঁর বিজয়া ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন । আর এ বার তৃতীয় বার বড় পর্দায় আসছে ‘দত্তা’। প্রথম দুটি সাদা-কালোয় । এ বার রঙিন হতে চলেছে 'দত্তা'। এ বার বিজয়ার চরিত্রে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আসন্ন এই ছবির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেল বৃহস্পতিবার, শরৎচন্দ্রের জন্মদিবসের কথা মাথায় রেখেই ।

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ । প্রসঙ্গত, পরিচালক হিসেবে নির্মল চক্রবর্তীর এটি প্রথম ছবি । সুদীর্ঘকাল ধরে তিনি ঋতুপর্ণার ভালো বন্ধু ৷ তাই বন্ধুর প্রথম ছবির প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয় ঋতুদি ।

বিজয়া ছিল ব্রাহ্ম মহিলা । ঋতুপর্ণার পোশাক এবং লুকেও রয়েছে সেই ছাপ । অন্যান্যদের ক্ষেত্রেও তাই । সকলের পোশাক ভাবনায় সাবর্ণী দাস । টানা দু বছর ধরে চলে ছবির শ্যুটিং । এর মাঝেই আসে করোনা । ফলে শ্যুটিং বন্ধ ছিল । অনেক ঝড়-ঝাপটা সামলে অবশেষে শ্যুটিং সম্পন্ন হয় । এ বার এসে গেল সেই ছবির ফার্স্ট লুক । অপেক্ষা শুধু ছবি মুক্তির ।

আরও পড়ুন: মহিষাসুরমর্দিনী রূপে ঋতুপর্ণাকে দেখতে উদগ্রীব তাঁর পরিবার

প্রথমে বিলাসের চরিত্রে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের সুপারস্টার ফিরদৌসের । বাংলাদেশি হয়েও ফিরদৌস এখানকার ভোট প্রচারে নেমেছিলেন । যা অগণতান্ত্রিক বলে বিবেচিত হয় । অবশেষে বিলাস চরিত্রে ফিরদৌসের বদলে আসেন সাহেব চট্টোপাধ্যায় । নরেনের ভূমিকায় জয় সেনগুপ্ত ।

কবে রিলিজ করবে 'দত্তা'? নির্মল চক্রবর্তী জানান, "এডিট চলছে । এরপর ডাবিং । এ বছরের শেষ কিংবা সামনের বছরের শুরুতেই নিয়ে আসার পরিকল্পনা আছে দত্তা ।"

Last Updated : Sep 16, 2022, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.