ETV Bharat / entertainment

S.D Burman Birth Anniversary: সুরকার শচীন দেব বর্মনের 117তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা সেই চিরন্তন গানের ক্যানভাসে - SD Burman

117তম জন্মবার্ষিকী শিল্পী শচীন দেব বর্মনের ৷ সঙ্গীতের প্রতি ভালোবাসার টানে 1925 থেকে 1930 পর্যন্ত তিনি তালিম নেন প্রবাদপ্রতিম শিল্পী কৃষ্ণ চন্দ্র দে-র কাছে ৷ সেই শুরু ৷ হিন্দি ও বাংলা ছবির জগতে তিনি অন্যতম একজন সুরকার হিসাবে জায়গা করে নেন তিনি ৷ রইল তাঁর সুর করা সেরা পাঁচটা গানের তালিকা ৷

Etv Bharat
সুরকার শচীন দেব বর্মনের 117তম জন্মবার্ষিকী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 1:49 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: কিছু কিছু ব্যক্তিত্ব থাকেন যাঁরা মৃত্যুর পরও রয়ে যান চিরন্তন । থেকে যান আজীবন স্মৃতির ক্যানভাসে ৷ তাঁদেরই মধ্যে একজন হলেন শচীন দেব বর্মন ৷ 1906 সালের পয়লা অক্টোবর ত্রিপুরার রাজপরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ 100টিরও বেশি ছবির গানে সুর দিয়েছেন কিংবদন্তী শিল্পী শচীন দেব বর্মন ৷ তাঁর 117তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা যাক, সেরা পাঁচটি কালজয়ী গান ৷

S.D Burman on his birth anniversary
জানে বো ক্যায়সে লোগ থে জিনকে

জানে বো ক্যায়সে লোগ থে জিনকে- 1957 সালে মুক্তি পাওয়া 'প্যায়াসা' ছবির এই গান আজও শ্রোতারা গুনগুন করেন ৷ গানটি লিখেছিলেন সাহির লুধিয়ানভি, গেয়েছিলেন হেমন্ত কুমার ৷ গুরু দত্ত, ওয়াহিদা রহমান ও মালা সিনহা অভিনীত এই ছবি সেই সময় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

S.D Burman on his birth anniversary
ছোড় দো আঁচল

ছোড় দো আঁচল- সেই বছরই মুক্তি পায় আরও একটি কাল্ট ছবি 'পেইং গেস্ট' ৷ মজরু সুলতানপুরির লেখা গানে সুর দেন শচীন দেব বর্মন ৷ গানটিতে কণ্ঠ দেন কিশোর কুমার ও আশা ভোঁসলে ৷ গান মুক্তির 65 বছর পেরিয়ে গেলেও আজও রোমান্টিক এই গান পছন্দ করেন না, এমন কেউ নেই ৷

S.D Burman on his birth anniversary
এক লড়কি ভিগি ভাগি সি

জিন্দেগি জিন্দেগি- 1972 সালে মুক্তি পাওয়া এই ছবি সঙ্গীত শিল্পীর ঝুলিতে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার ৷ সুনীল দত্ত, দেব মুখোপাধ্যায়, ওয়াহিদা রহমান ও ফরিদা জালান অভিনীত এই ছবির গান 'জিন্দেগি এ জিন্দেগি' এবং 'খুশ রহো সাথিয়ো' সাড়া ফেলেছিল দর্শক দরবারে ৷

S.D Burman on his birth anniversary
হ্যায় আপনা দিল তো আওয়ারা

এক লড়কি ভিগি ভাগি সি- কিশোর কুমার ও মধুবালা অভিনীত এই গানের কথা কে ভুলে পারেন ৷ শচীন দেব বর্মনের সুরে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার স্বয়ং ৷ 1958 সালে মুক্তি পাওয়া 'চলতি কা নাম গাড়ি'- ছবির এই গান আজও ক্লাসিক ৷ টেনেসে আরনি ফর্ড-এর 'সিক্সটিন টোনস' থেকে অনুপ্রাণিত হয়ে এই গানের সুরে নিজের ক্যারিশ্মা দেখান সুরকার শচীন দেব ৷

S.D Burman on his birth anniversary
জিন্দেগি জিন্দেগি

হ্যায় আপনা দিল তো আওয়ারা- 1958 সালে মুক্তি পেয়েছিল দেব আনন্দ ও ওয়াহিদা রহমান অভিনীত 'সোলভা সাল' ৷ মজরু সুলতানপুরির লেখা এই গান গেয়েছিলেন হেমন্ত কুমার ৷ আর এই গানেই মাউথ অর্গান বাজিয়ে সুরকার এস ডি বর্মনের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করেন শচীন পুত্র রাহুল দেব বর্মন ৷

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান

হায়দরাবাদ, 1 অক্টোবর: কিছু কিছু ব্যক্তিত্ব থাকেন যাঁরা মৃত্যুর পরও রয়ে যান চিরন্তন । থেকে যান আজীবন স্মৃতির ক্যানভাসে ৷ তাঁদেরই মধ্যে একজন হলেন শচীন দেব বর্মন ৷ 1906 সালের পয়লা অক্টোবর ত্রিপুরার রাজপরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ 100টিরও বেশি ছবির গানে সুর দিয়েছেন কিংবদন্তী শিল্পী শচীন দেব বর্মন ৷ তাঁর 117তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা যাক, সেরা পাঁচটি কালজয়ী গান ৷

S.D Burman on his birth anniversary
জানে বো ক্যায়সে লোগ থে জিনকে

জানে বো ক্যায়সে লোগ থে জিনকে- 1957 সালে মুক্তি পাওয়া 'প্যায়াসা' ছবির এই গান আজও শ্রোতারা গুনগুন করেন ৷ গানটি লিখেছিলেন সাহির লুধিয়ানভি, গেয়েছিলেন হেমন্ত কুমার ৷ গুরু দত্ত, ওয়াহিদা রহমান ও মালা সিনহা অভিনীত এই ছবি সেই সময় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

S.D Burman on his birth anniversary
ছোড় দো আঁচল

ছোড় দো আঁচল- সেই বছরই মুক্তি পায় আরও একটি কাল্ট ছবি 'পেইং গেস্ট' ৷ মজরু সুলতানপুরির লেখা গানে সুর দেন শচীন দেব বর্মন ৷ গানটিতে কণ্ঠ দেন কিশোর কুমার ও আশা ভোঁসলে ৷ গান মুক্তির 65 বছর পেরিয়ে গেলেও আজও রোমান্টিক এই গান পছন্দ করেন না, এমন কেউ নেই ৷

S.D Burman on his birth anniversary
এক লড়কি ভিগি ভাগি সি

জিন্দেগি জিন্দেগি- 1972 সালে মুক্তি পাওয়া এই ছবি সঙ্গীত শিল্পীর ঝুলিতে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার ৷ সুনীল দত্ত, দেব মুখোপাধ্যায়, ওয়াহিদা রহমান ও ফরিদা জালান অভিনীত এই ছবির গান 'জিন্দেগি এ জিন্দেগি' এবং 'খুশ রহো সাথিয়ো' সাড়া ফেলেছিল দর্শক দরবারে ৷

S.D Burman on his birth anniversary
হ্যায় আপনা দিল তো আওয়ারা

এক লড়কি ভিগি ভাগি সি- কিশোর কুমার ও মধুবালা অভিনীত এই গানের কথা কে ভুলে পারেন ৷ শচীন দেব বর্মনের সুরে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার স্বয়ং ৷ 1958 সালে মুক্তি পাওয়া 'চলতি কা নাম গাড়ি'- ছবির এই গান আজও ক্লাসিক ৷ টেনেসে আরনি ফর্ড-এর 'সিক্সটিন টোনস' থেকে অনুপ্রাণিত হয়ে এই গানের সুরে নিজের ক্যারিশ্মা দেখান সুরকার শচীন দেব ৷

S.D Burman on his birth anniversary
জিন্দেগি জিন্দেগি

হ্যায় আপনা দিল তো আওয়ারা- 1958 সালে মুক্তি পেয়েছিল দেব আনন্দ ও ওয়াহিদা রহমান অভিনীত 'সোলভা সাল' ৷ মজরু সুলতানপুরির লেখা এই গান গেয়েছিলেন হেমন্ত কুমার ৷ আর এই গানেই মাউথ অর্গান বাজিয়ে সুরকার এস ডি বর্মনের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করেন শচীন পুত্র রাহুল দেব বর্মন ৷

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.