ETV Bharat / entertainment

RC15 Title Unveiled: রাম চরণের জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা নির্মাতাদের

রাম চরণের 38তম জন্মদিনে সামনে এল তাঁর নতুন ছবি 'গেম চেঞ্জার'-এর খবর ৷ মুক্তি পেল ছবির মোশন টাইটেলস (RC15 Motion Title Out Now) ৷

RC15 Title Unveiled
রাম চরণের জন্মদিনে সামনে এল তাঁর নতুন ছবি গেম চেঞ্জারএর খবর
author img

By

Published : Mar 27, 2023, 1:10 PM IST

হায়দরাবাদ, 27 মার্চ: দক্ষিণ ভারতের সুপারস্টারদের জন্মদিনে সাধারণত তাঁদের কোনও না কোনও নতুন কাজের ঘোষণা হয়ে থাকে ৷ কিছুদিন আগেই জুনিয়র এনটিআরের জন্মদিনে তাঁর নতুন ছবি 'এনটিআর 30'-র খবর সামনে এসেছিল ৷ এবার তাঁর আরআরআর ছবির সহযোদ্ধা রাম চরণের জন্মদিনেও একটি ছবির খবর সামনে এল ৷ নির্মাতারা এদিন রাম চরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন ছবি 'আরসি 15'-এর খবর সকলকে জানিয়েছেন (RC15 Motion Title Out Now)৷

এই ছবির পরিচালক শঙ্কর ৷ এদিন ছবির টাইটেল লোগো তো সামনে এসেছেই তার সঙ্গে রাম চরণের উদ্দেশ্য়ে একটি সুন্দর বার্তা দিয়েছেন পরিচালক ৷ তিনি লিখেছেন, 'বিশ্ব জুড়ে সকলের প্রিয় রাম চরণকে জানাই শুভ জন্মদিন ৷ পর্দায় আপনি দৃঢ় এবং সাহসী আর পর্দার বাইরে সকলের প্রিয়, আর এটাই আপনাকে গেম চেঞ্জার করে তোলে ৷' আরসি 15-এর টিমের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে অভিনেতাকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরসি 15 হল এই ছবির 'প্রজেক্ট নেম' ৷ আসল নাম গোপন রেখে দক্ষিণে এভাবেই কাজ শুরু করেন পরিচালকরা ৷ আরসি 15-এর অর্থ হল এটি রাম চরণের 15তম প্রজেক্ট ৷ ছবির আসল নামও অবশ্য জানা গিয়েছে। ছবির নাম 'গেম চেঞ্জার' ৷ জানা গিয়েছে রাম চরণের এই ছবির কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছিল 2021 সালেই ৷ 2021 সালের অক্টোবর মাসেই এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন অভিনেতা ৷ রাম চরণকে এখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলেও জানিয়েছেন নির্মাতারা ৷ হায়দরাবাদ, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র এবং পঞ্জাবে হয়েছে এই ছবির শ্যুটিং ৷

'গেম চেঞ্জার' ছবিতে রাম চরণের পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারা আদবাণীকেও ৷ এছাড়াও ছবিতে জয়রাম, অঞ্জলি, শ্রীকান্ত এবং সূর্যের মতো অভিনেতা-অভিনেত্রীরও আছেন ৷ ছবিটি তেলেগু, তামিল এবং হিন্দি মোট তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে ৷ শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনসের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: মুম্বইতে 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023' এর মঞ্চে বুম্বাদা রাজকুমার

হায়দরাবাদ, 27 মার্চ: দক্ষিণ ভারতের সুপারস্টারদের জন্মদিনে সাধারণত তাঁদের কোনও না কোনও নতুন কাজের ঘোষণা হয়ে থাকে ৷ কিছুদিন আগেই জুনিয়র এনটিআরের জন্মদিনে তাঁর নতুন ছবি 'এনটিআর 30'-র খবর সামনে এসেছিল ৷ এবার তাঁর আরআরআর ছবির সহযোদ্ধা রাম চরণের জন্মদিনেও একটি ছবির খবর সামনে এল ৷ নির্মাতারা এদিন রাম চরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন ছবি 'আরসি 15'-এর খবর সকলকে জানিয়েছেন (RC15 Motion Title Out Now)৷

এই ছবির পরিচালক শঙ্কর ৷ এদিন ছবির টাইটেল লোগো তো সামনে এসেছেই তার সঙ্গে রাম চরণের উদ্দেশ্য়ে একটি সুন্দর বার্তা দিয়েছেন পরিচালক ৷ তিনি লিখেছেন, 'বিশ্ব জুড়ে সকলের প্রিয় রাম চরণকে জানাই শুভ জন্মদিন ৷ পর্দায় আপনি দৃঢ় এবং সাহসী আর পর্দার বাইরে সকলের প্রিয়, আর এটাই আপনাকে গেম চেঞ্জার করে তোলে ৷' আরসি 15-এর টিমের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে অভিনেতাকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরসি 15 হল এই ছবির 'প্রজেক্ট নেম' ৷ আসল নাম গোপন রেখে দক্ষিণে এভাবেই কাজ শুরু করেন পরিচালকরা ৷ আরসি 15-এর অর্থ হল এটি রাম চরণের 15তম প্রজেক্ট ৷ ছবির আসল নামও অবশ্য জানা গিয়েছে। ছবির নাম 'গেম চেঞ্জার' ৷ জানা গিয়েছে রাম চরণের এই ছবির কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছিল 2021 সালেই ৷ 2021 সালের অক্টোবর মাসেই এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন অভিনেতা ৷ রাম চরণকে এখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলেও জানিয়েছেন নির্মাতারা ৷ হায়দরাবাদ, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র এবং পঞ্জাবে হয়েছে এই ছবির শ্যুটিং ৷

'গেম চেঞ্জার' ছবিতে রাম চরণের পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারা আদবাণীকেও ৷ এছাড়াও ছবিতে জয়রাম, অঞ্জলি, শ্রীকান্ত এবং সূর্যের মতো অভিনেতা-অভিনেত্রীরও আছেন ৷ ছবিটি তেলেগু, তামিল এবং হিন্দি মোট তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে ৷ শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনসের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: মুম্বইতে 'ওটিটি প্লে চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস 2023' এর মঞ্চে বুম্বাদা রাজকুমার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.