মুম্বই, 14 এপ্রিল : অবশেষে সাতপাঁকে বাঁধা পড়লেন বলিউডের চর্চিত জুটি রণলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding )৷ আজ দুপুর দুটো নাগাদই চার হাতের মিলন হওয়ার কথা ছিল ৷ সেই অনুযায়ী নিজস্ব বাসভবনেই আলিয়া ভাটের গলায় মালা দেন রণবীর কাপুর ৷ এই বিশেষ অনুষ্ঠানে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বি টাউনের অনেক তারকাই ৷
একদিকে যেমন উপস্থিত ছিলেন ঋদ্ধিমা কাপুর, করিনা কাপুর, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়রা ৷ তেমনই এদিন এই জুটিকে নতুন ইনিংসের জন্য় শুভেচ্ছা জানান, শ্রেয়া ঘোষাল, শান, উদিত নারায়ণ, রাহুল সাক্সেনারাও ৷
-
Actors #AliaBhatt and #RanbirKapoor tied the knot in Mumbai today. #RanbirAliaWedding
— ANI (@ANI) April 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Pics: Alia Bhatt's Instagram account) pic.twitter.com/Ldfib3MvjX
">Actors #AliaBhatt and #RanbirKapoor tied the knot in Mumbai today. #RanbirAliaWedding
— ANI (@ANI) April 14, 2022
(Pics: Alia Bhatt's Instagram account) pic.twitter.com/Ldfib3MvjXActors #AliaBhatt and #RanbirKapoor tied the knot in Mumbai today. #RanbirAliaWedding
— ANI (@ANI) April 14, 2022
(Pics: Alia Bhatt's Instagram account) pic.twitter.com/Ldfib3MvjX
আরও পড়ুন : মেহেন্দিতে লুকিয়ে ঋষির নাম, আনন্দের দিনে চিন্টুজিকে মিস করছেন নীতু
তাঁদের বিবাহের খবর সামনে আসতে না আসতেই শুভেচ্ছা জানিয়েছে আমুলও (Amul celebrates Ranbir Alia Wedding ) ৷ রণবীর ও আলিয়ার ছবি দিয়ে নতুন ডুডল তৈরি করে লেখা হয়, 'পট মাঙ্গনি, ভাট বিয়া ৷'
-
#Amul Topical: The Alia-Ranbir shaadi! pic.twitter.com/AdemkcMWy7
— Amul.coop (@Amul_Coop) April 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Amul Topical: The Alia-Ranbir shaadi! pic.twitter.com/AdemkcMWy7
— Amul.coop (@Amul_Coop) April 14, 2022#Amul Topical: The Alia-Ranbir shaadi! pic.twitter.com/AdemkcMWy7
— Amul.coop (@Amul_Coop) April 14, 2022
2018 সালে প্রথম সোনম কাপুরের বিবাহে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রণবীর-আলিয়া ৷ অর্থাৎ তাঁদের সম্পর্কের ইতিহাস যে সুদীর্ঘ, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামিদিনে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ বারাণসীতে ছবিটির শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ৷