ETV Bharat / entertainment

Ranbir Kapoor: ট্রেলার লঞ্চে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে রণবীরের গাড়ি - Ranbir Kapoor at Shamshera Trailer Launch

শুক্রবার তাঁর নতুন ছবি 'শামশেরা' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor at Shamshera Trailer Launch )৷ সৌভাগ্যক্রমে অভিনেতা পুরোপুরি অক্ষত ৷ তবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি ৷

Ranbir Kapoor Meets with Accident
ট্রেলার লঞ্চে আসতে গিয়ে দূর্ঘটনার মুখে রণবীর, ভেঙে চুরমার গাড়ির কাঁচ
author img

By

Published : Jun 24, 2022, 3:23 PM IST

মুম্বই, 24 জুন : শুক্রবার তাঁর নতুন ছবি 'শামশেরা' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রণবীর কাপুর ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজেই এই দুর্ঘটনার কথা সবিস্তারে জানান অভিনেতা ৷ বলাই বাহুল্য সৌভাগ্যক্রমে অভিনেতা পুরোপুরি অক্ষত ৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি (Ranbir Kapoor at Shamshera Trailer Launch )৷

তিনি জানান, অনুষ্ঠানে আসার জন্য তাঁর গাড়ি মল থেকে বের হচ্ছিল, তখনই এই ঘটনাটি ঘটে ৷ অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে ৷ গাড়ির কাঁচ ভেঙে যায় ৷ সৌভাগ্য়বশত অভিনেতার কিছু হয়নি ৷ তিনি আরও জানান, দিনের শুরুটা তাঁর ভাল হল না ঠিকই, তবে তাঁর আশা ছবিটি অন্তত সকলের মন কাড়বে৷

আরও পড়ুন : ডাকাত-সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর, সামনে এল বহু প্রতীক্ষিত 'শামশেরা'-র ট্রেলার

করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে একজন ডাকাত সর্দারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ তিনি এমন এক ডাকাত যিনি কর্মে ডাকাত হলেও ধর্মে স্বাধীন ৷ পরাধীন ভারতের 1871 সালে পটভূমিতে তৈরি এই গল্পে এই ডাকাত সর্দার শামশেরা আপনাকে মনে করিয়ে দিতেও পারে স্বদেশী ডাকাতদের কথা ৷ আদতে একজন দাস থেকে ডাকাত সর্দার হয়ে ওঠার গল্প হল 'শামশেরা' ৷ আগামী 22 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷

মুম্বই, 24 জুন : শুক্রবার তাঁর নতুন ছবি 'শামশেরা' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রণবীর কাপুর ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজেই এই দুর্ঘটনার কথা সবিস্তারে জানান অভিনেতা ৷ বলাই বাহুল্য সৌভাগ্যক্রমে অভিনেতা পুরোপুরি অক্ষত ৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি (Ranbir Kapoor at Shamshera Trailer Launch )৷

তিনি জানান, অনুষ্ঠানে আসার জন্য তাঁর গাড়ি মল থেকে বের হচ্ছিল, তখনই এই ঘটনাটি ঘটে ৷ অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে ৷ গাড়ির কাঁচ ভেঙে যায় ৷ সৌভাগ্য়বশত অভিনেতার কিছু হয়নি ৷ তিনি আরও জানান, দিনের শুরুটা তাঁর ভাল হল না ঠিকই, তবে তাঁর আশা ছবিটি অন্তত সকলের মন কাড়বে৷

আরও পড়ুন : ডাকাত-সর্দারের বেশে ফের ছক ভাঙলেন রণবীর, সামনে এল বহু প্রতীক্ষিত 'শামশেরা'-র ট্রেলার

করণ মালহোত্রা পরিচালিত এই ছবিতে একজন ডাকাত সর্দারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ তিনি এমন এক ডাকাত যিনি কর্মে ডাকাত হলেও ধর্মে স্বাধীন ৷ পরাধীন ভারতের 1871 সালে পটভূমিতে তৈরি এই গল্পে এই ডাকাত সর্দার শামশেরা আপনাকে মনে করিয়ে দিতেও পারে স্বদেশী ডাকাতদের কথা ৷ আদতে একজন দাস থেকে ডাকাত সর্দার হয়ে ওঠার গল্প হল 'শামশেরা' ৷ আগামী 22 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.