ETV Bharat / entertainment

Ratna Ghosal remembers Tarun Majumdar: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

প্রয়াত হয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Ratna Ghosal remembers Tarun Majumdar)৷ তাঁর পরিচালিত সংসার সীমান্তের অভিনেত্রী রত্না ঘোষাল (Tarun Majumdar passes away) তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ৷

Ratna Ghoshal who acts in Sansar Simante remembers Tarun Majumdar
আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা
author img

By

Published : Jul 4, 2022, 2:19 PM IST

Updated : Jul 4, 2022, 3:37 PM IST

রত্না ঘোষাল, অভিনেত্রী

মানুষটা খুবই ভালো ছিলেন ৷ তাঁর পরিচালনায় আমি 'সংসার সীমান্তে' অভিনয় করেছি ৷ সেটা একটা সাংঘাতিক ছবি ৷ সেই ছবির শুটিঙের জন্য আমাদের ভোর 4টের মধ্যে সেটে চলে যেতে হত ৷ সকালবেলা এসে রেডি হয়ে যেতাম ৷ সকাল 6.30টায় তিনি প্রথম শট নিতেন ৷ তিনি সময়টা খুব মেইনটেইন করতেন (Ratna Ghosal remembers Tarun Majumdar)৷

এক নম্বরে যে বিরাট মাঠটা রয়েছে, সেখানে আমাদের সেট পড়েছিল ৷ তিনি প্রত্যেকটা শিল্পীকে রিহার্সাল করাতেন ৷ আমার একটা দৃশ্য ছিল, সেটার জন্য তিনি নিজে এসে আমার মেক-আপ করিয়ে দিয়েছিলেন ৷ তারপর দাঁড়িয়ে থেকে, রিহার্সাল করিয়ে সেই দৃশ্যটি শুট করেন ৷ অন্য পরিচালকের থেকেও তিনি একটু বেশি সিরিয়াসলি কাজটা করতেন, তাই তাঁর সঙ্গে কাজটা করতেও ভালো লাগত ৷ শিল্পীদের সঙ্গে তিনি খুব কো-অপারেট করতেন ৷

আমরা একসঙ্গে 27 দিন টানা আউটডোরে কাজ করেছি ৷ আমরা লাঞ্চে সবাই একসঙ্গে বসে খেতাম ৷ মনেই হত না যে শুটিং করছি ৷ মনে হত যেন সকাল থেকে রাত আমরা পিকনিক করছি ৷ সন্ধ্যাদি, সৌমিত্রদা আমরা প্রত্যেকে একসঙ্গে বসে খেতাম ৷

তনুদার সঙ্গে একটাই ছবি করলেও আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল ৷ আমি তাঁকে দাদার মতো শ্রদ্ধা করতাম ৷ ইন্ডাস্ট্রির সবার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল ৷ একজন কাজের মানুষ চলে গেলেন ৷ সিনিয়র আর কেউ রইলেন না ৷ তনুদাও চলে গেলেন...

তরুণ মজুমদারকে স্মরণ রত্না ঘোষালের

আরও পড়ুন: স্তব্ধ ভালোবাসার বাড়ি ! পলাতক জীবনপুরের পথিক

রত্না ঘোষাল, অভিনেত্রী

মানুষটা খুবই ভালো ছিলেন ৷ তাঁর পরিচালনায় আমি 'সংসার সীমান্তে' অভিনয় করেছি ৷ সেটা একটা সাংঘাতিক ছবি ৷ সেই ছবির শুটিঙের জন্য আমাদের ভোর 4টের মধ্যে সেটে চলে যেতে হত ৷ সকালবেলা এসে রেডি হয়ে যেতাম ৷ সকাল 6.30টায় তিনি প্রথম শট নিতেন ৷ তিনি সময়টা খুব মেইনটেইন করতেন (Ratna Ghosal remembers Tarun Majumdar)৷

এক নম্বরে যে বিরাট মাঠটা রয়েছে, সেখানে আমাদের সেট পড়েছিল ৷ তিনি প্রত্যেকটা শিল্পীকে রিহার্সাল করাতেন ৷ আমার একটা দৃশ্য ছিল, সেটার জন্য তিনি নিজে এসে আমার মেক-আপ করিয়ে দিয়েছিলেন ৷ তারপর দাঁড়িয়ে থেকে, রিহার্সাল করিয়ে সেই দৃশ্যটি শুট করেন ৷ অন্য পরিচালকের থেকেও তিনি একটু বেশি সিরিয়াসলি কাজটা করতেন, তাই তাঁর সঙ্গে কাজটা করতেও ভালো লাগত ৷ শিল্পীদের সঙ্গে তিনি খুব কো-অপারেট করতেন ৷

আমরা একসঙ্গে 27 দিন টানা আউটডোরে কাজ করেছি ৷ আমরা লাঞ্চে সবাই একসঙ্গে বসে খেতাম ৷ মনেই হত না যে শুটিং করছি ৷ মনে হত যেন সকাল থেকে রাত আমরা পিকনিক করছি ৷ সন্ধ্যাদি, সৌমিত্রদা আমরা প্রত্যেকে একসঙ্গে বসে খেতাম ৷

তনুদার সঙ্গে একটাই ছবি করলেও আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল ৷ আমি তাঁকে দাদার মতো শ্রদ্ধা করতাম ৷ ইন্ডাস্ট্রির সবার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল ৷ একজন কাজের মানুষ চলে গেলেন ৷ সিনিয়র আর কেউ রইলেন না ৷ তনুদাও চলে গেলেন...

তরুণ মজুমদারকে স্মরণ রত্না ঘোষালের

আরও পড়ুন: স্তব্ধ ভালোবাসার বাড়ি ! পলাতক জীবনপুরের পথিক

Last Updated : Jul 4, 2022, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.