ETV Bharat / entertainment

Rashmika on Fake Video: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা - deepfake

বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর মতে, এটা সকলের জন্য় সমান ভয়ংকর ৷ বিশেষত, এখন তিনি জনপ্রিয় অভিনেত্রী ৷ তাই সকলকে তিনি পাশে পেয়েছেন ৷ কিন্তু স্কুলে বা কলেজে পড়ার সময় এই ঘটনা ঘটলে কীভাবে মোকাবিলা করতেন তিনি ভাবতেই তাঁর আতঙ্ক হচ্ছে ৷

Rashmika on Fake Video
ডিপ ফেক ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 3:58 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে নায়ক-নায়িকাদের অবতার তৈরি আজকের দিনে কোনও বড় বিষয় নয় ৷ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকাদের নিয়েও তৈরি হয়েছে নানান 'ডিপফেক' ভিডিয়ো ৷ 'ডিপফেক' বিষয়টি কী? সহজ ভাষায় বলতে গেলে এই ধরনের ভিডিয়োতে প্রযুক্তির ব্যবহার করে একজনের মুখের ওপর অন্য কারও মুখ বসিয়ে দেওয়া হয় ৷ ভিডিয়ো দেখে কিন্তু বোঝার উপায় নেই ইনি আসল নাকি নকল ৷ সম্প্রতি ঠিক এই ধরনের সাইবার ক্রাইমেরই শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর একটি আপত্তিকর 'ডিপফেক ভিডিয়ো' সম্প্রতি ভাইরাল হয় সোশালে ৷ ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রীর শরীরের অনেকটাই অনাবৃত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সোশালে ভিডিয়োটির ভিউ দাঁড়িয়েছে কয়েক মিলিয়ন ৷ সোমবার এই ঘটনা নিয়ে সরব হলেন অভিনেত্রী ৷

টুইটারে এই ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, "সম্প্রতি আমার একটি ডিপফেক ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়েছে ৷ এমন ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে ভেবেই আমি অত্যন্ত ব্যথিত ৷ সত্যি বলতে এটা শুধু আমার জন্য ভীষণ ভয়ংকর তা নয় ৷ প্রযুক্তির অপব্যবহারের কারণে যে বিরাট ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে তা আমাদের প্রত্যেকের জন্যই সমান ভয়ংকর ৷"

  • I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.

    Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…

    — Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, এখন তাঁর জনপ্রিয়তা রয়েছে ৷ সকলেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন ৷ কিন্তু কলেজে বা স্কুলে পড়ার সময় যদি এটা ঘটত ৷ কীভাবে এর মোকাবিলা করতেন তা তাঁর কাছে কল্পনাতীত ৷ তিনি লেখেন, "পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা অনেকেই আমায় সমর্থন করেছেন, সুরাক্ষার জন্য় মুখ খুলেছেন ৷ একজন অভিনেত্রী হিসাবে আমি কৃতজ্ঞ ৷ কিন্তু আমি যদি স্কুল বা কলেজে পড়তাম আর তখন আমার সঙ্গে এমন কিছু ঘটত জানিনা কীভাবে বিষয়টার মোকাবিলা করতাম ৷ সেটা তো আমি কল্পনাই করতে পারছি না ৷"

আরও পড়ুন: ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ভাইরাল ভিডিয়োয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও ৷ তিনি অভিনেত্রীকে আইনি পথ গ্রহণের পরামর্শও দিয়েছেন ৷ বিগ বি এই ঘটনা নিয়ে লেখেন, "এটা নিয়ে এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত ৷" সর্বপ্রথম এই ভিডিয়োটি নিয়ে প্রতিবাদে সরব হন একজন সাংবাদিক তিনি প্রমাণ করে দেন ভিডিয়োটি আসলে জারা প্যাটেল নামের এক মহিলার ৷ প্রযুক্তির সাহায্যে জারার মুখের বদলে অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয় ৷

হায়দরাবাদ, 6 নভেম্বর: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে নায়ক-নায়িকাদের অবতার তৈরি আজকের দিনে কোনও বড় বিষয় নয় ৷ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকাদের নিয়েও তৈরি হয়েছে নানান 'ডিপফেক' ভিডিয়ো ৷ 'ডিপফেক' বিষয়টি কী? সহজ ভাষায় বলতে গেলে এই ধরনের ভিডিয়োতে প্রযুক্তির ব্যবহার করে একজনের মুখের ওপর অন্য কারও মুখ বসিয়ে দেওয়া হয় ৷ ভিডিয়ো দেখে কিন্তু বোঝার উপায় নেই ইনি আসল নাকি নকল ৷ সম্প্রতি ঠিক এই ধরনের সাইবার ক্রাইমেরই শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর একটি আপত্তিকর 'ডিপফেক ভিডিয়ো' সম্প্রতি ভাইরাল হয় সোশালে ৷ ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রীর শরীরের অনেকটাই অনাবৃত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সোশালে ভিডিয়োটির ভিউ দাঁড়িয়েছে কয়েক মিলিয়ন ৷ সোমবার এই ঘটনা নিয়ে সরব হলেন অভিনেত্রী ৷

টুইটারে এই ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, "সম্প্রতি আমার একটি ডিপফেক ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়েছে ৷ এমন ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে ভেবেই আমি অত্যন্ত ব্যথিত ৷ সত্যি বলতে এটা শুধু আমার জন্য ভীষণ ভয়ংকর তা নয় ৷ প্রযুক্তির অপব্যবহারের কারণে যে বিরাট ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে তা আমাদের প্রত্যেকের জন্যই সমান ভয়ংকর ৷"

  • I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.

    Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…

    — Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, এখন তাঁর জনপ্রিয়তা রয়েছে ৷ সকলেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন ৷ কিন্তু কলেজে বা স্কুলে পড়ার সময় যদি এটা ঘটত ৷ কীভাবে এর মোকাবিলা করতেন তা তাঁর কাছে কল্পনাতীত ৷ তিনি লেখেন, "পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা অনেকেই আমায় সমর্থন করেছেন, সুরাক্ষার জন্য় মুখ খুলেছেন ৷ একজন অভিনেত্রী হিসাবে আমি কৃতজ্ঞ ৷ কিন্তু আমি যদি স্কুল বা কলেজে পড়তাম আর তখন আমার সঙ্গে এমন কিছু ঘটত জানিনা কীভাবে বিষয়টার মোকাবিলা করতাম ৷ সেটা তো আমি কল্পনাই করতে পারছি না ৷"

আরও পড়ুন: ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ভাইরাল ভিডিয়োয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও ৷ তিনি অভিনেত্রীকে আইনি পথ গ্রহণের পরামর্শও দিয়েছেন ৷ বিগ বি এই ঘটনা নিয়ে লেখেন, "এটা নিয়ে এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত ৷" সর্বপ্রথম এই ভিডিয়োটি নিয়ে প্রতিবাদে সরব হন একজন সাংবাদিক তিনি প্রমাণ করে দেন ভিডিয়োটি আসলে জারা প্যাটেল নামের এক মহিলার ৷ প্রযুক্তির সাহায্যে জারার মুখের বদলে অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.