কলকাতা, 22 সেপ্টেম্বর: "মা হতে চলেছি।" অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সোশাল মিডিয়া পোস্ট চমকে দিয়েছিল সকলকে ৷ কেউ কেউ শুভেচ্ছা জানান ৷ আবার কেউ প্রশ্ন করে বসেন, তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ৷ সেই পোস্টের পর ইনস্টাগ্রামে লাইভ করেন অভিনেত্রী ৷ কিন্তু জিইয়ে রাখেন মা হওয়ার আসল রহস্য ৷ শুক্রবার ঋতাভরী অনুরাগীদের সকল প্রশ্নের উত্তর দিলেন একেবারে ফাটাফাটি ৷ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'নন্দিনী' ৷ সিরিজের পোস্টার অভিনেত্রী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷
ঋতাভরী বলেন, "আমার বিশ্বাস প্রত্যেকটি মেয়ে এই চরিত্রটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। গর্ভবতী মহিলার মতো করে নিজেকে উপস্থাপন করার জন্য প্র্যাকটিস করেছি। খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কাজটা। আশা করি ভালো লাগবে সকলের। আর ডেবিউ ওয়েব সিরিজ, তাই আমি তো সুপার এক্সাইটেড। তার উপর এরকম একটা চরিত্র !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ওয়েব সিরিজটির চিত্রনাট্য সায়ন্তনী পূততুন্ড-র লেখা বই 'নন্দিনী' অবলম্বনে তৈরি হয়েছে ৷ পরিচালক মীর ফলক ৷ কাহিনীর দিকে এক ঝলক তাকালে জানা যায়, সিরিজে ঋতাভরীর চরিত্রের নাম স্নিগ্ধা। স্নিগ্ধা মা হতে চলেছেন। কিন্তু তার ডাক্তার তাঁকে জানান যে শীঘ্রই তাঁর গর্ভের সন্তান মারা যেতে বসেছে ৷ তাই জন্য তাঁকে গর্ভপাত করা প্রয়োজন ৷ এর পর স্নিগ্ধার কাছে একটা ফোন আসে। সেখানে একটি বাচ্চার গলা। সে বলে, 'মা আমি মারা যাইনি ৷ আমি বেঁচে আছি' ৷ এরপর কোন দিকে এগোয় গল্পের মোড়, সেটাই দেখার ৷
পরিচালক বলেন, "আমার স্ত্রী আমাকে এই উপন্যাসটা দেয়। পাওয়া মাত্রই আমি চিত্রনাট্য লেখা শুরু করি। প্রথমেই এই চরিত্রে আমার ঋতাভরীর কথা মাথায় আসে। ও নিজের চরিত্র আর কাজের প্রতি সাংঘাতিক ডেডিকেটেড। তার প্রমাণ আমি পেলাম।"
ঋতাভরি এদিন দুটি ছবি সামনে এনেছেন ৷ প্রথমটি নন্দিনী সিরিজের পোস্টার ৷ দ্বিতীয়টিতে নতুন এক লড়াইয়ে নামার আগে সকলের শুভেচ্ছা চেয়েছেন অভিনেত্রী ৷ কী সেই লড়াই ? পোস্টের ক্যাপশন তিনি লেখেন, "শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ ৷ আমি স্নিগ্ধা ৷ আমি এবং আমার স্বামী ঋতম রায়চৌধুরী নতুন একটা সফর শুরু করতে চলেছি ৷ আমি অন্তঃসত্ত্বা ৷ আমার সন্তানকে রক্ষা করার লড়াইয়ে আপনাদের ভালাবাসা ও শুভ কামনা চাই ৷"
এরপর তিনি লেখেন, "15 অক্টোবর আমি আসছি ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ ৷ আমার প্রথম ওয়েব সিরিজে জার্নি শুরু ৷ সাক্ষী থাকবেন, রহস্যের মধ্যে রহস্যে ঢাকা একজন মা ও তাঁর গর্ভস্থ সন্তানের লড়াই, যা আগে কেউ কখনও দেখেননি ৷"
আরও পড়ুন: মুখ গোঁফ-দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক
ঋতাভরীর বিপরীতে দেখা যাবে কিঞ্জল নন্দকে। রয়েছেন শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, সুহোত্র মুখোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায়। সন্দীপ ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে ঋতাভরীর শ্বশুর এবং শাশুড়ির ভূমিকায়। বাকিরাও রয়েছেন গুরুত্বপূর্ণ নানা চরিত্রে। উল্লেখ্য, শ্বেতারও এটি প্রথম ওয়েব সিরিজ।