কলকাতা, 11 এপ্রিল : একসময় তাঁকেও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল । আর এবার তেমনই এক চরিত্রে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে (Ritabhari Chakraborty New Film Fatafati)। ছবিটি ফ্লোরে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল । এই ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন । আর চিত্রনাট্যের দায়িত্ব রয়েছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের হাতে । 'ফাটাফাটি'-তে ঋতাভরীর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় । ঋতাভরী নিজেই শ্য়ুটিং শুরুর খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।
সম্প্রতি নিজের হবু স্বামীর নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী । বিশেষ বন্ধু ডাঃ তথাগত চট্টোপাধ্যায় তাঁর সময়ে অসময়ে পাশে থেকেছেন বরাবর । উল্লেখ্য, অস্ত্রোপচারের পর বেশ কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ঋতাভরী । তখন তাঁকে আগলে রেখেছিলেন তথাগত । হাসতে শিখিয়েছিলেন তাঁকে। এহেন পরম বন্ধুকে কি দূরে রাখা যায় ? মনের মিল তো কবেই হয়ে গেছে । এবার আইনি শিলমোহরের অপেক্ষা । তথাগত পেশায় একজন মনোবিদ । আর এই মনোবিদকেই মন দিয়েছেন ঋতাভরী । নতুন বাড়িও কিনেছেন দু'জনে । এই বছর শেষের আগেই এনগেজমেন্ট সেরে ফেলার প্ল্যান আছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ।
![Ritabhari Chakraborty Marriage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ritabharichakrabortyisgoingtomarrywithtathagatachatterjee_11042022072600_1104f_1649642160_840.jpg)
আরও পড়ুন : রবি সকালের মেট্রোয় চেপে গানে গানে সফর দেব-রুক্মিণীর
প্রসঙ্গত, এর আগে যথেষ্ট সাফল্য অর্জন করেছে অরিত্র মুখোপাধ্যায়ের শেষ ছবি 'বাবা বেবি ও' ৷ ছবি যিশু সেনগুপ্ত, শোলাঙ্কি রায়দের অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ৷ এবার আবিরের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন অরিত্র ৷ আবির ঋতাভরীর এই নতুন জুটি এখন সিনেপ্রেমীদের কতখানি আকর্ষণ করে সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে ৷
![Ritabhari Chakraborty New Film Fatafati](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ritabharinewsonemorestill_11042022073235_1104f_1649642555_193.jpg)