ETV Bharat / entertainment

বক্সঅফিসে রণবীরের 'অ্যানিম্যাল' তুফান! পিছনে ফেললেন শাহরুখ-সলমন-রজনীকান্তকে - jawan

Animal Box Office Collection Day 1: রণবীর কাপুরের কেরিয়ারে 'অ্যানিম্যাল' ছবির কালেকশন দুর্দান্ত ৷ বক্সঅফিসে প্রথমদিনের আয়ে শাহরুখ-সলমনের কোন ছবিকে পিছনে ফেলল অ্যানিম্যাল?

Etv Bharat
বক্সঅফিসে রণবীরের অ্যানিম্যাল তুফান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 11:59 AM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' মুক্তির পর এই রকম ঝড় তুলবে বোঝেননি কেউই ৷ বক্সঅফিসে প্রথমদিনের কালেকশনে বলিউড খানদেরও পিছনে ফেলল কাপুর সন্তান ৷ 'কবীর সিং' পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এটি দ্বিতীয় হিন্দি ছবি ৷ তবে মুক্তির প্রথম দিনেই পাঠান, জওয়ান, গদর 2 ও টাইগার 3-কে পিছনে ফেলল অ্যানিম্যাল ৷

প্রথমেই বলতে হয় এই ছবির প্রথম দিনের বক্সঅফিস কালেকশনের কথা ৷ ডোমেস্টিক বক্সঅফিসে অ্যানিম্যাল প্রথম দিন আয় করেছে 61 কোটি টাকা ৷ অন্যদিকে, ওয়ার্ল্ডওয়াইড দেখলে ইতিমধ্যেই এই ছবি প্রবেশ করে গিয়েছে 100 কোটির ক্লাবে ৷ বোঝাই যাচ্ছে, অনুরাগীরা কতটা ভালোবাসা দিয়েছেন এই ছবিকে ৷ অন্যদিকে, রণবীর কাপুরের 16 বছরের ফিল্মি কেরিয়ারে এমন হিট তিনি আগে কখনও পাননি ৷

এবার আসা যাক, রণবীরের 'অ্যানিম্যাল' কোন কোন ছবি বক্সঅফিসে প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে ৷ প্রথমেই নাম বলতে হয় শাহরুখ খানের ৷ সূত্রের খবর, 'পাঠান' প্রথম দিন ডোমেস্টিক বক্সঅফিসে আয় করে 57 কোটি টাকা ৷ কিন্তু 'অ্যানিম্যাল' প্রথম দিন ডোমেস্টিক বক্সঅফিসে আয় করেছে 61 কোটি টাকা ৷ অন্যদিকে 'টাইগার 3'-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশন ছিল 44.50 কোটি টাকা ৷ ওয়ার্ল্ড ওয়াইড ছিল 94 কোটি টাকা ৷ তবে 'অ্যানিম্যাল' প্রথম দিনেই প্রবেশ করে গিয়েছে 100 কোটির ঘরে ৷ অন্যদিকে সানি দেওলের 'গদর 2' বক্সঅফিসে 500 কোটি টাকা আয় করলেও প্রথম দিন ছিল পিছিয়ে ৷ এই ছবির আয় ছিল 40 কোটি টাকা ৷

শুধু তাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি মাত দিয়েছে দক্ষিণের ছবিকেও ৷ রজনীকান্ত অভিনীত 'জেলার' ভারতে প্রথম দিন আয় করেছিল 52 কোটি টাকা এবং ওয়ার্ল্ডওয়াইড 95 কোটি টাকা ৷ বোঝাই যাচ্ছে, রণবীরের এই ছবি বক্সঅফিসে লম্বা রেসের ঘোড়া ৷ পাশাপাশি, উত্তর আমেরিকায় এই ছবির হাত ধরে এসেছে 2.5 মিলিয়ন ডলার ও অস্ট্রেলিয়ায় এই ছবি আয় করেছে 501 হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা 'জওয়ান' ও 'পদ্মাবত' ছবির থেকে কয়েকগুণ বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? সম্ভাবনাময় পোস্ট নেটপাড়ায়

2. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

3. সোশাল মিডিয়ায় ঝড় তুলল 'সালার', প্রভাসের লুকে 'ফিদা' নেটিজেনরা

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' মুক্তির পর এই রকম ঝড় তুলবে বোঝেননি কেউই ৷ বক্সঅফিসে প্রথমদিনের কালেকশনে বলিউড খানদেরও পিছনে ফেলল কাপুর সন্তান ৷ 'কবীর সিং' পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এটি দ্বিতীয় হিন্দি ছবি ৷ তবে মুক্তির প্রথম দিনেই পাঠান, জওয়ান, গদর 2 ও টাইগার 3-কে পিছনে ফেলল অ্যানিম্যাল ৷

প্রথমেই বলতে হয় এই ছবির প্রথম দিনের বক্সঅফিস কালেকশনের কথা ৷ ডোমেস্টিক বক্সঅফিসে অ্যানিম্যাল প্রথম দিন আয় করেছে 61 কোটি টাকা ৷ অন্যদিকে, ওয়ার্ল্ডওয়াইড দেখলে ইতিমধ্যেই এই ছবি প্রবেশ করে গিয়েছে 100 কোটির ক্লাবে ৷ বোঝাই যাচ্ছে, অনুরাগীরা কতটা ভালোবাসা দিয়েছেন এই ছবিকে ৷ অন্যদিকে, রণবীর কাপুরের 16 বছরের ফিল্মি কেরিয়ারে এমন হিট তিনি আগে কখনও পাননি ৷

এবার আসা যাক, রণবীরের 'অ্যানিম্যাল' কোন কোন ছবি বক্সঅফিসে প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে ৷ প্রথমেই নাম বলতে হয় শাহরুখ খানের ৷ সূত্রের খবর, 'পাঠান' প্রথম দিন ডোমেস্টিক বক্সঅফিসে আয় করে 57 কোটি টাকা ৷ কিন্তু 'অ্যানিম্যাল' প্রথম দিন ডোমেস্টিক বক্সঅফিসে আয় করেছে 61 কোটি টাকা ৷ অন্যদিকে 'টাইগার 3'-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশন ছিল 44.50 কোটি টাকা ৷ ওয়ার্ল্ড ওয়াইড ছিল 94 কোটি টাকা ৷ তবে 'অ্যানিম্যাল' প্রথম দিনেই প্রবেশ করে গিয়েছে 100 কোটির ঘরে ৷ অন্যদিকে সানি দেওলের 'গদর 2' বক্সঅফিসে 500 কোটি টাকা আয় করলেও প্রথম দিন ছিল পিছিয়ে ৷ এই ছবির আয় ছিল 40 কোটি টাকা ৷

শুধু তাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি মাত দিয়েছে দক্ষিণের ছবিকেও ৷ রজনীকান্ত অভিনীত 'জেলার' ভারতে প্রথম দিন আয় করেছিল 52 কোটি টাকা এবং ওয়ার্ল্ডওয়াইড 95 কোটি টাকা ৷ বোঝাই যাচ্ছে, রণবীরের এই ছবি বক্সঅফিসে লম্বা রেসের ঘোড়া ৷ পাশাপাশি, উত্তর আমেরিকায় এই ছবির হাত ধরে এসেছে 2.5 মিলিয়ন ডলার ও অস্ট্রেলিয়ায় এই ছবি আয় করেছে 501 হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা 'জওয়ান' ও 'পদ্মাবত' ছবির থেকে কয়েকগুণ বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? সম্ভাবনাময় পোস্ট নেটপাড়ায়

2. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

3. সোশাল মিডিয়ায় ঝড় তুলল 'সালার', প্রভাসের লুকে 'ফিদা' নেটিজেনরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.