ETV Bharat / entertainment

অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, দাবি রণবীরের - Ranbir Kapoor on Arjun Reddy and Kabir Singh

Ranbir Kapoor on Arjun Reddy and Kabir Singh: অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিং চরিত্রের অনেক তফাত ৷ কয়েক দিন ধরেই চলেছে এই জল্পনা ৷ এবার তাঁর নতুন ছবির চরিত্র নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর ৷

Ranbir Kapoor reveals if his role in Animal shares similarities
অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, বললেন রণবীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 6:06 PM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর: রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'অ্যানিম্যাল' নিয়ে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি মুক্তি পেতে চলেছে 1 ডিসেম্বর ৷ ছবির টিজার এবং গানগুলি সামনে আসার পর অনেকেই কবির সিংয়ের সঙ্গে অর্জুন রেড্ডির তুলনা করতে শুরু করেছেন ৷ যদিও তাঁর চরিত্রে যে বেশকিছু ধূসর শেড রয়েছে একথা আগেই জানিয়েছিলেন রণবীর কাপুর ৷

রণবীর কাপুর এও জানিয়েছেন তাঁর চরিত্রটিতে সন্দীপের তৈরি আগের নায়ক ও খলনায়কদের প্রভাব আছে ৷ তবে অনেক অন্য় শেডও এনেছেন তিনি ৷ চিত্রনাট্যের নতুনত্বই তাঁকে এই গল্পের প্রতি আগ্রহ করে তুলেছিল ৷ বিদেশি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে তিনি বলেন, "সন্দীপ রেড্ডির নায়করা সাধারণত যেমন হয় তেমনই কিছু বৈশিষ্ট এই নায়কের মধ্যেও আছে ৷ সে কঠিন এবং কিছু পরিস্থিতি একেবারেই আপোষ করতে চায় না ৷ কিন্তু এই চরিত্রকে আলাাদা করে দেয় তার গভীরতা এবং জটিলতা ৷ শুধু তাই নয় চরিত্রটির অনেকগুলি স্তরও রয়েছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সন্দীপের তৈরি অর্জুন রেড্ডির মতো চরিত্রগুলির তুলনায় অনেকক্ষেত্রে অনেক বেশি রক্ত মাংসের মানুষ মনে হয় তাকে ৷ তিনি বলেন, "ও যে শুধু ওর শক্তি আর দৃঢ় প্রতিজ্ঞার ছাপ রাখবে তা নয় তার মধ্য়ে অনেক দ্বন্দ্বও আছে ৷ বেশকিছু অন্তর্দ্বন্দ্বের ছাপই চরিত্রটিকে রক্ত মাংসের মানুষ করে তোলে ৷ আমার অ্যানিম্যাল-এর চরিত্রটি সন্দীপের আগের ছবির নায়কদের সঙ্গে কিছু মিল আছে তবে বেশ কিছু ক্ষেত্র একেবারে আলাদা ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে অবশ্য় 11 অগস্ট এই ছবি মুক্তির কথা ছিল পরে তারিখ বদল করা হয় ৷ এখন এই ছবি মুক্তি পাবে ডিসেম্বরে ৷ ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওলের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এখন কতখানি মন কাড়বেন রণবীর সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'
  2. 'মা পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

হায়দরাবাদ, 22 নভেম্বর: রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'অ্যানিম্যাল' নিয়ে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি মুক্তি পেতে চলেছে 1 ডিসেম্বর ৷ ছবির টিজার এবং গানগুলি সামনে আসার পর অনেকেই কবির সিংয়ের সঙ্গে অর্জুন রেড্ডির তুলনা করতে শুরু করেছেন ৷ যদিও তাঁর চরিত্রে যে বেশকিছু ধূসর শেড রয়েছে একথা আগেই জানিয়েছিলেন রণবীর কাপুর ৷

রণবীর কাপুর এও জানিয়েছেন তাঁর চরিত্রটিতে সন্দীপের তৈরি আগের নায়ক ও খলনায়কদের প্রভাব আছে ৷ তবে অনেক অন্য় শেডও এনেছেন তিনি ৷ চিত্রনাট্যের নতুনত্বই তাঁকে এই গল্পের প্রতি আগ্রহ করে তুলেছিল ৷ বিদেশি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে তিনি বলেন, "সন্দীপ রেড্ডির নায়করা সাধারণত যেমন হয় তেমনই কিছু বৈশিষ্ট এই নায়কের মধ্যেও আছে ৷ সে কঠিন এবং কিছু পরিস্থিতি একেবারেই আপোষ করতে চায় না ৷ কিন্তু এই চরিত্রকে আলাাদা করে দেয় তার গভীরতা এবং জটিলতা ৷ শুধু তাই নয় চরিত্রটির অনেকগুলি স্তরও রয়েছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সন্দীপের তৈরি অর্জুন রেড্ডির মতো চরিত্রগুলির তুলনায় অনেকক্ষেত্রে অনেক বেশি রক্ত মাংসের মানুষ মনে হয় তাকে ৷ তিনি বলেন, "ও যে শুধু ওর শক্তি আর দৃঢ় প্রতিজ্ঞার ছাপ রাখবে তা নয় তার মধ্য়ে অনেক দ্বন্দ্বও আছে ৷ বেশকিছু অন্তর্দ্বন্দ্বের ছাপই চরিত্রটিকে রক্ত মাংসের মানুষ করে তোলে ৷ আমার অ্যানিম্যাল-এর চরিত্রটি সন্দীপের আগের ছবির নায়কদের সঙ্গে কিছু মিল আছে তবে বেশ কিছু ক্ষেত্র একেবারে আলাদা ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে অবশ্য় 11 অগস্ট এই ছবি মুক্তির কথা ছিল পরে তারিখ বদল করা হয় ৷ এখন এই ছবি মুক্তি পাবে ডিসেম্বরে ৷ ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওলের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এখন কতখানি মন কাড়বেন রণবীর সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'
  2. 'মা পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.