ETV Bharat / entertainment

Rani on Her Miscarriage: মিসেস চ্যাটার্জির আগেই মিসক্যারেজের যন্ত্রণা, ছবি প্রচারে এগুলো ব্যবহার করিনি : রানি - Rani Mukerji at IFFM 2023

দ্বিতীয় সন্তান গর্ভপাতের মাত্র দশদিন পরেই এসেছিল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির অফার ৷ তবে প্রচারের জন্য় সেই ঘটনাকে ব্যবহার করেননি রানি ৷

Pic Anirban Bhattacharya Instagram
গর্ভপাতের মাত্র দশদিন পরেই মিসেস চ্যাটার্জির ডাক পান রানি
author img

By

Published : Aug 12, 2023, 6:17 AM IST

Updated : Aug 12, 2023, 8:36 AM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: পর্দায় সম্প্রতি মায়ের ভূমিকায় দুরন্ত অভিনয় করা রানি মুখোপাধ্যায় এবার সামনে আনলেন তাঁর জীবনের এক দুর্বিসহ অভিজ্ঞতার কথা ৷ দ্বিতীয়বার মা হওয়ার সময় মিসক্যারেজ বা গর্ভপাত হয় তাঁর ৷ সেই দিনের কথাই তুলে ধরলেন নায়িকা ৷ সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, তাঁর গর্ভাবস্থার তখন পাঁচ মাস চলেছে ৷ চারিদিকে করোনার প্রকোপ ৷ সেসময় এই পরিস্থিতির শিকার হন নায়িকা ৷

চাইলেই তাঁর এই অভিজ্ঞতা তাঁর 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ছবির প্রচারে ব্যবহার করতে পারতেন নায়িকা ৷ মায়ের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই নিয়েই তৈরি হয়েছে এই কাহিনি ৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনকে ছবির প্রচারের জন্য় ব্যবহার করতে চাননি নায়িকা ৷ আর সেই কারণেই বাইরে এই নিয়ে কোনও আলোচনা করেন করেননি তিনি ৷

তিনি বলেন, "এই প্রথমবার আমি এই কথা সামনে আনছি কারণ আজকের এই জগতে একজনের জীবনের প্রতিটি দিককে খোলামেলা ভাবে ছবির প্রচারের জন্য ব্যবহার করা হয় ৷ সেই কারণেই ছবির প্রচারের সময় আমি এই ঘটনা নিয়ে মুখ খুলিনি ৷ কারণ তাতে অনেকেই ভুল বুঝত (ভাবত রানি এইসবই করছে প্রচারের জন্য) ৷"

আরও পড়ুন:কর্মীদের ইএসআই পেমেন্ট জমা না দেওয়ায় জয়াপ্রদাকে কারাবাসের নির্দেশ আদালতের

রানি জানিয়েছেন তাঁর গর্ভপাতের মাত্র 10 দিন পর তিনি প্রযোজক নিখিল আদবানির কাছে থেকে ফোন পান ৷ তিনিই তাঁকে 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ছবির অফার দেন ৷ সেই স্মৃতি মনে রেখে তিনি বলেন, "আমার সন্তানকে হারানোর ঠিক দশ দিন বাদে নিখিল আমায় ফোন করেন ৷ উনি আমায় গল্পটা বলেন আর আমি প্রায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই ৷ এই ছবির আবেগটা বোঝার জন্য় আমার সন্তান হারানোর দরকার ছিল তা নিশ্চই নয় ৷ কিন্তু কখনও কখনও আপনার কাছে এমন ছবির কাজও চলে আসে যার সঙ্গে আপনি ব্যক্তিগত বন্ধন অনুভব করেন ৷" রানি মুখোপাধ্যায়ের বিয়ে হয় প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ৷ বর্তমানে তাঁদের আট বছরের একটি কন্যাও রয়েছে ৷ তার নাম আদিরা ৷

হায়দরাবাদ, 11 অগস্ট: পর্দায় সম্প্রতি মায়ের ভূমিকায় দুরন্ত অভিনয় করা রানি মুখোপাধ্যায় এবার সামনে আনলেন তাঁর জীবনের এক দুর্বিসহ অভিজ্ঞতার কথা ৷ দ্বিতীয়বার মা হওয়ার সময় মিসক্যারেজ বা গর্ভপাত হয় তাঁর ৷ সেই দিনের কথাই তুলে ধরলেন নায়িকা ৷ সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, তাঁর গর্ভাবস্থার তখন পাঁচ মাস চলেছে ৷ চারিদিকে করোনার প্রকোপ ৷ সেসময় এই পরিস্থিতির শিকার হন নায়িকা ৷

চাইলেই তাঁর এই অভিজ্ঞতা তাঁর 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ছবির প্রচারে ব্যবহার করতে পারতেন নায়িকা ৷ মায়ের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই নিয়েই তৈরি হয়েছে এই কাহিনি ৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনকে ছবির প্রচারের জন্য় ব্যবহার করতে চাননি নায়িকা ৷ আর সেই কারণেই বাইরে এই নিয়ে কোনও আলোচনা করেন করেননি তিনি ৷

তিনি বলেন, "এই প্রথমবার আমি এই কথা সামনে আনছি কারণ আজকের এই জগতে একজনের জীবনের প্রতিটি দিককে খোলামেলা ভাবে ছবির প্রচারের জন্য ব্যবহার করা হয় ৷ সেই কারণেই ছবির প্রচারের সময় আমি এই ঘটনা নিয়ে মুখ খুলিনি ৷ কারণ তাতে অনেকেই ভুল বুঝত (ভাবত রানি এইসবই করছে প্রচারের জন্য) ৷"

আরও পড়ুন:কর্মীদের ইএসআই পেমেন্ট জমা না দেওয়ায় জয়াপ্রদাকে কারাবাসের নির্দেশ আদালতের

রানি জানিয়েছেন তাঁর গর্ভপাতের মাত্র 10 দিন পর তিনি প্রযোজক নিখিল আদবানির কাছে থেকে ফোন পান ৷ তিনিই তাঁকে 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' ছবির অফার দেন ৷ সেই স্মৃতি মনে রেখে তিনি বলেন, "আমার সন্তানকে হারানোর ঠিক দশ দিন বাদে নিখিল আমায় ফোন করেন ৷ উনি আমায় গল্পটা বলেন আর আমি প্রায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই ৷ এই ছবির আবেগটা বোঝার জন্য় আমার সন্তান হারানোর দরকার ছিল তা নিশ্চই নয় ৷ কিন্তু কখনও কখনও আপনার কাছে এমন ছবির কাজও চলে আসে যার সঙ্গে আপনি ব্যক্তিগত বন্ধন অনুভব করেন ৷" রানি মুখোপাধ্যায়ের বিয়ে হয় প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ৷ বর্তমানে তাঁদের আট বছরের একটি কন্যাও রয়েছে ৷ তার নাম আদিরা ৷

Last Updated : Aug 12, 2023, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.