কলকাতা, 4 নভেম্বর: মন ভারাক্রান্ত টলিউড তারকাদের ৷ শুক্রবার বাংলার সংস্কৃতি জগৎ শুক্রবার হারিয়েছে পরিচালক গৌতম হালদারকে। খুব বেশি ছবি না বানালেও দক্ষ পরিচালক হিসাবে খ্যাতি ছিল সিনে মহলে ৷ 2003 সালে তাঁর নির্মিত 'ভালো থেকো' তিনটি ক্যাটাগরিতে পেয়েছিল জাতীয় পুরস্কার। ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে ৷ কিন্তু এই ছবিতে প্রথমে বিদ্যার জায়গায় অভিনয় করার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর।
পরিচালকের আকস্মিক প্রয়াণে স্মৃতির গভীরে ডুব দেন অভিনেত্রী ঋতুপর্ণা ৷ তিনি বলেন, "ভাবতেই পারছি না গৌতমদা নেই। মুম্বইতে ছিলাম আমি। জাস্ট ফিরেছি ৷ এই তো কয়েকদিন আগেই আমরা আমেরিকাতে মৃণাল সেনের শ্রদ্ধাঞ্জলিতে একসঙ্গে ছিলাম। কত কথা হল। বললেন, 'ঋতু তোমার সঙ্গে কাজটা হয়েও হচ্ছে না। এবার তোমার সঙ্গে আমার কাজটা করতেই হবে। দারুণ একটা কাজ করব আমরা।"
তিনি আরও বলেন, "গৌতম দা'র সঙ্গে প্রথমে 'ভালো থেকো' ছবিটা করার কথা আমারই ছিল। আমার তখন আলোর কাজ চলছিল। ডেট ক্ল্যাশ করছিল সেই কারণে। তখন অনেক বার আসেন গৌতমদা আমার বাড়িতে। কিন্তু আমিই পারিনি সময় দিতে। তারপর বিদ্যাকে নিয়ে ছবিটা করেন দাদা। এবং অসাধারণ একটা ছবি তৈরি হয়। ছবি করার থেকেও বড় কথা ওনার মতো একজন মানুষকে আমরা হারালাম। গৌতমদা এত তাড়াতাড়ি চলে যাবেন আমি ভাবিনি। আমার সঙ্গে ওর কাজটা যে সত্যিই আর এ জীবনে হবে না ভাবিনি আমি। তবে, মানুষ গৌতমদা'কে আমি জানি। অপূর্ব সুন্দর মনের মানুষ। যেখানেই থাকুন, ভালো থাকুন গৌতম দা ।"
আরও পড়ুন: বিদ্যা বালনের পরিচালক গৌতম হালদার প্রয়াত, স্মৃতিতে ভাসলেন অভিনেতা জয় সেনগুপ্ত
এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশিষ্ট পরিচালক গৌতম হালদার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 ৷ পরিচালকের শেষযাত্রায় তাঁর সল্টলেকের সেক্টর থ্রি'র এইচ ডি ব্লকের বাড়িতে হাজির ছিলেন বিদ্যা বালন, ব্রাত্য বসু, সুজিত বসু, চৈতি ঘোষাল-সহ বাংলা বিনোদন দুনিয়ার বহু মানুষ।