হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটি বছর ৷ 2020 সালের 30 এপ্রিল বলিউড হারিয়েছিল তার এক উজ্জ্বল তারকা ঋষি কাপুরকে ৷ নামটুকুই যথেষ্ট ৷ একটু মেজাজি আবার সরল হাসি-খুশি সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর মানুষ ছিলেন ঋষি ৷ যিনি নায়ক থেকে খলনায়ক সমস্ত চরিত্রেই একইরকম নজর কেড়েছেন ৷ যাঁর ঝুলিতে রয়েছে 'মেরা নাম জোকার', 'ববি', 'নাগিনা', 'অমর আকবর অ্য়ান্টনি', 'দিওয়ানা', 'মুলক', 'দো দুনি চার'-এর মতো অসংখ্য নজর কাড়া ছবি ৷ আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন ৷ আর জন্মদিনে প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগী হয়ে পড়লেন ঋষি কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি ৷
ঋষি কন্যা এদিন শেয়ার করেছেন তাঁর ছোটবেলার একটি ছবি ৷ সেখানে অভিনেতার সঙ্গে এক ফ্রেমে বন্দি তাঁর দুই সন্তান ৷ ছোট্ট ঋদ্ধিমা এদিন ভাইয়ের সঙ্গে ধরা দিয়েছেন একেবারে খোশ মেজাজে ৷ ছবির ক্যাপশানে ঋদ্ধিমা লেখেন, "শুভ জন্মদিন পাপা, আজ তোমাকে আর একটু বেশি মিস করছি ৷"
ঋদ্ধিমা অবশ্য় অভিনয়ের সঙ্গে যুক্ত নন ৷ তিনি জড়িয়ে রয়েছেন ফ্যাশনের জগতের সঙ্গে ৷ তবে তাঁর ভাই রণবীর যে অভিনয়ে বেশ পরিচিত নাম তা নিশ্চয় আর আলাদা করে না বললেও চলে ৷ কাপুর পরিবারের ধারা বজায় রেখে বাবার হাত ধরেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন ঋষি কাপুর ৷ সালটা ছিল 1970 ৷ বাবা রাজ কাপুরের 'মেরা নাম জোকার' ছবিতে তিনি অভিনয় করেন শিশু শিল্পী হিসাবে ৷ আর সেই অনবদ্য অভিনয় তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কারও ৷
আরও পড়ুন: বিক্রি হল সাড়ে 5 লক্ষেরও বেশি টিকিট, অগ্রিম বুকিংয়েও শাহরুখ রাজ
তবে শিশু শিল্পী হিসাবে নজর কাড়লেও তাঁর পক্ষে নায়ক হিসাবে নিজেকে প্রমাণ করাটা সহজ ছিল না ৷ ঋষি আবার সকলকে ভুল প্রমাণিত করলেন 'ববি' ছবিতে ৷ এবার রাজ কাপুর ছিলেন ক্যামেরার পিছনে ৷ ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়ার জুটি সকলের নজর কাড়ল ৷ আর এই সুপারহিট ছবির হাত ধরেই কার্যত দর্শক মনে স্থায়ী আসন করে নেন ঋষি ৷ তাঁর শেষ ছবি ছিল 'শর্মাজি নমকিন' ৷