ETV Bharat / entertainment

Ritabhari's Wedding : মনোবিদকে মন দিয়েছেন ঋতাভরী ; শীঘ্রই বিয়ে, কিনলেন নতুন বাড়িও - Ritabhari Marriage

অবশেষে সব জল্পনার অবসান । বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী চক্রবর্তী । এই কন্য়ার মন জিতেছেন তাঁর বিশেষ বন্ধু তথাগত চট্টোপাধ্যায় । তবে বিয়ের আগে শ্যুটিং শুরু করবেন 'ফাটাফাটি' সিনেমার (Ritabhari Chakraborty New Film Fatafati)।

Ritabhari Chakraborty Marriage
হবু স্বামীর সঙ্গে নতুন বাড়ি কিনলেন ঋতাভরী, বছর শেষের আগেই এনগেজমেন্ট
author img

By

Published : Apr 11, 2022, 10:02 AM IST

কলকাতা, 11 এপ্রিল : একসময় তাঁকেও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল । আর এবার তেমনই এক চরিত্রে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে (Ritabhari Chakraborty New Film Fatafati)। ছবিটি ফ্লোরে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল । এই ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন । আর চিত্রনাট্যের দায়িত্ব রয়েছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের হাতে । 'ফাটাফাটি'-তে ঋতাভরীর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় । ঋতাভরী নিজেই শ্য়ুটিং শুরুর খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।

সম্প্রতি নিজের হবু স্বামীর নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী । বিশেষ বন্ধু ডাঃ তথাগত চট্টোপাধ্যায় তাঁর সময়ে অসময়ে পাশে থেকেছেন বরাবর । উল্লেখ্য, অস্ত্রোপচারের পর বেশ কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ঋতাভরী । তখন তাঁকে আগলে রেখেছিলেন তথাগত । হাসতে শিখিয়েছিলেন তাঁকে। এহেন পরম বন্ধুকে কি দূরে রাখা যায় ? মনের মিল তো কবেই হয়ে গেছে । এবার আইনি শিলমোহরের অপেক্ষা । তথাগত পেশায় একজন মনোবিদ । আর এই মনোবিদকেই মন দিয়েছেন ঋতাভরী । নতুন বাড়িও কিনেছেন দু'জনে । এই বছর শেষের আগেই এনগেজমেন্ট সেরে ফেলার প্ল্যান আছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ।

Ritabhari Chakraborty Marriage
এই কন্য়ার মন জিতেছেন তাঁর বিশেষ বন্ধু তথাগত চট্টোপাধ্যায়

আরও পড়ুন : রবি সকালের মেট্রোয় চেপে গানে গানে সফর দেব-রুক্মিণীর

প্রসঙ্গত, এর আগে যথেষ্ট সাফল্য অর্জন করেছে অরিত্র মুখোপাধ্যায়ের শেষ ছবি 'বাবা বেবি ও' ৷ ছবি যিশু সেনগুপ্ত, শোলাঙ্কি রায়দের অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ৷ এবার আবিরের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন অরিত্র ৷ আবির ঋতাভরীর এই নতুন জুটি এখন সিনেপ্রেমীদের কতখানি আকর্ষণ করে সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে ৷

Ritabhari Chakraborty New Film Fatafati
ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে

কলকাতা, 11 এপ্রিল : একসময় তাঁকেও বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল । আর এবার তেমনই এক চরিত্রে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে (Ritabhari Chakraborty New Film Fatafati)। ছবিটি ফ্লোরে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল । এই ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন । আর চিত্রনাট্যের দায়িত্ব রয়েছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের হাতে । 'ফাটাফাটি'-তে ঋতাভরীর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় । ঋতাভরী নিজেই শ্য়ুটিং শুরুর খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।

সম্প্রতি নিজের হবু স্বামীর নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী । বিশেষ বন্ধু ডাঃ তথাগত চট্টোপাধ্যায় তাঁর সময়ে অসময়ে পাশে থেকেছেন বরাবর । উল্লেখ্য, অস্ত্রোপচারের পর বেশ কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ঋতাভরী । তখন তাঁকে আগলে রেখেছিলেন তথাগত । হাসতে শিখিয়েছিলেন তাঁকে। এহেন পরম বন্ধুকে কি দূরে রাখা যায় ? মনের মিল তো কবেই হয়ে গেছে । এবার আইনি শিলমোহরের অপেক্ষা । তথাগত পেশায় একজন মনোবিদ । আর এই মনোবিদকেই মন দিয়েছেন ঋতাভরী । নতুন বাড়িও কিনেছেন দু'জনে । এই বছর শেষের আগেই এনগেজমেন্ট সেরে ফেলার প্ল্যান আছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ।

Ritabhari Chakraborty Marriage
এই কন্য়ার মন জিতেছেন তাঁর বিশেষ বন্ধু তথাগত চট্টোপাধ্যায়

আরও পড়ুন : রবি সকালের মেট্রোয় চেপে গানে গানে সফর দেব-রুক্মিণীর

প্রসঙ্গত, এর আগে যথেষ্ট সাফল্য অর্জন করেছে অরিত্র মুখোপাধ্যায়ের শেষ ছবি 'বাবা বেবি ও' ৷ ছবি যিশু সেনগুপ্ত, শোলাঙ্কি রায়দের অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ৷ এবার আবিরের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন অরিত্র ৷ আবির ঋতাভরীর এই নতুন জুটি এখন সিনেপ্রেমীদের কতখানি আকর্ষণ করে সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে ৷

Ritabhari Chakraborty New Film Fatafati
ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.