ETV Bharat / entertainment

Tiger Nageswara Rao trailer: রবি তেজার 'টাইগার নাগেশ্বর রাও'তে নির্মম যীশু, প্রকাশ্যে ট্রেলার - Tiger Nageswara Rao Trailer

প্রকাশ্যে রবি তেজা অভিনীত ও ভামসী পরিচালিত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ রবি তেজার পাশাপাশি নজর কাড়লেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ৷

Tiger Nageswara Rao trailer
মুক্তি পেল 'টাইগার নাগেশ্বর রাও' ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 5:16 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: ট্রেলার মুক্তির একদিন আগেই পর্দায় কীভাবে হয়ে উঠেছিলেন সিআই মৌলি, তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ ট্রেলার মুক্তির পর তাঁর ভূমিকা নজর কাড়ল আরও বেশি ৷ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ সেখানে ভয়ঙ্কর পুলিশের ভূমিকায় বাংলার অভিনীত যীশু মুগ্ধ করলেন সিনেপ্রেমীদের ৷

নিজের সেরাটা তুলে ধরতে কঠোর পরিশ্রম করেন যীশু ৷ বাংলার পাশাপাশি একাধিক হিন্দি ছবি ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি ৷ এবার দক্ষিণী ছবিতে অন্য়রকম ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ছবির পোস্টার ও ট্রেলারে উর্দিধারী পুলিশের ভূমিকায় তাঁর চেহারা বুঝিয়ে দেয়, নেতিবাচক চরিত্রটি কতটা ভয়নক হতে চলেছে ৷ চোখের সাদামণি ও কপাল-চোখের মাঝে গভীর কাটা দাগ যেন আরও নির্মম করে তুলেছে তাঁকে ৷

অন্যদিকে, 'টাইগার নাগেশ্বর রাও'-এ মূখ্য চরিত্রে রয়েছেন রবি তেজা ৷ তিনি ট্রেলার সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, "তাঁর গল্প শুরু হল এবং ইতিহাস লেখা হবে ৷ 20 অক্টোবর প্রতিটি প্রেক্ষাগৃহ আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷" অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নূপুর স্যানন, গায়ত্রী ভরদ্বাজ, অনুপম খের, রেণু দেশাই ৷ ছবি পরিচালনা করেছেন ভামসী ৷ প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ৷ সিনেমাটোগ্রাফি করেছেন আর মাধি ৷ সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার ৷

অন্যদিকে, তেলুগু, হিন্দি ও অনান্য ভাষার পাশাপাশি সাইন ল্যাঙ্গোয়েজ ফরম্যাটেও এই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ৷ সেই কারণে এই ফরম্যাটেও ট্রেলার প্রকাশিত হয়েছে ৷ এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বধির সম্প্রদায়ের ছেলে-মেয়েরা ৷

এই প্রসঙ্গে অভিনেতা রবি তেজা বলেন, "আমি সত্যিই গর্বিত যে এই ছবি সাইন ল্যাঙ্গোয়েজ ফরম্যাটেও প্রকাশ্যে আসবে ৷ আশা করব সকলেরই ভালো লাগবে এই ছবি ৷ তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে ৷ মূলত, ছবিতে ভারতের সবচেয়ে বড় ডাকাতের জীবনী তুলে ধরা হয়েছে ৷ তাই বড় পর্দায় এই ছবি দর্শকদের মনোরঞ্জন করবে, এই আশাই রাখছি ৷"

আরও পড়ুন: শিখর পাহাড়িয়ার ভাইয়ের বলিউড জার্নি শুরু, শুভেচ্ছা জাহ্নবী কাপুরের

হায়দরাবাদ, 3 অক্টোবর: ট্রেলার মুক্তির একদিন আগেই পর্দায় কীভাবে হয়ে উঠেছিলেন সিআই মৌলি, তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ ট্রেলার মুক্তির পর তাঁর ভূমিকা নজর কাড়ল আরও বেশি ৷ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ সেখানে ভয়ঙ্কর পুলিশের ভূমিকায় বাংলার অভিনীত যীশু মুগ্ধ করলেন সিনেপ্রেমীদের ৷

নিজের সেরাটা তুলে ধরতে কঠোর পরিশ্রম করেন যীশু ৷ বাংলার পাশাপাশি একাধিক হিন্দি ছবি ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি ৷ এবার দক্ষিণী ছবিতে অন্য়রকম ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ছবির পোস্টার ও ট্রেলারে উর্দিধারী পুলিশের ভূমিকায় তাঁর চেহারা বুঝিয়ে দেয়, নেতিবাচক চরিত্রটি কতটা ভয়নক হতে চলেছে ৷ চোখের সাদামণি ও কপাল-চোখের মাঝে গভীর কাটা দাগ যেন আরও নির্মম করে তুলেছে তাঁকে ৷

অন্যদিকে, 'টাইগার নাগেশ্বর রাও'-এ মূখ্য চরিত্রে রয়েছেন রবি তেজা ৷ তিনি ট্রেলার সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, "তাঁর গল্প শুরু হল এবং ইতিহাস লেখা হবে ৷ 20 অক্টোবর প্রতিটি প্রেক্ষাগৃহ আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷" অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নূপুর স্যানন, গায়ত্রী ভরদ্বাজ, অনুপম খের, রেণু দেশাই ৷ ছবি পরিচালনা করেছেন ভামসী ৷ প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ৷ সিনেমাটোগ্রাফি করেছেন আর মাধি ৷ সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার ৷

অন্যদিকে, তেলুগু, হিন্দি ও অনান্য ভাষার পাশাপাশি সাইন ল্যাঙ্গোয়েজ ফরম্যাটেও এই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ৷ সেই কারণে এই ফরম্যাটেও ট্রেলার প্রকাশিত হয়েছে ৷ এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বধির সম্প্রদায়ের ছেলে-মেয়েরা ৷

এই প্রসঙ্গে অভিনেতা রবি তেজা বলেন, "আমি সত্যিই গর্বিত যে এই ছবি সাইন ল্যাঙ্গোয়েজ ফরম্যাটেও প্রকাশ্যে আসবে ৷ আশা করব সকলেরই ভালো লাগবে এই ছবি ৷ তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে ৷ মূলত, ছবিতে ভারতের সবচেয়ে বড় ডাকাতের জীবনী তুলে ধরা হয়েছে ৷ তাই বড় পর্দায় এই ছবি দর্শকদের মনোরঞ্জন করবে, এই আশাই রাখছি ৷"

আরও পড়ুন: শিখর পাহাড়িয়ার ভাইয়ের বলিউড জার্নি শুরু, শুভেচ্ছা জাহ্নবী কাপুরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.