ETV Bharat / entertainment

Ranbir New Film: 'অ্যানিম্যাল' ছবির লন্ডন পর্বের শ্যুটিং শেষ, সেট থেকে ছবি শেয়ার রণবীরের - অ্যানিম্যাল ছবির লন্ডন পর্বের শ্য়ুটিং শেষ

'অ্যানিমাল' ছবির লন্ডন পর্বের শ্যুটিং শেষ করে ছবি শেয়ার করলেন রণবীর কাপুর ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি ৷

Ranbir New Film
লন্ডনের ছবির শ্য়ুট শেষ করলেন রণবীর
author img

By

Published : Apr 17, 2023, 6:21 PM IST

Updated : Apr 17, 2023, 7:12 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: তাঁর আসন্ন ছবি 'অ্যানিমাল'-এর লন্ডন পর্বের শ্যুটিং শেষ করলেন বলি তারকা রণবীর কাপুর ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নয়া প্রজেক্টের শ্য়ুটিং নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ অবশ্য় মাঝে 14 এপ্রিল তাঁর প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন তিনি ৷ সেদিন তিনি একান্ত সময় কাটিয়েছিলেন স্ত্রী আলিয়ার সঙ্গে ৷ কিন্তু পরের দিনই আবার কাজে ফেরেন অভিনেতা ৷ এবার শেষ হল ছবির লন্ডন পর্বের শ্যুটিং ৷

সেট থেকে ইতিমধ্য়ে রণবীরের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে ছবির কো-স্টার ববি দেওলের সঙ্গেও ৷ এই ছবিতে শুধু ববি এবং রণবীর নয়, থাকছেন পুষ্পা-স্টার রশ্মিকা মন্দানা এবং অনিল কাপুরও ৷ যেটুকু জানা গিয়েছ রণবীরের এই ছবি বাবা এবং ছেলের জটিল সম্পর্কের গল্প তুলে ধরতে চলেছে ৷ একইসঙ্গে থাকবে রহস্য এবং রোমাঞ্চও ৷ তাই এই ছবি নিয়ে আলাদা করে আগ্রহ তো রয়েছেই ৷

এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল এই বছর এপ্রিল মাসে ৷ লন্ডন পর্বের কাজ সমাপ্ত হয়েছে ঠিকই তবে কয়েকদিন বাদেই আবার বিদেশে যাবে 'অ্যানিম্যাল' ছবির টিম ৷ সন্দীপ রেড্ডি মাঝে বেশ কিছুদিন কাজ করবেন ভারতেও ৷ তারপর তারা আবার রওনা দেবেন স্কটল্যান্ডের উদ্দেশ্যে ৷ রণবীরকে এখানে দেখা যাবে 'লার্জার দ্য়ান লাইফ' চরিত্রে ৷

এর আগেই 'অ্য়ানিমাল' নির্মাতারা শেয়ার করেছিলেন রণবীরের প্রথম লুক ৷ সেই অবতারে রণবীরকে দেখা গিয়েছে এক হাতে কুঠার এবং এক হাতে সিগারেট নিয়ে ৷ ছবিটি 11 অগস্ট হিন্দি-সহ দক্ষিণী ভাষাগুলিতে মুক্তি পেতে চলেছে ৷ এর আগে রণবীরকে দেখা গিয়েছিল 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিতে ৷ লভ রঞ্জন পরিচালিত এই ছবিতে রণবীর এবং শ্রদ্ধার অভিনয় মন কেড়েছে দর্শকের ৷

আরও পড়ুন: জন্মদিনে হাজির মুরলিথরনের বায়োপিকের মোশন পোস্টার

হায়দরাবাদ, 17 এপ্রিল: তাঁর আসন্ন ছবি 'অ্যানিমাল'-এর লন্ডন পর্বের শ্যুটিং শেষ করলেন বলি তারকা রণবীর কাপুর ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নয়া প্রজেক্টের শ্য়ুটিং নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ অবশ্য় মাঝে 14 এপ্রিল তাঁর প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন তিনি ৷ সেদিন তিনি একান্ত সময় কাটিয়েছিলেন স্ত্রী আলিয়ার সঙ্গে ৷ কিন্তু পরের দিনই আবার কাজে ফেরেন অভিনেতা ৷ এবার শেষ হল ছবির লন্ডন পর্বের শ্যুটিং ৷

সেট থেকে ইতিমধ্য়ে রণবীরের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে ছবির কো-স্টার ববি দেওলের সঙ্গেও ৷ এই ছবিতে শুধু ববি এবং রণবীর নয়, থাকছেন পুষ্পা-স্টার রশ্মিকা মন্দানা এবং অনিল কাপুরও ৷ যেটুকু জানা গিয়েছ রণবীরের এই ছবি বাবা এবং ছেলের জটিল সম্পর্কের গল্প তুলে ধরতে চলেছে ৷ একইসঙ্গে থাকবে রহস্য এবং রোমাঞ্চও ৷ তাই এই ছবি নিয়ে আলাদা করে আগ্রহ তো রয়েছেই ৷

এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল এই বছর এপ্রিল মাসে ৷ লন্ডন পর্বের কাজ সমাপ্ত হয়েছে ঠিকই তবে কয়েকদিন বাদেই আবার বিদেশে যাবে 'অ্যানিম্যাল' ছবির টিম ৷ সন্দীপ রেড্ডি মাঝে বেশ কিছুদিন কাজ করবেন ভারতেও ৷ তারপর তারা আবার রওনা দেবেন স্কটল্যান্ডের উদ্দেশ্যে ৷ রণবীরকে এখানে দেখা যাবে 'লার্জার দ্য়ান লাইফ' চরিত্রে ৷

এর আগেই 'অ্য়ানিমাল' নির্মাতারা শেয়ার করেছিলেন রণবীরের প্রথম লুক ৷ সেই অবতারে রণবীরকে দেখা গিয়েছে এক হাতে কুঠার এবং এক হাতে সিগারেট নিয়ে ৷ ছবিটি 11 অগস্ট হিন্দি-সহ দক্ষিণী ভাষাগুলিতে মুক্তি পেতে চলেছে ৷ এর আগে রণবীরকে দেখা গিয়েছিল 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিতে ৷ লভ রঞ্জন পরিচালিত এই ছবিতে রণবীর এবং শ্রদ্ধার অভিনয় মন কেড়েছে দর্শকের ৷

আরও পড়ুন: জন্মদিনে হাজির মুরলিথরনের বায়োপিকের মোশন পোস্টার

Last Updated : Apr 17, 2023, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.