ETV Bharat / entertainment

Ranveer to Become SRK Neighbour: কিং খানের পড়শি হতে 119 কোটি খরচ করলেন রণবীর সিং! - Ranveer Singh Purchases Quadruplex for Rs 119 cr

কিং খানের প্রতিবেশী হতে মন্নতের পাশেই 119 কোটি খরচ করে বাড়ি কিনে ফেললেন রণবীর সিং (Ranveer Singh Purchases Quadruplex for Rs 119 cr)৷ সম্প্রতি এই নির্মীয়মাণ কোয়াড্রুপ্লেক্স বিল্ডিংটি কিনেছেন রণবীর এবং তাঁর বাবা জগজিৎ সুন্দর সিং ভাবনানির সংস্থা ও ফাইফ ও মিডিয়া ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ৷

Ranveer to Become SRK Neighbour
কিং খানের পড়শি হতে আকাশছোঁয়া দরে বাড়ি কিনলেন রণবীর সিং?
author img

By

Published : Jul 11, 2022, 11:18 AM IST

মুম্বই, 11 জুলাই: ইচ্ছে ছিল কিং খানের প্রতিবেশী হবেন । যেমন ভাবা তেমনই কাজ । বান্দ্রায় মন্নতের পাশেই বাড়ি কিনে ফেললেন রণবীর সিং ৷ খবর সেটা নয় । শাহরুখের পাশে থাকবেন বলে গাটের কত কড়ি খসালেন পর্দার বাজিরাও? খবর সেটাই । সূত্রের খবর, প্রায় 119 কোটি টাকা খরচ করে মন্নতের পাশেই একটি কোয়াড্রুপ্লেক্স বিল্ডিং কিনেছেন রণবীর সিং (Ranveer Singh Purchases Quadruplex for Rs 119 cr)। বাবা জগজিৎ সুন্দর সিং ভাবনানির সংস্থা ওহ ফাইফ ওহ মিডিয়া ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের নামেই রেজিস্টার হয়েছে রণবীরের নতুন ফ্ল্যাট ৷ গগনচুম্বী অট্টালিকা আর বলি সেলেবদের আবাসস্থল হিসাবেই পরিচিত বান্দ্রা ৷ সেখানেই বাসভবন শাহরুখেরও ৷ এবার তারই পড়শি হচ্ছেন রণবীরও ৷

জানা গিয়েছে, এই হাউজিংটির 16 থেকে 19 তলা অবধি কিনে নিয়েছেন দীপিকার বেটার হাফ ৷ কার্পেট এরিয়া প্রায় 11 হাজার 266 স্কোয়ার ফুট এবং সঙ্গে রয়েছে 1300 স্কোয়ার ফিটের একটি বিলাসবহুল ছাদও ৷ সূত্রের খবর, অ্যাপার্টমেন্টটি নির্মাণের কাজ চলছে ৷ এর আগে গতবছরই আলিবাগে একটি আলিশান বাংলো কিনেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷ যার দাম ছিল প্রায় 22 কোটি ৷

আরও পড়ুন: তাপসীর মিতালি হয়ে ওঠার নিষ্ঠা দেখে প্রশংসায় পঞ্চমুখ সৃজিত

রণবীর সিংকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জয়েশ ভাই জোরদার' ছবিতে ৷ আগামীতেও বেশ অনেকগুলি কাজ হাতে রয়েছে তাঁর ৷ 'সিম্বা' ছবির পর এবার ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাঁদের নতুন ছবি 'সার্কাস'-এ রণবীর ছাড়াও থাকছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে এবং বরুণ শর্মাও ৷ এই ছবিতে প্রথমবার দ্বৈতচরিত্রেও দেখা যাবে অভিনেতাকে ৷ এছাড়া আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবিতেও দেখা যাবে রণবীরকে ৷

মুম্বই, 11 জুলাই: ইচ্ছে ছিল কিং খানের প্রতিবেশী হবেন । যেমন ভাবা তেমনই কাজ । বান্দ্রায় মন্নতের পাশেই বাড়ি কিনে ফেললেন রণবীর সিং ৷ খবর সেটা নয় । শাহরুখের পাশে থাকবেন বলে গাটের কত কড়ি খসালেন পর্দার বাজিরাও? খবর সেটাই । সূত্রের খবর, প্রায় 119 কোটি টাকা খরচ করে মন্নতের পাশেই একটি কোয়াড্রুপ্লেক্স বিল্ডিং কিনেছেন রণবীর সিং (Ranveer Singh Purchases Quadruplex for Rs 119 cr)। বাবা জগজিৎ সুন্দর সিং ভাবনানির সংস্থা ওহ ফাইফ ওহ মিডিয়া ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের নামেই রেজিস্টার হয়েছে রণবীরের নতুন ফ্ল্যাট ৷ গগনচুম্বী অট্টালিকা আর বলি সেলেবদের আবাসস্থল হিসাবেই পরিচিত বান্দ্রা ৷ সেখানেই বাসভবন শাহরুখেরও ৷ এবার তারই পড়শি হচ্ছেন রণবীরও ৷

জানা গিয়েছে, এই হাউজিংটির 16 থেকে 19 তলা অবধি কিনে নিয়েছেন দীপিকার বেটার হাফ ৷ কার্পেট এরিয়া প্রায় 11 হাজার 266 স্কোয়ার ফুট এবং সঙ্গে রয়েছে 1300 স্কোয়ার ফিটের একটি বিলাসবহুল ছাদও ৷ সূত্রের খবর, অ্যাপার্টমেন্টটি নির্মাণের কাজ চলছে ৷ এর আগে গতবছরই আলিবাগে একটি আলিশান বাংলো কিনেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷ যার দাম ছিল প্রায় 22 কোটি ৷

আরও পড়ুন: তাপসীর মিতালি হয়ে ওঠার নিষ্ঠা দেখে প্রশংসায় পঞ্চমুখ সৃজিত

রণবীর সিংকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জয়েশ ভাই জোরদার' ছবিতে ৷ আগামীতেও বেশ অনেকগুলি কাজ হাতে রয়েছে তাঁর ৷ 'সিম্বা' ছবির পর এবার ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ তাঁদের নতুন ছবি 'সার্কাস'-এ রণবীর ছাড়াও থাকছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে এবং বরুণ শর্মাও ৷ এই ছবিতে প্রথমবার দ্বৈতচরিত্রেও দেখা যাবে অভিনেতাকে ৷ এছাড়া আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবিতেও দেখা যাবে রণবীরকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.