কলকাতা, 24 নভেম্বর: আজ প্রবাদপ্রতীম অভিনেতা রবি ঘোষের 92তম জন্মদিন । বাংলা সিনেমাজগতে তাঁর অবদান নিয়ে কথা তোলা বাতুলতামাত্র । আদ্যোপান্ত ঝকঝকে, মিতভাষী ও হ্রাসভারী স্বভাবের মানুষ ছিলেন তিনি । অথচ তাঁর কমেডি ক্যারিশমাতেই হেসে লুটোপুটি খেয়েছে মানুষ ৷ পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে এক লহমায় সব রকমের চিন্তা থেকে কিছুক্ষণের জন্য হলেও বের করে নিয়ে আসত । এ হেন রবি ঘোষ অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার চেয়েছিলেন বডি বিল্ডার হতে । সেই মতো চলত অনুশীলন । লেখাপড়াতেও ছিলেন ভালো ।
1931 সালের 24 নভেম্বর জন্ম রবি ঘোষের । কোচবিহার জেনকিন্স স্কুলে প্রাথমিক শিক্ষা রবির । দেশভাগের পর 1947 সালে কলকাতার 'সাউথ সাবআরবান মেন স্কুল' থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন । আশুতোষ কলেজ থেকে 1949 সালে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই কলেজেরই নৈশবিভাগ শ্যামাপ্রসাদ কলেজে বি.কম-এ ভর্তি হন । বডি বিল্ডার হওয়ার স্বপ্ন থাকলেও বাস্তবে তা রূপায়িত হয়নি । অগণিত বাংলা ছবি উপহার দিয়েছেন তিনি । তাঁর সঙ্গে 'মৌচাক'সহ একাধিক ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী রত্না ঘোষাল । আজ জন্মদিনে রবিদা'কে ঘিরে স্মৃতির সাগরে ডুব দিলেন তিনি ।
ইটিভি ভারতের প্রতিনিধি রবি ঘোষকে ঘিরে তাঁর স্মৃতিচারণা শুনতে চাইলে রত্না ঘোষাল বলেন, "রসিক মানুষ ছিলেন রবিদা । তখনকার রসিকতাটা অন্য রকমের ছিল । কোনও খারাপ কথা ছিল না, অশ্লীলতা ছিল না । তবে, রবিদা হ্রাসভারী মানুষ ছিলেন । তবে, তিনি এমন মানুষ ছিলেন না, যাঁর সঙ্গে কথা বলা যায় না । মন খুলে কথা বলতে পারতাম আমরা ।"
টুকরো স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমি তাস খেলা শিখেছি রবিদা'র কাছে । আমরা একটা আউটডোরে গিয়েছি । হঠাৎ হুজুগ উঠল তাস খেলা হবে টাকা দিয়ে । আমি, রবিদা, শুভেন্দুদা (চট্টোপাধ্যায়), নন্দিনী (মালিয়া) সবাই ছিলাম সেই আউটডোরে । আমাকেও বলা হল খেলতে হবে । ও দিকে আমি জীবনে কোনওদিন তাস খেলিনি । চিনিই না কোনটা কী । রবিদা বলল আমাকে শিখিয়ে দেবে সব । শিখিয়ে দিল আর আমাকে একশো টাকা রবিদা'ই দিয়েছিল । মনে আছে, আমিই জিতেছিলাম সে দিন । এ রকম টুকরো টুকরো ঘটনা আজও মনে পড়ে ।"
রবি ঘোষের সঙ্গে একাধিক নাটক ও বাংলা ছবিতে অভিনয় করেন রত্না ঘোষাল । অভিনেত্রী বলেন, "রবিদা'র সঙ্গে সিনেমা, নাটক, প্রফেশনাল থিয়েটার করেছি । রবিদা'র পরিচালনায় শিয়ালদার নেতাজি মঞ্চে 'বিবর'-এ অভিনয় করেছি আমি । এই নাটকের হিরোইন ছিলেন জয়শ্রী রায় । পরে বেশ কিছু শো-তে আমি ওঁর চরিত্রটাতে অভিনয় করি । কেননা জয়শ্রী মাঝে মধ্যেই শোতে হাজির থাকত না । 'বিবর' চলাকালীনই আমাদের 'নহবৎ' শুরু হয় । রবিদা বলেছিল, মাটু যাস না । নতুন প্রোডাকশন । ক'দিন চলবে তার ঠিক ঠিকানা নেই । কিন্তু চলেছিল । আর রবিদা আমাকে বলেছিলেন, কী করলি রে তোরা ? লোকে ইট পেতেও দেখল নাটকটা ! রবিদা ভালো কাজের প্রশংসা করতেন নির্দ্বিধায় । রবিদা'র সঙ্গে আমার শেষ প্রফেশনাল থিয়েটার 'পেটোপাঁচু'। বহু ছবিতে অভিনয় করেছি । নাম আজ আর মনে থাকে না ।"
অভিনেত্রী সবশেষে বলেন, "রবিদা শাসনও করতেন । রিহার্সালের সময়ে কোনও ভুল ত্রুটি হলে ধরিয়ে দিতেন । পর মুহূর্তে বলতেন, আমি তো তোদের ভালোর জন্য বলছি । এই যে এ বার সবাই তোদের প্রশংসা করছে । এটা ভালো লাগছে না ? এ রকম মানুষ ছিলেন রবিদা । খুব মিস করি এই মানুষগুলোকে । আজ তাঁর জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম রইল রবিদা'র জন্য ।"
আরও পড়ুন: