ETV Bharat / entertainment

'অ্যানিম্যাল' রণবীরের সঙ্গে ব়্যাট রেসে পিছিয়ে ভিকির 'শ্যাম বাহাদুর', ঘরে কি আসবে বাজেটের টাকা!

Animal And Sam Bahadur Box Office: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যাল ভারত 300 কোটির মাইলস্টোন অতিক্রম করলেও বাজেটের টাকা এখনও ঘরে তুলতে পারল না শ্যাম বাহাদুর ৷ ছবি মুক্তির ছয়দিনের মাথায় ভিকিকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছেন রণবীর কাপুর ৷

Etv Bharat
'অ্যানিম্যাল' ব়্যাট রেসে পিছিয়ে 'শ্যাম বাহাদুর'
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 6:57 PM IST

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: একদিকে যখন বক্সঅফিসে 'অ্যানিম্যাল' ছবি ঝড় তুলেছে অন্যদিকে ভালো গল্প ও অভিনয় নিয়েও 50 কোটির ঘরে ঢুকতে পারছে না মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ৷ পয়লা ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবির মধ্যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ওয়ার্ল্ডওয়াইড 500 কোটির ক্লাবে ঢুকে গেলেও ষষ্ঠদিনের মাথায় 'শ্যাম বাহাদুর' ঘরে তুলেছে মাত্র 35.85 কোটি টাকা ৷

ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' ছবি মুক্তির প্রথম সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে আয় করেছিল 312.96 কোটি টাকা ৷ ষষ্ঠদিনে এই ছবির ঘরে ঢুকেছে 30 কোটি টাকা ৷ 'অ্যানিম্যাল' বক্স অফিস জার্নির প্রথম দিন আয় করেছিল 63.8 কোটি টাকা ৷ তৃতীয় দিন এই ছবি আয় করেছিল 71.46 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দিল্লিতে এই ছবি শো পায় 1290টি, অন্যদিকে মুম্বইয়ে এই ছবি শো পায় 1003টি ৷ মুক্তির প্রথম 6 দিনে 'জওয়ান', 'পাঠান', 'গদর 2'-এর পর 'অ্যানিম্যাল' হাইয়েস্ট গ্রসারের তালিকায় চতুর্থস্থানে রয়েছে ৷ শাহরুখ খানের 'জওয়ান' 6 দিনে আয় করেছিল 643.87 কোটি টাকা, 'পাঠান' আয় করে 543.05 কোটি টাকা ৷ অন্যদিকে সানি দেওলের 'গদর 2' আয় করে 525.45 কোটি টাকা ৷ আর 'অ্যানিম্যাল' আয় করেছে 527.6 কোটি টাকা ৷

  • ‘ANIMAL’ IS UNSTOPPABLE…#Animal is 250 NOT OUT… Racing towards ₹ 300 cr…Refuses to slow down on weekdays… Fri 54.75 cr, Sat 58.37 cr, Sun 63.46 cr, Mon 40.06 cr, Tue 34.02 cr. Total: ₹ 250.66 cr. #Hindi version. Nett BOC. #Boxoffice

    FASTEST TO HIT ₹ 250 CR…
    ⭐️ #Jawan:… pic.twitter.com/fGAiCGAGc3

    — taran adarsh (@taran_adarsh) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, স্যাকনিল্ক অনুযায়ী, 'শ্যাম বাহাদুর' মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে 6.25 কোটি টাকা ৷ ভিকি কৌশল, সানায়া মালহোত্রা, ফতিমা সানা শেখ অভিনীত 'শ্যাম বাহাদুর' এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বক্সঅফিসে ৷ উইকএন্ডে এই ছবি ঘরে তোলে যথাক্রমে 9 কোটি ও 10.3 কোটি টাকা ৷ অন্যদিকে সোমবার ও মঙ্গলবার এই ছবি আয় করে 3.5 কোটি টাকা৷ বুধবার ছবির কালেকশন হয় 3.30 কোটি টাকা ৷ 55 কোটি টাকা বাজেটের এই ছবি এখনও পর্যন্ত দর্শক টানছে প্রেক্ষাগৃহে ৷ কচ্ছপের গতিতে হলেও 'শ্যাম বাহাদুর' বাজেটের টাকা তুলতে পারে কি না, তা সময়ই বলবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. সমালোচনা পেড়িয়ে জীবনে 'মস্ত মে রেহনে কা', বার্তা জ্যাকি-নীনার

2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও

3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: একদিকে যখন বক্সঅফিসে 'অ্যানিম্যাল' ছবি ঝড় তুলেছে অন্যদিকে ভালো গল্প ও অভিনয় নিয়েও 50 কোটির ঘরে ঢুকতে পারছে না মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ৷ পয়লা ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবির মধ্যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ওয়ার্ল্ডওয়াইড 500 কোটির ক্লাবে ঢুকে গেলেও ষষ্ঠদিনের মাথায় 'শ্যাম বাহাদুর' ঘরে তুলেছে মাত্র 35.85 কোটি টাকা ৷

ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' ছবি মুক্তির প্রথম সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে আয় করেছিল 312.96 কোটি টাকা ৷ ষষ্ঠদিনে এই ছবির ঘরে ঢুকেছে 30 কোটি টাকা ৷ 'অ্যানিম্যাল' বক্স অফিস জার্নির প্রথম দিন আয় করেছিল 63.8 কোটি টাকা ৷ তৃতীয় দিন এই ছবি আয় করেছিল 71.46 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দিল্লিতে এই ছবি শো পায় 1290টি, অন্যদিকে মুম্বইয়ে এই ছবি শো পায় 1003টি ৷ মুক্তির প্রথম 6 দিনে 'জওয়ান', 'পাঠান', 'গদর 2'-এর পর 'অ্যানিম্যাল' হাইয়েস্ট গ্রসারের তালিকায় চতুর্থস্থানে রয়েছে ৷ শাহরুখ খানের 'জওয়ান' 6 দিনে আয় করেছিল 643.87 কোটি টাকা, 'পাঠান' আয় করে 543.05 কোটি টাকা ৷ অন্যদিকে সানি দেওলের 'গদর 2' আয় করে 525.45 কোটি টাকা ৷ আর 'অ্যানিম্যাল' আয় করেছে 527.6 কোটি টাকা ৷

  • ‘ANIMAL’ IS UNSTOPPABLE…#Animal is 250 NOT OUT… Racing towards ₹ 300 cr…Refuses to slow down on weekdays… Fri 54.75 cr, Sat 58.37 cr, Sun 63.46 cr, Mon 40.06 cr, Tue 34.02 cr. Total: ₹ 250.66 cr. #Hindi version. Nett BOC. #Boxoffice

    FASTEST TO HIT ₹ 250 CR…
    ⭐️ #Jawan:… pic.twitter.com/fGAiCGAGc3

    — taran adarsh (@taran_adarsh) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, স্যাকনিল্ক অনুযায়ী, 'শ্যাম বাহাদুর' মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে 6.25 কোটি টাকা ৷ ভিকি কৌশল, সানায়া মালহোত্রা, ফতিমা সানা শেখ অভিনীত 'শ্যাম বাহাদুর' এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বক্সঅফিসে ৷ উইকএন্ডে এই ছবি ঘরে তোলে যথাক্রমে 9 কোটি ও 10.3 কোটি টাকা ৷ অন্যদিকে সোমবার ও মঙ্গলবার এই ছবি আয় করে 3.5 কোটি টাকা৷ বুধবার ছবির কালেকশন হয় 3.30 কোটি টাকা ৷ 55 কোটি টাকা বাজেটের এই ছবি এখনও পর্যন্ত দর্শক টানছে প্রেক্ষাগৃহে ৷ কচ্ছপের গতিতে হলেও 'শ্যাম বাহাদুর' বাজেটের টাকা তুলতে পারে কি না, তা সময়ই বলবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. সমালোচনা পেড়িয়ে জীবনে 'মস্ত মে রেহনে কা', বার্তা জ্যাকি-নীনার

2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও

3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.