ETV Bharat / entertainment

Samaresh Majumdar Demise: সমরেশ প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল, 'ভাইকে হারালাম'-বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

79 বছর বয়সে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাহিত্যিক সমরেশ মজুমদার ৷ তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু ও কবি জয় গোস্বামী ৷

Samaresh Majumdar Demise
সমরেশ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল
author img

By

Published : May 8, 2023, 8:41 PM IST

Updated : May 8, 2023, 9:20 PM IST

সমরেশ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল

কলকাতা, 8 মে: প্রয়াত হয়েছেন 'কালবেলা'র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার ৷ দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কয়েকদিন আগেই তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে ৷ সোমবার বিকেল 5.45 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অনিমেষ-মাধবীলতার স্রষ্টা ৷

তাঁর প্রয়াণে সাহিত্যমহলে নেমে এসেছে শোকের ছায়া ৷ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, কবি জয় গোস্বামী শোকপ্রকাশ করেছেন ৷ ইটিভি ভারতকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন,"আমাদের তো অনেকদিনের সম্পর্ক ৷ তখন ওঁ লেখক হয়নি ৷ আমি উত্তর কলকাতার একটা বোর্ডিং হাউসে থাকতাম, সেখানে সমরেশ আসত ৷ তখন নাটক করত, এইটুকু মনে আছে ৷ নানান দিকে ইন্টারেস্ট ছিল ওঁর ৷ উত্তরবঙ্গের ছেলে, জলপাইগুড়ির ছেলে ছিল বলে একটু পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছিলাম ওঁর প্রতি ৷ তারপরে হঠাৎ করে গল্প লিখতে শুরু করেছিল ৷ আর সেই গল্প লিখেই দৃষ্টি আকর্ষণ করেছিল সাগরময় ঘোষের ৷ তারপর সাগরদা ওঁকে দিয়ে উপন্যাস লেখালেন ৷ প্রথম উপন্যাস ছিল দৌড় ৷ অসম্ভব ভালো একটি উপন্যাস ৷"

আরও পড়ুন: প্রয়াত সমরেশ মজুমদার, সোমের 'কালবেলা'য় বাঙালি হারাল তার প্রিয় সাহিত্যিককে

তিনি আরও বলেন,"তারপর তো বিখ্যাত ট্রিলজি ৷ যা তাঁকে জনপ্রিয়াতার শীর্ষে নিয়ে গিয়েছিল ৷ খুব জনপ্রিয় ছিল যেমন ছোটদের লেখা তেমন বড়দের লেখায় ৷ এর পাশাপাশি সমরেশ সিরিয়ালও করেছে ৷ সিনেমার দিকেও খুব ঝোঁক ছিল ৷ সব মিলিয়ে মিশিয়ে খুব কালারফুল ছিল ৷ খুব বর্ণময় চরিত্র সমরেশ ৷ আমি ওঁকে বাবলু বলে ডাকতাম ৷ ওঁর ডাক নাম ছিল ৷ মাঝে মাঝেই যখন টেলিফোনে কথা হত,বলত যে, আমাকে তো বাবলু বলে ডাকার আর লোক নেই , শুধু তুমি আছ ৷ আমরা বিদেশেও একসঙ্গে গিয়েছি ৷ হঠাৎ করে চলে গেল, এটা একটা দুঃখের বিষয় ৷ সমরেশের সঙ্গে দাদা-ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল ৷ ভাইকে হারালাম, খুব খারাপ লাগছে আজকে ৷"

সাহিত্যিক বাণী বসু বলেন, "করোনার পর থেকেই একে একে সবাই চলে যাচ্ছেন ৷ এই মৃত্যু ঠিক মেনে নিতে পারছি না ৷ শুনেছিলাম, তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন ৷ তবে এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না ৷ হঠাৎ খবরটা এল ৷ খুব খারাপ লাগছে ৷ সমরেশের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন নয়, তবে সাহিত্যিক হিসাবে ভালো সম্পর্ক ছিল ৷ ওঁর লেখা ট্রিলজি, বিশেষ করে কালবেলা আমার খুব পছন্দের ছিল ৷"

সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করে কবি জয় গোস্বামী বলেন," আমার যখন 21 বছর বয়স তখন প্রথম সমরেশ মজুমদারের দৌড় উপন্যাসটা পড়ে মুগ্ধ হয়ে যাই ৷ তারপর, পর পর পড়েছি কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ ৷ শুধু পশ্চিমবাংলার পাঠকদের কাছে তাঁর লেখার আকর্ষণ ছিল তা নয়, ওপার বাংলার মানুষদের কাছেও তাঁর লেখার আকর্ষণ প্রবল ছিল ৷ মাঝে অসুস্থতার জন্য একবছর লেখা বন্ধ ছিল ৷ নাহলে তিনি প্রতিনিয়ত লিখে গিয়েছেন ৷ সফল লেখক হিসাবে যে আত্মবিশ্বাস থাকার কথা, তা তাঁর মধ্যে প্রথম থেকেই ছিল ৷"

তিনি আরও বলেন, "তাঁর অনেক গল্প-উপন্যাস থেকে চলচ্চিত্র তৈরি হয়েছে ৷ প্রত্যেক শারদীয়ায় তাঁর লেখা পড়ার জন্য পাঠকরা অপেক্ষা করে থাকতেন ৷ তিনি চলে গিয়েছেন এটা একটা বড় ক্ষতি নিশ্চই ৷ তাঁর কলম থেকে নতুন লেখা আর কোনওদিন পাব না ৷ তবে তাঁর যে লেখাগুলি রয়ে গেল, সেই লেখাগুলি মানুষ বার বার পড়বেন এই আশা আমার মধ্যে আছে ৷ আমি তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি ৷"

সমরেশ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল

কলকাতা, 8 মে: প্রয়াত হয়েছেন 'কালবেলা'র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার ৷ দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কয়েকদিন আগেই তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে ৷ সোমবার বিকেল 5.45 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অনিমেষ-মাধবীলতার স্রষ্টা ৷

তাঁর প্রয়াণে সাহিত্যমহলে নেমে এসেছে শোকের ছায়া ৷ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, কবি জয় গোস্বামী শোকপ্রকাশ করেছেন ৷ ইটিভি ভারতকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন,"আমাদের তো অনেকদিনের সম্পর্ক ৷ তখন ওঁ লেখক হয়নি ৷ আমি উত্তর কলকাতার একটা বোর্ডিং হাউসে থাকতাম, সেখানে সমরেশ আসত ৷ তখন নাটক করত, এইটুকু মনে আছে ৷ নানান দিকে ইন্টারেস্ট ছিল ওঁর ৷ উত্তরবঙ্গের ছেলে, জলপাইগুড়ির ছেলে ছিল বলে একটু পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছিলাম ওঁর প্রতি ৷ তারপরে হঠাৎ করে গল্প লিখতে শুরু করেছিল ৷ আর সেই গল্প লিখেই দৃষ্টি আকর্ষণ করেছিল সাগরময় ঘোষের ৷ তারপর সাগরদা ওঁকে দিয়ে উপন্যাস লেখালেন ৷ প্রথম উপন্যাস ছিল দৌড় ৷ অসম্ভব ভালো একটি উপন্যাস ৷"

আরও পড়ুন: প্রয়াত সমরেশ মজুমদার, সোমের 'কালবেলা'য় বাঙালি হারাল তার প্রিয় সাহিত্যিককে

তিনি আরও বলেন,"তারপর তো বিখ্যাত ট্রিলজি ৷ যা তাঁকে জনপ্রিয়াতার শীর্ষে নিয়ে গিয়েছিল ৷ খুব জনপ্রিয় ছিল যেমন ছোটদের লেখা তেমন বড়দের লেখায় ৷ এর পাশাপাশি সমরেশ সিরিয়ালও করেছে ৷ সিনেমার দিকেও খুব ঝোঁক ছিল ৷ সব মিলিয়ে মিশিয়ে খুব কালারফুল ছিল ৷ খুব বর্ণময় চরিত্র সমরেশ ৷ আমি ওঁকে বাবলু বলে ডাকতাম ৷ ওঁর ডাক নাম ছিল ৷ মাঝে মাঝেই যখন টেলিফোনে কথা হত,বলত যে, আমাকে তো বাবলু বলে ডাকার আর লোক নেই , শুধু তুমি আছ ৷ আমরা বিদেশেও একসঙ্গে গিয়েছি ৷ হঠাৎ করে চলে গেল, এটা একটা দুঃখের বিষয় ৷ সমরেশের সঙ্গে দাদা-ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল ৷ ভাইকে হারালাম, খুব খারাপ লাগছে আজকে ৷"

সাহিত্যিক বাণী বসু বলেন, "করোনার পর থেকেই একে একে সবাই চলে যাচ্ছেন ৷ এই মৃত্যু ঠিক মেনে নিতে পারছি না ৷ শুনেছিলাম, তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন ৷ তবে এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না ৷ হঠাৎ খবরটা এল ৷ খুব খারাপ লাগছে ৷ সমরেশের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন নয়, তবে সাহিত্যিক হিসাবে ভালো সম্পর্ক ছিল ৷ ওঁর লেখা ট্রিলজি, বিশেষ করে কালবেলা আমার খুব পছন্দের ছিল ৷"

সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করে কবি জয় গোস্বামী বলেন," আমার যখন 21 বছর বয়স তখন প্রথম সমরেশ মজুমদারের দৌড় উপন্যাসটা পড়ে মুগ্ধ হয়ে যাই ৷ তারপর, পর পর পড়েছি কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ ৷ শুধু পশ্চিমবাংলার পাঠকদের কাছে তাঁর লেখার আকর্ষণ ছিল তা নয়, ওপার বাংলার মানুষদের কাছেও তাঁর লেখার আকর্ষণ প্রবল ছিল ৷ মাঝে অসুস্থতার জন্য একবছর লেখা বন্ধ ছিল ৷ নাহলে তিনি প্রতিনিয়ত লিখে গিয়েছেন ৷ সফল লেখক হিসাবে যে আত্মবিশ্বাস থাকার কথা, তা তাঁর মধ্যে প্রথম থেকেই ছিল ৷"

তিনি আরও বলেন, "তাঁর অনেক গল্প-উপন্যাস থেকে চলচ্চিত্র তৈরি হয়েছে ৷ প্রত্যেক শারদীয়ায় তাঁর লেখা পড়ার জন্য পাঠকরা অপেক্ষা করে থাকতেন ৷ তিনি চলে গিয়েছেন এটা একটা বড় ক্ষতি নিশ্চই ৷ তাঁর কলম থেকে নতুন লেখা আর কোনওদিন পাব না ৷ তবে তাঁর যে লেখাগুলি রয়ে গেল, সেই লেখাগুলি মানুষ বার বার পড়বেন এই আশা আমার মধ্যে আছে ৷ আমি তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি ৷"

Last Updated : May 8, 2023, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.