চন্ডীগড়, 30 মে : মাত্র একদিন আগেই কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল আপ সরকার ৷ আর তারপরেই রবিবার তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গায়ক সিধু মুসওয়ালার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বি টাউন সেলেবরাও ৷ শোক ব্যক্ত করেছেন রণবীর সিং, ভূমি পেডনেকর, সারা আলি খান, বরুণ ধাওয়ান সকলেই (Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu )৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন,"চির শান্তিতে থাকুন ৷ আপনার শব্দ এবং সুর বেঁচে থাকবে ৷ সত্যি বিশ্বাস করতে পারছি না ৷"
রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মনসা জেলার জোয়াহারকে গ্রামে গুলি চালান হয় তাঁর ওপর ৷ 28 বছর বয়সি এই জনপ্রিয় গায়ক বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেন ৷ এই ঘটনায় শোকব্যক্ত করেছেন অভিনেত্রী সারা আলি খানও ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "চির শান্তিতে থাকুন ৷ এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় গভীরভাবে ব্যথিত ৷ আপনার স্মরণীয় সঙ্গীত বেঁচে থাকবে ৷"
-
Bro @iSidhuMooseWala you’ve gone way too soon. People will always remember your name, fame, the respect you earned and all your hit records. You made those and they will never be forgotten. Both me and your fans will miss your hit line #Dildanimadasidhumussewala.. pic.twitter.com/fhgWwiIbhc
— King Mika Singh (@MikaSingh) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bro @iSidhuMooseWala you’ve gone way too soon. People will always remember your name, fame, the respect you earned and all your hit records. You made those and they will never be forgotten. Both me and your fans will miss your hit line #Dildanimadasidhumussewala.. pic.twitter.com/fhgWwiIbhc
— King Mika Singh (@MikaSingh) May 29, 2022Bro @iSidhuMooseWala you’ve gone way too soon. People will always remember your name, fame, the respect you earned and all your hit records. You made those and they will never be forgotten. Both me and your fans will miss your hit line #Dildanimadasidhumussewala.. pic.twitter.com/fhgWwiIbhc
— King Mika Singh (@MikaSingh) May 29, 2022
আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার করতেই খুন পঞ্জাবের গায়ক-কংগ্রেস নেতা
রণবীর সিংও একটি ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় গায়কের ৷ সেই সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ইমোজি শেয়ার করে সিধুরই একটি গানের লাইন তুলে দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "দিল দা নি মারা"৷ অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'চির শান্তিতে থাকুন সিধু মুসেওয়ালা ৷' ঘটনায় শোক ব্য়াক্ত করেছেন অজয় দেবগণও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরেক জনপ্রিয় গায়ক মিকা সিংও শোক ব্যক্ত করেছেন ৷ তিনি লেখেন, "আপনি খুব তাড়াতাড়ি চলে গেলেন ভাই সিধু । মানুষ সর্বদা আপনার নাম, খ্যাতি, আপনার অর্জিত সম্মান এবং আপনার সমস্ত হিট রেকর্ডকে মনে রাখবে...আমি এবং আপনার অনুরাগীরা আপনার হিট লাইনগুলি মিস করব ৷" জানা গিয়েছে কানাডার অন্যতম গ্যাংস্টার গোল্ডি বারার এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ৷
-
Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B
— Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B
— Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B
— Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022