ETV Bharat / entertainment

Riddhi on Open Tee Bioscope: সিক্যুয়ালটা হয়েই যাক অনিন্দ্যদা, ওপেন টি বায়োস্কোপের আট বছর পূর্তিতে অনুরোধ ঋদ্ধির - Open Tee Bioscope Sequel

পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে 'ওপেন টি বায়োস্কোপ' ছবির পরবর্তী অধ্যায় তৈরির অনুরোধ করলেন ঋদ্ধি সেন ৷ পাঁচ বন্ধুর এই গল্প কি আরও একবার ফিরে আসবে পর্দায়? বলে দেবে সময়ই (Riddhi Sen Requests For A sequel of open tee bioscope) ৷

Riddhi on Open Tee Bioscope
ওপেন টি বায়োস্কোপ
author img

By

Published : Jan 17, 2023, 11:58 AM IST

Updated : Jan 17, 2023, 2:21 PM IST

আট বছর পূর্ণ করল অনিন্দ্য চট্টোপাধ্য়ায়ের ছবি 'ওপেন টি বায়োস্কোপ' (Anindya Chatterjee Directional Open Tee Bioscope Sequel) ৷ কিশোর প্রেম থেকে ছোটবেলার টুকরো টুকরো স্মৃতি নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবির কাহিনি এখনও গেঁথে আছে সিনে প্রেমীদের মনে ৷ ঋদ্ধি, সুরঙ্গণা, ঋতব্রত থেকে শুরু করে ধী-দের অভিনয় মোহিত করেছিল সকলকে ৷ বাঙালিকে নস্টালজিক করে দিয়েছিল পাড়া ফুটবলের সেই মাতামাতি ৷ আর এবার এই ছবির আট বছর পূর্তিতে অনিন্দ্যকে একটা ছোট্ট অনুরোধ করলেন ঋদ্ধি ৷ সোমবার এই ছবির পরবর্তী অধ্য়ায় তৈরির জন্য় অনিন্দ্য়কে অনুরোধ জানিয়েছেন তিনি(Riddhi Sen Requests For A sequel of open tee bioscope) ৷

শুধু অভিনয় বা কাহিনি নয়- ছবির গানও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল । 'তোর জন্য চিঠির দিন...' অথবা, 'বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে...' আজও লোকের মুখে মুখে ফেরে । আটের দশকের শেষ এবং নয়ের দশকের শুরুর উত্তর কলকাতাকে পর্দায় ফুটিয়ে তুলতেও দারুণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন পরিচালক । ওই সময়ে বড় হয়ে ওঠা অনেকের কাছেই ছবিটি ছিল টাইম মেশিনে সফরের মতো ।

সেই সময়ের অভিনেতারা আজ অনেকটাই বদলে গিয়েছে ৷ বদলে গিয়েছে তাঁদের জীবনও ৷ তাই পুরোনো ছবির সঙ্গে বর্তমানের এই অভিনেতাদের ছবির একটি সিরিজ পোস্ট করে ঋদ্ধি লেখেন, 'বলছি অনিন্দ্যদা, আজকে ওপেন টি বায়োস্কোপের আট বছর হল , তাহলে একটা সিক্যুয়াল হোক ?" ওপেন টি বায়োস্কোপের জন্য প্রথম যে নামটি পরিচালক ভেবেছিলেন এই ছবির নাম সেটাই হতে পারে বলে জানান অভিনেতা । তাঁর কথায়, "আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে । আমরা এখনও বন্ধু বাইলেনেই থাকি l কাস্টিংয়ের জন্য ছবি জমা দিলাম । আট বছর পর (Riddhi Sen on Open Tee Bioscope Sequel)৷'

এই পোস্টের নীচে মন্তব্য় করছেন ছবির বাকি চরিত্ররাও (Open Tee Bioscope Sequel) ৷ ঋতব্রত লিখেছেন, "এটা তো দারুণ ভালো ৷" সঙ্গে একটি হার্ট ইমোজিও পোস্ট করেছেন ৷ সুরঙ্গণা লিখেছেন, 'আমরা কি এবার প্রযোজনার কাজটাও করে ফেলব বন্ধু বাইলেনের?' ৷ পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছেন ধী-ও ৷ প্রসঙ্গত, 2015 সালের 16 জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অনিন্দ্য আর প্রযোজনায় সুজিত সরকার এবং রনি লাহিড়ি ৷

আরও পড়ুন: শুটিং চলাকালীন গাড়ি দূর্ঘটনা, চোট পেলেন অভিনেত্রী পল্লবী যোশি

ঋদ্ধি সেন সম্প্রতি দেবেশ চট্টোপাধ্য়ায়ের মতো দুরন্ত অভিনেতার প্রশংসা কুড়িয়েছেন 'হ্যামলেট' নাটকে তাঁর অভিনয়ের জন্য ৷ ছবি, ওয়েব সিরিজের পাশাপাশি মঞ্চেও যেভাবে সক্রিয় ঋদ্ধি তা অবশ্য়ই প্রশংসার দাবি রাখে ৷ আর সাম্প্রতিক সবকটি কাজেই তিনি দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ৷ তা সে 'সুন্দরবনের বিদ্য়াসাগর' হোক বা 'বিসমিল্লা'- সব চরিত্রেই তাঁর অভিনয় নজর কেড়েছে ।

আট বছর পূর্ণ করল অনিন্দ্য চট্টোপাধ্য়ায়ের ছবি 'ওপেন টি বায়োস্কোপ' (Anindya Chatterjee Directional Open Tee Bioscope Sequel) ৷ কিশোর প্রেম থেকে ছোটবেলার টুকরো টুকরো স্মৃতি নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবির কাহিনি এখনও গেঁথে আছে সিনে প্রেমীদের মনে ৷ ঋদ্ধি, সুরঙ্গণা, ঋতব্রত থেকে শুরু করে ধী-দের অভিনয় মোহিত করেছিল সকলকে ৷ বাঙালিকে নস্টালজিক করে দিয়েছিল পাড়া ফুটবলের সেই মাতামাতি ৷ আর এবার এই ছবির আট বছর পূর্তিতে অনিন্দ্যকে একটা ছোট্ট অনুরোধ করলেন ঋদ্ধি ৷ সোমবার এই ছবির পরবর্তী অধ্য়ায় তৈরির জন্য় অনিন্দ্য়কে অনুরোধ জানিয়েছেন তিনি(Riddhi Sen Requests For A sequel of open tee bioscope) ৷

শুধু অভিনয় বা কাহিনি নয়- ছবির গানও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল । 'তোর জন্য চিঠির দিন...' অথবা, 'বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে...' আজও লোকের মুখে মুখে ফেরে । আটের দশকের শেষ এবং নয়ের দশকের শুরুর উত্তর কলকাতাকে পর্দায় ফুটিয়ে তুলতেও দারুণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন পরিচালক । ওই সময়ে বড় হয়ে ওঠা অনেকের কাছেই ছবিটি ছিল টাইম মেশিনে সফরের মতো ।

সেই সময়ের অভিনেতারা আজ অনেকটাই বদলে গিয়েছে ৷ বদলে গিয়েছে তাঁদের জীবনও ৷ তাই পুরোনো ছবির সঙ্গে বর্তমানের এই অভিনেতাদের ছবির একটি সিরিজ পোস্ট করে ঋদ্ধি লেখেন, 'বলছি অনিন্দ্যদা, আজকে ওপেন টি বায়োস্কোপের আট বছর হল , তাহলে একটা সিক্যুয়াল হোক ?" ওপেন টি বায়োস্কোপের জন্য প্রথম যে নামটি পরিচালক ভেবেছিলেন এই ছবির নাম সেটাই হতে পারে বলে জানান অভিনেতা । তাঁর কথায়, "আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে । আমরা এখনও বন্ধু বাইলেনেই থাকি l কাস্টিংয়ের জন্য ছবি জমা দিলাম । আট বছর পর (Riddhi Sen on Open Tee Bioscope Sequel)৷'

এই পোস্টের নীচে মন্তব্য় করছেন ছবির বাকি চরিত্ররাও (Open Tee Bioscope Sequel) ৷ ঋতব্রত লিখেছেন, "এটা তো দারুণ ভালো ৷" সঙ্গে একটি হার্ট ইমোজিও পোস্ট করেছেন ৷ সুরঙ্গণা লিখেছেন, 'আমরা কি এবার প্রযোজনার কাজটাও করে ফেলব বন্ধু বাইলেনের?' ৷ পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছেন ধী-ও ৷ প্রসঙ্গত, 2015 সালের 16 জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি ৷ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অনিন্দ্য আর প্রযোজনায় সুজিত সরকার এবং রনি লাহিড়ি ৷

আরও পড়ুন: শুটিং চলাকালীন গাড়ি দূর্ঘটনা, চোট পেলেন অভিনেত্রী পল্লবী যোশি

ঋদ্ধি সেন সম্প্রতি দেবেশ চট্টোপাধ্য়ায়ের মতো দুরন্ত অভিনেতার প্রশংসা কুড়িয়েছেন 'হ্যামলেট' নাটকে তাঁর অভিনয়ের জন্য ৷ ছবি, ওয়েব সিরিজের পাশাপাশি মঞ্চেও যেভাবে সক্রিয় ঋদ্ধি তা অবশ্য়ই প্রশংসার দাবি রাখে ৷ আর সাম্প্রতিক সবকটি কাজেই তিনি দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ৷ তা সে 'সুন্দরবনের বিদ্য়াসাগর' হোক বা 'বিসমিল্লা'- সব চরিত্রেই তাঁর অভিনয় নজর কেড়েছে ।

Last Updated : Jan 17, 2023, 2:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.