ETV Bharat / entertainment

Rashmika New Film: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার - Rashmika New Film

আসছে রশ্মিকা-দেব মোহনের নতুন ছবি 'রেনবো' ৷ আগামী 7 এপ্রিল থেকে শুরু হতে চলেছে শ্য়ুটিং ৷

Rashmika New Film
সোমবার মুক্তি পেল রশ্মিকা দেবমোহনের রেনবো ছবির পোস্টার
author img

By

Published : Apr 3, 2023, 3:22 PM IST

হায়দরাবাদ, 3 এপ্রিল: 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানাকে এতদিন মোহময়ী নায়িকা হিসাবেই বেশি চিনেছেন দেশব্যাপী অনুরাগীরা ৷ 'গুডবাই' ছবিতে যদিও একটু অন্য ধরনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ৷ তবে এবার তাঁকে দেখা যাবে শক্তিশালী একটি নারী চরিত্রে ৷ সোমাবার মুক্তি পেল তাঁর সেই নতুন ছবির পোস্টার ৷ সান্তারুবান পরিচালিত এই ছবির নাম 'রেনবো' ৷ এই হাত ধরেই পরিচালনায় পা রাখতে চলেছেন তিনি ৷

যদিও ছবিটি এই মুহূর্তে হিন্দিতে মুক্তি পাচ্ছে না ৷ তামিল এবং তেলুগু, এই দুই ভাষাতেই আপাতত মুক্তি পেতে চলেছে রশ্মিকার এই নতুন প্রজেক্ট ৷ পোস্টার দেখেই বোঝা যায় রোম্যান্টিক কোনও গল্প তুলে ধরবে এই ছবি ৷ 'রেনবো' ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন কেএম ভাস্করণ ৷ ছবির সুরের দায়িত্ব সামলাচ্ছেন জাস্টিন প্রভাকরণ ৷

  • #Rainbow ..🌈
    The different colours of life.

    This is extremely special to me.. 🥹
    I hope I have all of your blessings and love.. ❤️❤️
    And I really hope and pray that this becomes your next favourite characters of mine.. ❤️❤️😙🌻 https://t.co/2Om3ZSAxvv

    — Rashmika Mandanna (@iamRashmika) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের অন্নপূর্ণা গ্লাস হাউসে সোমবার ছিল ছবির কাজ শুরুর আগের 'পূজা পর্ব' ৷ এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন আল্লু অরবিন্দ, সুরেশ বাবু, অমলা আক্কিনেনি, সুপ্রিয়া, ভেঙ্কি কুদুমুলা-সহ আরও অনেকেই ৷ দেব মোহন এবং রশ্মিকার জন্য় প্রথম ক্ল্যাপ করেন অমলা ৷ বিশেষ মহরৎ-এর জন্য অভিনেত্রী রশ্মিকা মন্দানা এদিন বেছে নিয়েছিলেন গোলাপি স্য়ুট ৷ অন্য়দিকে দেব মোহনের পরণে ছিল হলুদ কুর্তা ৷

ছবির প্রযোজকদের মতে, 'পুষ্পা: দ্য রাইজ', 'ভারিসু', 'ডিয়ার কমরেড' এবং 'ফেয়ারওয়েল'-এর মতো ছবির মাধ্য়মে সকলের মন জিতে নেওয়া রশ্মিকাকে আগামীতে দেখা যাবে একেবারে অন্যরকমের একটি নারী চরিত্রে ৷ নির্মাতাদের দাবি, দর্শকের জন্য় দারুণ একটি এন্টারটেইনার হতে চলেছে এই ছবি ৷ প্রজেক্টটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স ৷ ছবির শ্য়ুটিং শুরু হবে আগামী 7 এপ্রিল থেকে ৷ যদিও ছবিটি কবে পর্দায় আসতে চলেছে তা এখনও জানাননি নির্মাতারা ৷ এই ছবি ছাড়াও এখন 'পুষ্পা' ছবির দ্বিতীয়ভাগের কাজও রয়েছে রশ্মিকার হাতে ৷ ছবির এই পর্বের নাম 'পুষ্পা: দ্য রুল' ৷

আরও পড়ুন: অভিনেতাকে কোন ছবিতে কতটা ভালো লাগবে নির্ভর করে পরিচালকের উপর: রঞ্জিত মল্লিক

হায়দরাবাদ, 3 এপ্রিল: 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা মন্দানাকে এতদিন মোহময়ী নায়িকা হিসাবেই বেশি চিনেছেন দেশব্যাপী অনুরাগীরা ৷ 'গুডবাই' ছবিতে যদিও একটু অন্য ধরনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ৷ তবে এবার তাঁকে দেখা যাবে শক্তিশালী একটি নারী চরিত্রে ৷ সোমাবার মুক্তি পেল তাঁর সেই নতুন ছবির পোস্টার ৷ সান্তারুবান পরিচালিত এই ছবির নাম 'রেনবো' ৷ এই হাত ধরেই পরিচালনায় পা রাখতে চলেছেন তিনি ৷

যদিও ছবিটি এই মুহূর্তে হিন্দিতে মুক্তি পাচ্ছে না ৷ তামিল এবং তেলুগু, এই দুই ভাষাতেই আপাতত মুক্তি পেতে চলেছে রশ্মিকার এই নতুন প্রজেক্ট ৷ পোস্টার দেখেই বোঝা যায় রোম্যান্টিক কোনও গল্প তুলে ধরবে এই ছবি ৷ 'রেনবো' ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন কেএম ভাস্করণ ৷ ছবির সুরের দায়িত্ব সামলাচ্ছেন জাস্টিন প্রভাকরণ ৷

  • #Rainbow ..🌈
    The different colours of life.

    This is extremely special to me.. 🥹
    I hope I have all of your blessings and love.. ❤️❤️
    And I really hope and pray that this becomes your next favourite characters of mine.. ❤️❤️😙🌻 https://t.co/2Om3ZSAxvv

    — Rashmika Mandanna (@iamRashmika) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের অন্নপূর্ণা গ্লাস হাউসে সোমবার ছিল ছবির কাজ শুরুর আগের 'পূজা পর্ব' ৷ এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন আল্লু অরবিন্দ, সুরেশ বাবু, অমলা আক্কিনেনি, সুপ্রিয়া, ভেঙ্কি কুদুমুলা-সহ আরও অনেকেই ৷ দেব মোহন এবং রশ্মিকার জন্য় প্রথম ক্ল্যাপ করেন অমলা ৷ বিশেষ মহরৎ-এর জন্য অভিনেত্রী রশ্মিকা মন্দানা এদিন বেছে নিয়েছিলেন গোলাপি স্য়ুট ৷ অন্য়দিকে দেব মোহনের পরণে ছিল হলুদ কুর্তা ৷

ছবির প্রযোজকদের মতে, 'পুষ্পা: দ্য রাইজ', 'ভারিসু', 'ডিয়ার কমরেড' এবং 'ফেয়ারওয়েল'-এর মতো ছবির মাধ্য়মে সকলের মন জিতে নেওয়া রশ্মিকাকে আগামীতে দেখা যাবে একেবারে অন্যরকমের একটি নারী চরিত্রে ৷ নির্মাতাদের দাবি, দর্শকের জন্য় দারুণ একটি এন্টারটেইনার হতে চলেছে এই ছবি ৷ প্রজেক্টটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স ৷ ছবির শ্য়ুটিং শুরু হবে আগামী 7 এপ্রিল থেকে ৷ যদিও ছবিটি কবে পর্দায় আসতে চলেছে তা এখনও জানাননি নির্মাতারা ৷ এই ছবি ছাড়াও এখন 'পুষ্পা' ছবির দ্বিতীয়ভাগের কাজও রয়েছে রশ্মিকার হাতে ৷ ছবির এই পর্বের নাম 'পুষ্পা: দ্য রুল' ৷

আরও পড়ুন: অভিনেতাকে কোন ছবিতে কতটা ভালো লাগবে নির্ভর করে পরিচালকের উপর: রঞ্জিত মল্লিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.