ETV Bharat / entertainment

Ranbir Alia Wedding : ফের তারিখ বদল, 13 এপ্রিল শুরু হচ্ছে না রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান - Ranbir Kapoor Alia Bhatt Wedding Date

পিছিয়ে যেতে চলেছে রণবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত বিবাহের তারিখ ৷ 20 এপ্রিলের দিকে সম্পন্ন হতে পারে এই বিবাহ জানালেন আলিয়ার ভাই রাহুল ভাট (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date ) ৷

Ranbir Alia Wedding
আবার তারিখ বদল, 13 এপ্রিল শুরু হচ্ছে না রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠান
author img

By

Published : Apr 12, 2022, 11:55 AM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল : রণবীর কাপুর এবং আলিয়া ভাট, বলিউডের এই সুপরিচিত জুটির বহু প্রতীক্ষিত বিবাহ নিয়ে এখন সরগরম সমস্ত মাধ্যম ৷ একদিকে যখন বিয়ের প্রস্তুতি চরমে এবং ফ্য়ানেরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কবে চার হাত এক হবে তাঁদের প্রিয় বলি জুটির ৷ তারই মাঝে সামনে এল এক বড় খবর ৷ জানা গিয়েছে, পিছিয়ে যেতে চলেছে এই বিবাহের অনুষ্ঠান ৷

আলিয়ার ভাই রাহুল ভাট একটি পোর্টালকে জানিয়েছেন, 13 বা 14 এপ্রিল বিবাহের অনুষ্ঠান শুরু হচ্ছে না (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date ) ৷ কারণ ব্যাখ্যা করতে তিনি জানিয়েছেন, যেভাবে সংবাদ মাধ্যমে বিবাহ সংক্রান্ত সমস্ত খবরাখবর সামনে এসেছে, তা দেখেই এভাবে মত পরিবর্তন করেছেন তাঁরা ৷ একইসঙ্গে এর পিছনে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত কারণও ৷ রাহুল এও জানিয়েছেন, এর আগে 14 এপ্রিলকেই বিবাহের আচার অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন রণবীর ৷ কিন্তু পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ৷

আরও পড়ুন : 11 বছর বয়সে প্রথম ক্রাশ, এবার সেই নায়কেরই হাত ধরছেন আলিয়া

তাহলে ঠিক কবে চারহাত এক হতে চলেছে রণবীর আলিয়ার ৷ রাহুলের ইঙ্গিত 20 এপ্রিলের দিকে ৷ যদিও তিনি সরাসরি কিছুই জানাননি বরং বলেছেন, "শীঘ্রই তারিখ সম্পর্কে একটি ঘোষণা করা হবে।" প্রসঙ্গত, 2018 সালে প্রথম সোনম কাপুরের বিবাহে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রণবীর-আলিয়া ৷ অর্থাৎ তাঁদের সম্পর্কের ইতিহাস যে সুদীর্ঘ, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামিদিনে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ বারানসীতে ছবিটির শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ৷

হায়দরাবাদ, 12 এপ্রিল : রণবীর কাপুর এবং আলিয়া ভাট, বলিউডের এই সুপরিচিত জুটির বহু প্রতীক্ষিত বিবাহ নিয়ে এখন সরগরম সমস্ত মাধ্যম ৷ একদিকে যখন বিয়ের প্রস্তুতি চরমে এবং ফ্য়ানেরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কবে চার হাত এক হবে তাঁদের প্রিয় বলি জুটির ৷ তারই মাঝে সামনে এল এক বড় খবর ৷ জানা গিয়েছে, পিছিয়ে যেতে চলেছে এই বিবাহের অনুষ্ঠান ৷

আলিয়ার ভাই রাহুল ভাট একটি পোর্টালকে জানিয়েছেন, 13 বা 14 এপ্রিল বিবাহের অনুষ্ঠান শুরু হচ্ছে না (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date ) ৷ কারণ ব্যাখ্যা করতে তিনি জানিয়েছেন, যেভাবে সংবাদ মাধ্যমে বিবাহ সংক্রান্ত সমস্ত খবরাখবর সামনে এসেছে, তা দেখেই এভাবে মত পরিবর্তন করেছেন তাঁরা ৷ একইসঙ্গে এর পিছনে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত কারণও ৷ রাহুল এও জানিয়েছেন, এর আগে 14 এপ্রিলকেই বিবাহের আচার অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন রণবীর ৷ কিন্তু পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ৷

আরও পড়ুন : 11 বছর বয়সে প্রথম ক্রাশ, এবার সেই নায়কেরই হাত ধরছেন আলিয়া

তাহলে ঠিক কবে চারহাত এক হতে চলেছে রণবীর আলিয়ার ৷ রাহুলের ইঙ্গিত 20 এপ্রিলের দিকে ৷ যদিও তিনি সরাসরি কিছুই জানাননি বরং বলেছেন, "শীঘ্রই তারিখ সম্পর্কে একটি ঘোষণা করা হবে।" প্রসঙ্গত, 2018 সালে প্রথম সোনম কাপুরের বিবাহে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রণবীর-আলিয়া ৷ অর্থাৎ তাঁদের সম্পর্কের ইতিহাস যে সুদীর্ঘ, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামিদিনে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ বারানসীতে ছবিটির শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.