ETV Bharat / entertainment

Animal Teaser: বাবা-ছেলের গল্প বলবে রণবীরের 'অ্যানিম্যাল'! অভিনেতার জন্মদিনে মুক্তি পেল অ্যাকশন-প্যাকড টিজার

Ranbir Kapoor New Film Animal: রণবীর কাপুরের 41তম জন্মদিনে মুক্তি পেল 'অ্যানিম্যাল' ছবির টিজার ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মন্দানা ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ডিসেম্বরে ৷

Animal Teaser
জন্মদিনে মুক্তি পেল রণবীরের অ্যানিম্যাল ছবির ঝলক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 1:32 PM IST

হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর বৃহস্পতিবর পা দিলেন একচল্লিশে ৷ অভিনেতাদের জন্মদিনে আজকাল তাঁদের নতুন ছবির খবর সামনে আসা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ সেই ট্রেন্ডে গা ভাসালেন রণবীর কাপুর ৷ তাঁকে আগামীতে দেখা যাবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে ৷ বৃহস্পতিবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেল সেই ছবির টিজার ৷

ছবিতে যে মারকুটে মেজাজে ধরা দেবেন রণবীর, সে কথা জানা গিয়েছিল আগেই ৷ প্রি-টিজারেই তার ঝলক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আর এবার টিজারেও যেন সিলমোহর পড়ল তাতে ৷ ছবিতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে ৷ 2 মিনিট 26 সেকেন্ডের এই টিজারে দেখা যায় রণবীরকে ছোটবেলায় বেশ কড়া শাসনে রাখতেন অনিল ৷ বাবার অবাধ্য হতে গিয়ে মারও খেতে হয়েছে তাঁকে ৷ কিন্তু বাবার প্রতি তাঁর শ্রদ্ধা একটুও টলেনি ৷ এমনকী প্রেমিকার মুখেও বাবাকে নিয়ে কোনও নেতিবাচক কথা শুনতে তিনি রাজি নন ৷

কিন্তু সেই রণবীরই একসময় বদলে যান অ্যানিম্যালে ৷ চারিদিকে শত্রু ৷ তার তিনি মধ্যে একাই হয়ে ওঠেন ত্রাতা ৷ কেন তাঁর এই পরিবর্তন? তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ছবিটি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা ৷ এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত থেকে অনুুরাগীরা উপহার পেয়েছেন 'কবীর সিং', 'অর্জুন রেড্ডি'র মতো ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: একচল্লিশে পা ঋষি পুত্রের, রণবীরের জন্মদিনে মেতে উঠল কাপুর পরিবার

ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে ৷ ববিকেও এক ঝলক দেখা গেল টিজারে ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে টি সিরিজ ৷ ছবিটি নিবেদন করছেন গুলশন গ্রোভার ৷ আগামী ডিসেম্বরের 1 তারিখ মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল' ৷ এর আগের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর বিপুল সাফল্যের পর এই ছবিটি এখন কেমন সাফল্য পায়, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর বৃহস্পতিবর পা দিলেন একচল্লিশে ৷ অভিনেতাদের জন্মদিনে আজকাল তাঁদের নতুন ছবির খবর সামনে আসা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ সেই ট্রেন্ডে গা ভাসালেন রণবীর কাপুর ৷ তাঁকে আগামীতে দেখা যাবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে ৷ বৃহস্পতিবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেল সেই ছবির টিজার ৷

ছবিতে যে মারকুটে মেজাজে ধরা দেবেন রণবীর, সে কথা জানা গিয়েছিল আগেই ৷ প্রি-টিজারেই তার ঝলক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আর এবার টিজারেও যেন সিলমোহর পড়ল তাতে ৷ ছবিতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে ৷ 2 মিনিট 26 সেকেন্ডের এই টিজারে দেখা যায় রণবীরকে ছোটবেলায় বেশ কড়া শাসনে রাখতেন অনিল ৷ বাবার অবাধ্য হতে গিয়ে মারও খেতে হয়েছে তাঁকে ৷ কিন্তু বাবার প্রতি তাঁর শ্রদ্ধা একটুও টলেনি ৷ এমনকী প্রেমিকার মুখেও বাবাকে নিয়ে কোনও নেতিবাচক কথা শুনতে তিনি রাজি নন ৷

কিন্তু সেই রণবীরই একসময় বদলে যান অ্যানিম্যালে ৷ চারিদিকে শত্রু ৷ তার তিনি মধ্যে একাই হয়ে ওঠেন ত্রাতা ৷ কেন তাঁর এই পরিবর্তন? তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ছবিটি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা ৷ এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত থেকে অনুুরাগীরা উপহার পেয়েছেন 'কবীর সিং', 'অর্জুন রেড্ডি'র মতো ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: একচল্লিশে পা ঋষি পুত্রের, রণবীরের জন্মদিনে মেতে উঠল কাপুর পরিবার

ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে ৷ ববিকেও এক ঝলক দেখা গেল টিজারে ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে টি সিরিজ ৷ ছবিটি নিবেদন করছেন গুলশন গ্রোভার ৷ আগামী ডিসেম্বরের 1 তারিখ মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল' ৷ এর আগের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর বিপুল সাফল্যের পর এই ছবিটি এখন কেমন সাফল্য পায়, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.