কলকাতা, 13 ডিসেম্বর: অনেকদিন পর টেলিভিশনের পর্দায় সঞ্চালনায় ফিরেছিলেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী । এক জনপ্রিয় বিনোদন চ্যানেলের রান্নার শো 'রান্নাঘরের গপ্পো'র সঞ্চালিকা তিনি। নানা জেলার ও রাজ্যের তথা দেশের রকমারি রান্না নিয়ে হাজির হন অভিনেত্রী । হারিয়ে যাওয়া রান্নার খোঁজ দেওয়াই এই শো-র ইউএসপি (Rannagharer gappo Will Cross 50 Episodes) ।
হারিয়ে যাওয়া রান্না, হারিয়ে যাওয়া বাসন পত্র, মশলাপাতি সব নিয়েই এই শোয়ের বিপুল আয়োজন । দেখতে দেখতে আজ 50 পর্ব পার করতে চলেছে এই শো । আজ কোন পদ রান্না হবে সেখানে? জানা গেল বাংলাদেশের যশোর জেলার বিখ্যাত পদ দুধ মৌরির পার্শে রসা রান্না হবে আজ সুদীপ্তার হেঁশেলে (Sudipta Chakraborty Rannagharer gappo 50 Episodes ) । এই পদ রান্না করা তো দূর অস্ত অনেকে এর নামও শোনেননি হয়ত । এহেন একটি পদই আজকের হাফ সেঞ্চুরি পর্বে শিখবে দর্শক। শুধু রান্না শেখাই নয় এর ভিতরে লুকিয়ে থাকা অনেক গল্পও আসবে সামনে। তার জন্য দেখতে হবে আজকের পর্ব (Rannagharer gappo 50 Episodes)।
এই নতুন জার্নি শুরু করার পরেই অভিনেত্রী জানিয়েছিলেন যে, তাঁর সেদ্ধ খাবারদাবার ভাল লাগলেও রকমারি রান্না শিখতে তাঁর ভালই লাগে। সুদীপ্তার মতে টেলিভিশনে এই ধরণের সঞ্চালনার কাজ করতে পেরে তিনি খুব খুশি ৷ তিনিও এই ধরনের শো আরও করতে চান, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী ৷ আর সেই ভালোলাগার পথ বেয়েই আজ পঞ্চাশ পর্ব পার করে ফেলবেন তিনি। বিকেল 5টায় তাই চোখ রাখুন টিভির পর্দায়।
আরও পড়ুন: 'আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে...', হালকা সবুজ ব্লাউজ স্কার্টে মন ভোলালেন মিমি