ETV Bharat / entertainment

Jiyar Golpo: দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ান, জিয়ার গল্প তথ্যচিত্রে দেখাবেন ঋতমা - ঋতমা ঘোষ

দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ানের জীবন তথ্যচিত্রে তুলে ধরেছেন পরিচালক ঋতমা ঘোষ ৷ তথ্যচিত্রের নাম জিয়ার গল্প ৷ কলকাতার একটি ক্যাফেতে এর প্রথম প্রদর্শনী হতে চলেছে ৷

Jiyar Golpo
Jiyar Golpo
author img

By

Published : Jun 13, 2023, 3:45 PM IST

কলকাতা, 13 জুন: গোটা জুন মাস জুড়ে সারা বিশ্বে 'প্রাইড মাস' পালিত হয় । মাসভর কর্মসূচি চলে দিকে দিকে । আর এই মাসেই প্রদর্শিত হবে ভারতের প্রথম রূপান্তরকামী ওটি টেকশিয়ানের জীবনকাহিনি নির্ভর তথ্যচিত্র 'জিয়ার গল্প'। এর পরিচালক ঋতমা ঘোষ । তথ্যচিত্র প্রদর্শনের সঙ্গে থাকবে একটি আলোচনা সভা । অংশগ্রহণ করবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ । আলোচনার মূল বিষয় 'নিজের জেন্ডার নিজে নির্বাচন করুন'।

উল্লেখ্য, 1969 সাল থেকে সমাজে তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে লড়াই শুরু হয় । সেই লড়াই আজও অব্যাহত । সারা বিশ্বে এ বারের প্রাইড মাসের প্রধান কর্মসূচি তৃতীয় লিঙ্গের মানুষের সমানাধিকার । সমাজে সবার সঙ্গে এক আসনে যেন বসতে পারে তৃতীয় লিঙ্গের মানুষ, এই সমানাধিকারের লড়াই ধীরে ধীরে সমাজে ছাপ ফেলতে শুরু করেছে । সমাজের বহু স্তরে তৃতীয় লিঙ্গের মানুষরা আজ স্বীকৃতি পাচ্ছেন । মূলস্রোতে তাঁদের সাদরে গ্রহণ করা হচ্ছে । পরিবারে, সমাজে, স্কুল-কলেজে, কাজের জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষদের জায়গা করে দেওয়া হচ্ছে । পরিচালক ঋতমা ঘোষের তথ্যচিত্র 'জিয়ার গল্প' এই সাদরে গ্রহণ করার দিকটিই তুলে ধরেছে ।

Jiyar Golpo
কলকাতার একটি ক্যাফেতে এর প্রথম প্রদর্শনী

জিয়া একজন রূপান্তরকামী পুরুষ । তিনি শরীরে পুরুষ, মননে নারী । এই নারীসত্ত্বাকেই তিনি প্রাধান্য দিতে চান । তাই তিনি লম্বা চুল রাখেন, মেয়েদের পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দেন । তাঁর এই ইচ্ছেকে সাদরে গ্রহণ করেছে তথাকথিত গোঁড়া সমাজ । জিয়া ভারতের প্রথম ওটি টেকনিশিয়ান, যিনি কলকাতার একটি নামী হাসপাতালে চাকরিও পান । হাসপাতাল কর্তৃপক্ষ, তাঁর সহকর্মীরা, রোগীরা, রোগীর পরিবার সবাই জিয়ার ইচ্ছেকে সম্মান দেন । তাঁকে কাছে টেনে নেন । জিয়া এখন সেই হাসপাতালে দাপিয়ে কাজ করছেন । কোনও বিশেষ লিঙ্গের মানুষ হয়ে নয়, জিয়া একজন মানুষ হয়েই মানুষের সেবা করছেন ।

আরও পড়ুন: কটাক্ষের জবাবে সাফল্যের সোপান গড়ে উচ্চমাধ্যমিকে সপ্তম রূপান্তরকামী স্মরণ্যা

পরিচালক ঋতমার কথায়, "এই পৃথিবীতে একজন মানুষ যখন জন্মায়, তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে । কিছু মানুষ তার বিরোধিতা করলে অন্যান্য মানুষকেই এগিয়ে আসতে হবে । আমি সিনেমার মাধ্যমে এই সমাজ সচেতনার কাজটা যতটা সম্ভব করে যেতে চাই ।"

Jiyar Golpo
জিয়ার গল্প তথ্যচিত্রে দেখাবেন ঋতমা

ঋতমা এর আগে তৃতীয় লিঙ্গের গ্রহণযোগ্যতা নিয়ে 'ইন্টরল্যুড', এইচআইভি পজিটিভদের নিয়ে 'কোয়েস্ট'-এর মতোও বেশ কয়েকটি তথ্যচিত্র বানিয়েছেন । 'জিয়ার গল্প' মূলত সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র । জিয়ার সহকর্মীরা এবং সমাজের বিশিষ্ট কয়েকজনের বক্তব্য এখানে রাখা হয়েছে । অভিনেতা ঋদ্ধি সেন এই তথ্যচিত্রে তাঁর জোরালো বক্তব্য রেখেছেন ।

Jiyar Golpo
দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ান

আর যাঁকে নিয়ে এই তথ্যচিত্র, সেই জিয়া কী বলছেন ? তিনি খুবই খুশি । জিয়া বলেন, "আমার লড়াই, আমার জীবনকাহিনি নিয়ে যে তথ্যচিত্র বানানো হয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞ । আমার কাহিনি আমার মতো কোনও মানুষকে যদি সাহস যোগাতে পারে, সেখানেই আমার এই লড়াইয়ের সার্থকতা ।"

'জিয়ার গল্প' প্রদর্শনের জন্য নানা জায়গা থেকে অনুরোধ আসছে । 16 জুন এই তথ্যচিত্রর প্রথম প্রদর্শনী হতে চলেছে কলকাতার এক ক্যাফেতে ।

কলকাতা, 13 জুন: গোটা জুন মাস জুড়ে সারা বিশ্বে 'প্রাইড মাস' পালিত হয় । মাসভর কর্মসূচি চলে দিকে দিকে । আর এই মাসেই প্রদর্শিত হবে ভারতের প্রথম রূপান্তরকামী ওটি টেকশিয়ানের জীবনকাহিনি নির্ভর তথ্যচিত্র 'জিয়ার গল্প'। এর পরিচালক ঋতমা ঘোষ । তথ্যচিত্র প্রদর্শনের সঙ্গে থাকবে একটি আলোচনা সভা । অংশগ্রহণ করবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ । আলোচনার মূল বিষয় 'নিজের জেন্ডার নিজে নির্বাচন করুন'।

উল্লেখ্য, 1969 সাল থেকে সমাজে তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে লড়াই শুরু হয় । সেই লড়াই আজও অব্যাহত । সারা বিশ্বে এ বারের প্রাইড মাসের প্রধান কর্মসূচি তৃতীয় লিঙ্গের মানুষের সমানাধিকার । সমাজে সবার সঙ্গে এক আসনে যেন বসতে পারে তৃতীয় লিঙ্গের মানুষ, এই সমানাধিকারের লড়াই ধীরে ধীরে সমাজে ছাপ ফেলতে শুরু করেছে । সমাজের বহু স্তরে তৃতীয় লিঙ্গের মানুষরা আজ স্বীকৃতি পাচ্ছেন । মূলস্রোতে তাঁদের সাদরে গ্রহণ করা হচ্ছে । পরিবারে, সমাজে, স্কুল-কলেজে, কাজের জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষদের জায়গা করে দেওয়া হচ্ছে । পরিচালক ঋতমা ঘোষের তথ্যচিত্র 'জিয়ার গল্প' এই সাদরে গ্রহণ করার দিকটিই তুলে ধরেছে ।

Jiyar Golpo
কলকাতার একটি ক্যাফেতে এর প্রথম প্রদর্শনী

জিয়া একজন রূপান্তরকামী পুরুষ । তিনি শরীরে পুরুষ, মননে নারী । এই নারীসত্ত্বাকেই তিনি প্রাধান্য দিতে চান । তাই তিনি লম্বা চুল রাখেন, মেয়েদের পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দেন । তাঁর এই ইচ্ছেকে সাদরে গ্রহণ করেছে তথাকথিত গোঁড়া সমাজ । জিয়া ভারতের প্রথম ওটি টেকনিশিয়ান, যিনি কলকাতার একটি নামী হাসপাতালে চাকরিও পান । হাসপাতাল কর্তৃপক্ষ, তাঁর সহকর্মীরা, রোগীরা, রোগীর পরিবার সবাই জিয়ার ইচ্ছেকে সম্মান দেন । তাঁকে কাছে টেনে নেন । জিয়া এখন সেই হাসপাতালে দাপিয়ে কাজ করছেন । কোনও বিশেষ লিঙ্গের মানুষ হয়ে নয়, জিয়া একজন মানুষ হয়েই মানুষের সেবা করছেন ।

আরও পড়ুন: কটাক্ষের জবাবে সাফল্যের সোপান গড়ে উচ্চমাধ্যমিকে সপ্তম রূপান্তরকামী স্মরণ্যা

পরিচালক ঋতমার কথায়, "এই পৃথিবীতে একজন মানুষ যখন জন্মায়, তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে । কিছু মানুষ তার বিরোধিতা করলে অন্যান্য মানুষকেই এগিয়ে আসতে হবে । আমি সিনেমার মাধ্যমে এই সমাজ সচেতনার কাজটা যতটা সম্ভব করে যেতে চাই ।"

Jiyar Golpo
জিয়ার গল্প তথ্যচিত্রে দেখাবেন ঋতমা

ঋতমা এর আগে তৃতীয় লিঙ্গের গ্রহণযোগ্যতা নিয়ে 'ইন্টরল্যুড', এইচআইভি পজিটিভদের নিয়ে 'কোয়েস্ট'-এর মতোও বেশ কয়েকটি তথ্যচিত্র বানিয়েছেন । 'জিয়ার গল্প' মূলত সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র । জিয়ার সহকর্মীরা এবং সমাজের বিশিষ্ট কয়েকজনের বক্তব্য এখানে রাখা হয়েছে । অভিনেতা ঋদ্ধি সেন এই তথ্যচিত্রে তাঁর জোরালো বক্তব্য রেখেছেন ।

Jiyar Golpo
দেশের প্রথম রূপান্তরকামী ওটি টেকনিশিয়ান

আর যাঁকে নিয়ে এই তথ্যচিত্র, সেই জিয়া কী বলছেন ? তিনি খুবই খুশি । জিয়া বলেন, "আমার লড়াই, আমার জীবনকাহিনি নিয়ে যে তথ্যচিত্র বানানো হয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞ । আমার কাহিনি আমার মতো কোনও মানুষকে যদি সাহস যোগাতে পারে, সেখানেই আমার এই লড়াইয়ের সার্থকতা ।"

'জিয়ার গল্প' প্রদর্শনের জন্য নানা জায়গা থেকে অনুরোধ আসছে । 16 জুন এই তথ্যচিত্রর প্রথম প্রদর্শনী হতে চলেছে কলকাতার এক ক্যাফেতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.