হায়দরাবাদ, 23 জুন: কয়েকদিন ধরেই ম্যানেজারকে নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, 80 লক্ষ টাকা প্রতারণার ঘটনা সামনে আসার পর তাঁর ম্যানেজারকে বরখাস্ত করেছেন অভিনেত্রী ৷ অবশেষে এই পুরো ঘটনা নিয়ে একটি সরকারি বিবৃতি জারি করলেন রশ্মিকা এবং তাঁর ম্য়ানেজার ৷ তাঁরা জানিয়েছেন, কোনও পারস্পরিক দ্বন্দ্ব নেই ৷
এই বিবৃতিতে তাঁরা আরও জানান, "আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই। আমারা সৌহার্দ্য় বজায় রেখেই একে অপরের থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের মধ্য়ে এই বিচ্ছেদ কেন তা নিয়ে প্রচুর গুজব রটেছে ৷ যার কোনও সত্যতা নেই ৷ আমরা পুরোপুরি পেশাদার ৷ আর এখন থেকে স্বাধীনভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" বৃহস্পতিবার রাতের দিকে প্রকাশ্যে আসে এই বিবৃতি।
-
Actress #RashmikaMandanna & her Manager released an official statement about ongoing rumours.They parted ways on a peaceful note. @IamRashmika pic.twitter.com/oBz0UzMEoa
— Ramesh Bala (@rameshlaus) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Actress #RashmikaMandanna & her Manager released an official statement about ongoing rumours.They parted ways on a peaceful note. @IamRashmika pic.twitter.com/oBz0UzMEoa
— Ramesh Bala (@rameshlaus) June 22, 2023Actress #RashmikaMandanna & her Manager released an official statement about ongoing rumours.They parted ways on a peaceful note. @IamRashmika pic.twitter.com/oBz0UzMEoa
— Ramesh Bala (@rameshlaus) June 22, 2023
সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রশ্মিকার সঙ্গে 80 লক্ষ টাকা প্রতারণা করেছেন তাঁর ম্যানেজার । কিন্তু এই বিষয় নিয়ে বেশি জল ঘোলা হোক তা তিনি চান না তাই ওই ম্য়ানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ৷ এই খবরে যো যে কোনও সত্য়তা নেই তা আজ সকলের সামনে জানিয়ে দিলেন নায়িকা ৷
আরও পড়ুন: 'বস 2' ছবির 6 বছরের জন্মদিনে আবেগেপ্রবণ জিৎ
নায়িকার আগামী কাজের কথা বলতে গেলে বলতেই হবে 'অ্যানিম্যাল' ছবির কথা ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ৷ ছবিতে রয়েছেন অনিল কাপুর এবং ববি দেওল। সিনেমাটি 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । এছাড়াও তাঁর হাতে রয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবির কাজও ৷ এই ছবির প্রথম পর্বের হাত ধরেই সারা ভারত জুড়ে বিখ্য়াত হয়ে ওঠে তাঁর নাম ৷