ETV Bharat / entertainment

Tragic Death of Sidhu Moose Wala : সিধুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকজ্ঞাপন রণবীর, ভূমি, মিকাদের - Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu

কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বি টাউন সেলেবরাও ৷ শোক ব্যক্ত করেছেন রণবীর সিং, ভূমি পেডনেকর, সারা আলি খান, বরুণ ধাওয়ান সকলেই (Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu )৷

Ranveer Varun Bhumi Sara on Sidhu
সিধুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকজ্ঞাপন রণবীর, ভূমি, মিকাদের
author img

By

Published : May 30, 2022, 10:24 AM IST

চন্ডীগড়, 30 মে : মাত্র একদিন আগেই কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল আপ সরকার ৷ আর তারপরেই রবিবার তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গায়ক সিধু মুসওয়ালার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বি টাউন সেলেবরাও ৷ শোক ব্যক্ত করেছেন রণবীর সিং, ভূমি পেডনেকর, সারা আলি খান, বরুণ ধাওয়ান সকলেই (Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu )৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন,"চির শান্তিতে থাকুন ৷ আপনার শব্দ এবং সুর বেঁচে থাকবে ৷ সত্যি বিশ্বাস করতে পারছি না ৷"

Ranveer Varun Bhumi Sara on Sidhu
অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'চির শান্তিতে থাকুন সিধু মুসেওয়ালা ৷'

রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মনসা জেলার জোয়াহারকে গ্রামে গুলি চালান হয় তাঁর ওপর ৷ 28 বছর বয়সি এই জনপ্রিয় গায়ক বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেন ৷ এই ঘটনায় শোকব্যক্ত করেছেন অভিনেত্রী সারা আলি খানও ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "চির শান্তিতে থাকুন ৷ এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় গভীরভাবে ব্যথিত ৷ আপনার স্মরণীয় সঙ্গীত বেঁচে থাকবে ৷"

আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার করতেই খুন পঞ্জাবের গায়ক-কংগ্রেস নেতা

রণবীর সিংও একটি ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় গায়কের ৷ সেই সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ইমোজি শেয়ার করে সিধুরই একটি গানের লাইন তুলে দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "দিল দা নি মারা"৷ অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'চির শান্তিতে থাকুন সিধু মুসেওয়ালা ৷' ঘটনায় শোক ব্য়াক্ত করেছেন অজয় দেবগণও ৷

আরেক জনপ্রিয় গায়ক মিকা সিংও শোক ব্যক্ত করেছেন ৷ তিনি লেখেন, "আপনি খুব তাড়াতাড়ি চলে গেলেন ভাই সিধু । মানুষ সর্বদা আপনার নাম, খ্যাতি, আপনার অর্জিত সম্মান এবং আপনার সমস্ত হিট রেকর্ডকে মনে রাখবে...আমি এবং আপনার অনুরাগীরা আপনার হিট লাইনগুলি মিস করব ৷" জানা গিয়েছে কানাডার অন্যতম গ্যাংস্টার গোল্ডি বারার এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ৷

  • Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B

    — Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্ডীগড়, 30 মে : মাত্র একদিন আগেই কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল আপ সরকার ৷ আর তারপরেই রবিবার তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গায়ক সিধু মুসওয়ালার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বি টাউন সেলেবরাও ৷ শোক ব্যক্ত করেছেন রণবীর সিং, ভূমি পেডনেকর, সারা আলি খান, বরুণ ধাওয়ান সকলেই (Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu )৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন,"চির শান্তিতে থাকুন ৷ আপনার শব্দ এবং সুর বেঁচে থাকবে ৷ সত্যি বিশ্বাস করতে পারছি না ৷"

Ranveer Varun Bhumi Sara on Sidhu
অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'চির শান্তিতে থাকুন সিধু মুসেওয়ালা ৷'

রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মনসা জেলার জোয়াহারকে গ্রামে গুলি চালান হয় তাঁর ওপর ৷ 28 বছর বয়সি এই জনপ্রিয় গায়ক বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেন ৷ এই ঘটনায় শোকব্যক্ত করেছেন অভিনেত্রী সারা আলি খানও ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "চির শান্তিতে থাকুন ৷ এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় গভীরভাবে ব্যথিত ৷ আপনার স্মরণীয় সঙ্গীত বেঁচে থাকবে ৷"

আরও পড়ুন : নিরাপত্তা প্রত্যাহার করতেই খুন পঞ্জাবের গায়ক-কংগ্রেস নেতা

রণবীর সিংও একটি ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় গায়কের ৷ সেই সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ইমোজি শেয়ার করে সিধুরই একটি গানের লাইন তুলে দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "দিল দা নি মারা"৷ অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'চির শান্তিতে থাকুন সিধু মুসেওয়ালা ৷' ঘটনায় শোক ব্য়াক্ত করেছেন অজয় দেবগণও ৷

আরেক জনপ্রিয় গায়ক মিকা সিংও শোক ব্যক্ত করেছেন ৷ তিনি লেখেন, "আপনি খুব তাড়াতাড়ি চলে গেলেন ভাই সিধু । মানুষ সর্বদা আপনার নাম, খ্যাতি, আপনার অর্জিত সম্মান এবং আপনার সমস্ত হিট রেকর্ডকে মনে রাখবে...আমি এবং আপনার অনুরাগীরা আপনার হিট লাইনগুলি মিস করব ৷" জানা গিয়েছে কানাডার অন্যতম গ্যাংস্টার গোল্ডি বারার এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ৷

  • Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B

    — Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.