মুম্বই, 8 জানুয়ারি: 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু ৷' এই কথা বলেই ভারতীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য এক্সপ্লোর করার ক্ষেত্রে পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি ৷ তার দেখানো পথেই এবার হাঁটতে চলেছে রূপোলি পর্দার তারকারা ৷ ইতিমধ্যেই মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ ও মলদ্বীপের তিন মন্ত্রীর তা নিয়ে বিদ্রুপ মন্তব্য নিয়ে উত্তাল নেট দুনিয়া ৷ রবিবারই অক্ষয় কুমার থেকে সলমন খান, সকলেই দেশের সম্মানের কথা সামনে এনে প্রতিবাদে সরব হয়েছেন ৷ পাশাপাশি, অনেকেই মলদ্বীপ ভ্রমনের টিকিট বাতিল করেছেন ৷ এবার হ্যাশট্যাগ দিয়ে ভারতের কোস্টাল দ্বীপ বা এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস নিয়ে সোশাল মিডিয়ায় সরব বলিউড তারকারাও ৷
-
All these images and memes making me super FOMO now 😍
— Shraddha (@ShraddhaKapoor) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Lakshadweep has such pristine beaches and coastlines, thriving local culture, I’m on the verge of booking an impulse chhutti ❤️
This year, why not #ExploreIndianIslands pic.twitter.com/fTWmZTycpO
">All these images and memes making me super FOMO now 😍
— Shraddha (@ShraddhaKapoor) January 7, 2024
Lakshadweep has such pristine beaches and coastlines, thriving local culture, I’m on the verge of booking an impulse chhutti ❤️
This year, why not #ExploreIndianIslands pic.twitter.com/fTWmZTycpOAll these images and memes making me super FOMO now 😍
— Shraddha (@ShraddhaKapoor) January 7, 2024
Lakshadweep has such pristine beaches and coastlines, thriving local culture, I’m on the verge of booking an impulse chhutti ❤️
This year, why not #ExploreIndianIslands pic.twitter.com/fTWmZTycpO
সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অভিনেত্রী শিল্পা শেট্টি লেখেন, "আমার ভ্রমণ তালিকায় প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে ভরা লাক্ষাদ্বীপ সবসময় উপরে থাকে ৷ কাঁচের মতো স্বচ্ছ জল ও শান্ত উপকূল মন ভরিয়ে দেয় ৷ হ্যাশট্যাগ লাক্ষাদ্বীপ, হ্যাশট্যাগ বাকেট লিস্ট, হ্যাশট্যাগ এক্সপ্লোর ইন্ডিয়ান আইলন্যান্ডস, হ্যাশট্যাগ দেখো আপনা দেশ ৷" অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও লাক্ষাদ্বীপ ভ্রমণের ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "লাক্ষাদ্বীপের সুন্দর সুন্দর ছবি আমাকে এই জায়গায় বেড়াতে যেতে উদ্বুদ্ধ করছে ৷ লাক্ষাদ্বীপের এমন আদিম সমুদ্র সৈকত এবং উপকূলরেখা, স্থানীয় সংস্কৃতি, আমাকে খুব শীঘ্রই ছুটি কাটানোর জন্য টিকিট বুক করতে হবে ৷ তাই এই বছর, কেন #ExploreIndianIslands নয় ৷"
-
Lakshadweep's unparalleled beauty has earned a top spot on my Travel List! Crystal-clear waters and tranquil shores await, promising an unforgettable escape. #Lakshadweep #BucketList 🏝️✈️ #ExploreIndianIslands #DekhoApnaDesh pic.twitter.com/978JR9A0qE
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lakshadweep's unparalleled beauty has earned a top spot on my Travel List! Crystal-clear waters and tranquil shores await, promising an unforgettable escape. #Lakshadweep #BucketList 🏝️✈️ #ExploreIndianIslands #DekhoApnaDesh pic.twitter.com/978JR9A0qE
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) January 7, 2024Lakshadweep's unparalleled beauty has earned a top spot on my Travel List! Crystal-clear waters and tranquil shores await, promising an unforgettable escape. #Lakshadweep #BucketList 🏝️✈️ #ExploreIndianIslands #DekhoApnaDesh pic.twitter.com/978JR9A0qE
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) January 7, 2024
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সোশাল মিডিয়ায় লেখেন, "2024 সালে প্রকৃতির নানা অদেখা সুন্দর জিনিস এক্সপ্লোর করতে চাইলে আমাদের ঘরের সামনেই তা রয়েছে ৷ প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে লাক্ষাদ্বীপ ৷" অভিনেতা বরুণ ধাওয়ান এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে দেখে মনে হয়েছে আমি আমার দেশের অন্যতম একটা সুন্দর জায়গা মিস করে গিয়েছি ৷ এবার এই সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমিও ৷"
-
Wanna make 2024 all about travel and exploring the beautiful & scenic destinations closer to home. On top of my list is nature's paradise, the #Lakshwadeep islands. Heard so much about this wonderland that I just can't wait to be there!!! 🌊🌴🏖#ExploreIndianIslands pic.twitter.com/tVQlIlilH6
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wanna make 2024 all about travel and exploring the beautiful & scenic destinations closer to home. On top of my list is nature's paradise, the #Lakshwadeep islands. Heard so much about this wonderland that I just can't wait to be there!!! 🌊🌴🏖#ExploreIndianIslands pic.twitter.com/tVQlIlilH6
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) January 7, 2024Wanna make 2024 all about travel and exploring the beautiful & scenic destinations closer to home. On top of my list is nature's paradise, the #Lakshwadeep islands. Heard so much about this wonderland that I just can't wait to be there!!! 🌊🌴🏖#ExploreIndianIslands pic.twitter.com/tVQlIlilH6
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) January 7, 2024
টাইগার শ্রফ বলেন, "সমুদ্রের নীল জলে হারিয়ে যাওয়া ৷ লাক্ষাদ্বীপ দ্বীপ আমার মন কেড়ে নিয়েছে। সমৃদ্ধ সংস্কৃতি, শান্ত সমুদ্র সৈকত, স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা আমাকে আকৃষ্ট করেছে ৷ এখানে প্রকৃতি সৌন্দর্যের গুপ্তধন লুকিয়ে রেখেছে আমাদের জন্য ৷" অভিনেত্রী পূজা হেগড়েও লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনিও সকলকে লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ৷
-
Seeing our honourable prime minister @narendramodi sir at the beaches in Lakshadweep makes me realise Iv been missing out on our pristine beaches and water
— VarunDhawan (@Varun_dvn) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can’t wait to book my next holiday #ExploreIndianIslands pic.twitter.com/DRXP7ZLMBd
">Seeing our honourable prime minister @narendramodi sir at the beaches in Lakshadweep makes me realise Iv been missing out on our pristine beaches and water
— VarunDhawan (@Varun_dvn) January 7, 2024
Can’t wait to book my next holiday #ExploreIndianIslands pic.twitter.com/DRXP7ZLMBdSeeing our honourable prime minister @narendramodi sir at the beaches in Lakshadweep makes me realise Iv been missing out on our pristine beaches and water
— VarunDhawan (@Varun_dvn) January 7, 2024
Can’t wait to book my next holiday #ExploreIndianIslands pic.twitter.com/DRXP7ZLMBd
গতকালই অক্ষয় কুমার, সলমন খান, জন আব্রাহাম ভারতীয় দ্বীপের সৌন্দ্রয নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ মলদ্বীপের তিন মন্ত্রী মারিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজুম মাজিদ মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে অপমান করায় সাসপেন্ড করে সেদেশের সরকার ৷ 2 জানুয়ারি প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ ভ্রমণে যান ৷ সেখানকার একাধিক ছবি তিনি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ তারপর তিনি লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে বলেন, "যাঁরা অ্যাডভেঞ্চার প্রিয়, তাঁরা তালিকায় লাক্ষাদ্বীপ রাখতে পারেন ৷" পাশাপাশি তিনি লাক্ষাদ্বীপের আগত্তিতে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন ৷ জানান, এলাকার উন্নতিকল্পে 1 হাজার 150 কোটি টাকা খরচ করা হবে এখানে ৷
-
With the amazing Indian hospitality, the idea of “Atithi Devo Bhava” and a vast marine life to explore. Lakshwadeep is the place to go.#exploreindianislands pic.twitter.com/CA1d9r0QZ5
— John Abraham (@TheJohnAbraham) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With the amazing Indian hospitality, the idea of “Atithi Devo Bhava” and a vast marine life to explore. Lakshwadeep is the place to go.#exploreindianislands pic.twitter.com/CA1d9r0QZ5
— John Abraham (@TheJohnAbraham) January 7, 2024With the amazing Indian hospitality, the idea of “Atithi Devo Bhava” and a vast marine life to explore. Lakshwadeep is the place to go.#exploreindianislands pic.twitter.com/CA1d9r0QZ5
— John Abraham (@TheJohnAbraham) January 7, 2024
আরও পড়ুন:
1. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমান টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা
2. 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গ্লোডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে
3. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মলদ্বীপের তিন মন্ত্রীর