ETV Bharat / entertainment

Rukmini Maitra New Film: বিনোদিনীর পর রুক্মিণী এবার দ্রৌপদী, সঙ্গী দেব-রামকমল - Rukmini Maitra New Film

রামকমলের হাত ধরে এবার দ্রৌপদী হতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ সামনে এল ছবির একটি পোস্টার ৷ আবারও প্রযোজানায় দেব ৷

Ram Kamal Mukherjee New Film Draupadi
এবার দ্রৌপদীর চরিত্রে রুক্মিণী
author img

By

Published : Jul 28, 2023, 1:23 PM IST

Updated : Jul 28, 2023, 3:48 PM IST

কলকাতা, 28 জুলাই: বিনোদিনী থেকে সত্যবতী হয়ে এবার আরও একটি বড় চরিত্রে পা রাখতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ এবার তিনি পর্দায় হাজির হতে চলেছেন দ্রৌপদী রূপে ৷ 'মহাভারত'-এর এই চরিত্রটি নিয়ে লেখালেখি, বিচার বিশ্লেষণ কম হয়নি ৷ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেত্রী । দ্রৌপদীকে প্রতীক হিসেবেও দেখানো হয়েছে বহু সিনেমায়। কখনও তিনি কবির নারীবাদের মূর্ত প্রতীক কখনও বা নির্যাতিতার প্রতিবাদের ভাষা ৷ পঞ্চস্বামী থেকেও ভরা সভায় বস্ত্রহরণ । একইসঙ্গে দুঃশাসনের রক্তে চুল ভেজানোয় প্রতিজ্ঞাবদ্ধ সেই দ্রৌপদী নিজেই মহাকাব্যের চালিকা শক্তি ৷

এবার সেই দ্রৌপদীর চরিত্রেই দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ পরিচালনায় সেই রামকমল মুখোপাধ্যায়, যাঁর হাত ধরে এর আগে বিনোদিনী হয়েছেন নায়িকা ৷ দেব এবং প্রতীক চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে বাংলার সবচেয়ে বড় এন্টারটেইনারগুলির একটি হয়ে উঠবে এমন আশা অনুরাগীদের ৷ ছবিটি তৈরি হতে চলেছে প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস 'যাজ্ঞসেনী'র ওপর ভিত্তি করে ৷

প্রতিভাও ভীষণ খুশি এই উপন্য়াসটি রূপোলি পর্দায় আসছে জানার পর তিনি বলেন, "প্রকাশনা সংস্থার মাধ্যমে রামকমল যখন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তো ভীষণ খুশি হয়েছিলাম ৷ কারণ আমার এটা ভেবে খুব ভালো লেগেছিল আজকের ভারতীয় পরিচালক মহাভারত নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন ৷" তিনি জানান, যাজ্ঞসেনী সেই দ্রৌপদীকে তুলে ধরবে ঠিকই তবে অবশ্যই বতর্মান সময়পোযোগী করে ৷

চরিত্রটি পেয়ে খুশি রুক্মিণীও ৷ তবে তাঁর মতে এটা ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র হতে চলেছে তাঁর জন্য ৷ তিনি বলেন, "বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এর পর আবার রাম কমলের সঙ্গে জুটি বাঁধতে পারছি সেটা আমার জন্য দারুণ খবর ৷ কারণ যে চরিত্রগুলো অনস্ক্রিন ফুটিয়ে তোলা ভীষণ কঠিন উনি সেই চরিত্রগুলিকেও সহজ করে দেন ৷ মনে হয় বন্ধুদের সঙ্গে কাজ করার এটাই সুবিধা ৷ উনি অনেকদিন ধরেই দ্রৌপদী বানাতে চাইছিলেন ৷ কিন্তু ওকে সঠিক সময়ের জন্য় অপেক্ষা করতেই হত ৷ আমি কৃতজ্ঞ মানুষের হৃদয়ের এত কাছের একটি কাহিনি মহাভারতের অংশ হতে পেরে ৷ বলাই বাহুল্য বিনোদিনীর পর আমার জন্য সবচেয়ে কঠিন চরিত্র হতে চলেছে ৷"

ইতিমধ্যেই সামনে এসেছে 'দ্রৌপদী'র প্রথম মোশন পোস্টার ৷ বর্তমানে রামকমল কাজ করছেন তাঁর আসন্ন ছবি 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'-এর কাজ নিয়ে ৷ পাশাপাশি চলেছে নতুন ছবির চিত্রনাট্য লেখার কাজও ৷ রামকমল এদিন দেব, প্রতীক এবং লেখিকা প্রতিভা রায়কে ধন্যবাদ জানান তাঁর পাশে থাকার জন্য ৷ আর তারপর রুক্মিণীকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আমি আপ্লুত আমার প্রিয় রুক্মিণীকে দ্রৌপদী হিসাবে পেয়ে ৷ আমি জানি আমাদের দু'জনকেই প্রচুর কাজ করতে হবে ৷ কারণ শেষ কবে বাংলায় পৌরাণিক ছবি হয়েছে আমার মনেই নেই ৷ দেব প্রতীককে কুর্নিশ আমার এবং রুক্মিণীর উপর বিশ্বাস রাখার জন্য ৷"

আরও পড়ুন: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ

দেব নিজেও ভীষণ খুশি রামকমলের কাজ দেখে ৷ তিনি বলেন,"বিনোদিনী: একটি নটীর উপাখ্যান দেখার পর আমি রামকমলের কাজ ও দৃশ্যত কোনও একটি বিষয়কে তুলে ধরতে পারার ঠিক কতখানি দক্ষতা ওর আছে তা বুঝতে পেরেছি ৷ আমরা যখন এই ছবিটি তৈরির স্বপ্ন দেখছিলাম আমার মনে হয়েছিল ও বিষয়টির প্রতি সুবিচার করতে পারবে ৷" চার মাসের প্রি প্রোডাকশনের পর ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 28 জুলাই: বিনোদিনী থেকে সত্যবতী হয়ে এবার আরও একটি বড় চরিত্রে পা রাখতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ এবার তিনি পর্দায় হাজির হতে চলেছেন দ্রৌপদী রূপে ৷ 'মহাভারত'-এর এই চরিত্রটি নিয়ে লেখালেখি, বিচার বিশ্লেষণ কম হয়নি ৷ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেত্রী । দ্রৌপদীকে প্রতীক হিসেবেও দেখানো হয়েছে বহু সিনেমায়। কখনও তিনি কবির নারীবাদের মূর্ত প্রতীক কখনও বা নির্যাতিতার প্রতিবাদের ভাষা ৷ পঞ্চস্বামী থেকেও ভরা সভায় বস্ত্রহরণ । একইসঙ্গে দুঃশাসনের রক্তে চুল ভেজানোয় প্রতিজ্ঞাবদ্ধ সেই দ্রৌপদী নিজেই মহাকাব্যের চালিকা শক্তি ৷

এবার সেই দ্রৌপদীর চরিত্রেই দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ পরিচালনায় সেই রামকমল মুখোপাধ্যায়, যাঁর হাত ধরে এর আগে বিনোদিনী হয়েছেন নায়িকা ৷ দেব এবং প্রতীক চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে বাংলার সবচেয়ে বড় এন্টারটেইনারগুলির একটি হয়ে উঠবে এমন আশা অনুরাগীদের ৷ ছবিটি তৈরি হতে চলেছে প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস 'যাজ্ঞসেনী'র ওপর ভিত্তি করে ৷

প্রতিভাও ভীষণ খুশি এই উপন্য়াসটি রূপোলি পর্দায় আসছে জানার পর তিনি বলেন, "প্রকাশনা সংস্থার মাধ্যমে রামকমল যখন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তো ভীষণ খুশি হয়েছিলাম ৷ কারণ আমার এটা ভেবে খুব ভালো লেগেছিল আজকের ভারতীয় পরিচালক মহাভারত নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন ৷" তিনি জানান, যাজ্ঞসেনী সেই দ্রৌপদীকে তুলে ধরবে ঠিকই তবে অবশ্যই বতর্মান সময়পোযোগী করে ৷

চরিত্রটি পেয়ে খুশি রুক্মিণীও ৷ তবে তাঁর মতে এটা ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র হতে চলেছে তাঁর জন্য ৷ তিনি বলেন, "বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এর পর আবার রাম কমলের সঙ্গে জুটি বাঁধতে পারছি সেটা আমার জন্য দারুণ খবর ৷ কারণ যে চরিত্রগুলো অনস্ক্রিন ফুটিয়ে তোলা ভীষণ কঠিন উনি সেই চরিত্রগুলিকেও সহজ করে দেন ৷ মনে হয় বন্ধুদের সঙ্গে কাজ করার এটাই সুবিধা ৷ উনি অনেকদিন ধরেই দ্রৌপদী বানাতে চাইছিলেন ৷ কিন্তু ওকে সঠিক সময়ের জন্য় অপেক্ষা করতেই হত ৷ আমি কৃতজ্ঞ মানুষের হৃদয়ের এত কাছের একটি কাহিনি মহাভারতের অংশ হতে পেরে ৷ বলাই বাহুল্য বিনোদিনীর পর আমার জন্য সবচেয়ে কঠিন চরিত্র হতে চলেছে ৷"

ইতিমধ্যেই সামনে এসেছে 'দ্রৌপদী'র প্রথম মোশন পোস্টার ৷ বর্তমানে রামকমল কাজ করছেন তাঁর আসন্ন ছবি 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'-এর কাজ নিয়ে ৷ পাশাপাশি চলেছে নতুন ছবির চিত্রনাট্য লেখার কাজও ৷ রামকমল এদিন দেব, প্রতীক এবং লেখিকা প্রতিভা রায়কে ধন্যবাদ জানান তাঁর পাশে থাকার জন্য ৷ আর তারপর রুক্মিণীকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আমি আপ্লুত আমার প্রিয় রুক্মিণীকে দ্রৌপদী হিসাবে পেয়ে ৷ আমি জানি আমাদের দু'জনকেই প্রচুর কাজ করতে হবে ৷ কারণ শেষ কবে বাংলায় পৌরাণিক ছবি হয়েছে আমার মনেই নেই ৷ দেব প্রতীককে কুর্নিশ আমার এবং রুক্মিণীর উপর বিশ্বাস রাখার জন্য ৷"

আরও পড়ুন: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ

দেব নিজেও ভীষণ খুশি রামকমলের কাজ দেখে ৷ তিনি বলেন,"বিনোদিনী: একটি নটীর উপাখ্যান দেখার পর আমি রামকমলের কাজ ও দৃশ্যত কোনও একটি বিষয়কে তুলে ধরতে পারার ঠিক কতখানি দক্ষতা ওর আছে তা বুঝতে পেরেছি ৷ আমরা যখন এই ছবিটি তৈরির স্বপ্ন দেখছিলাম আমার মনে হয়েছিল ও বিষয়টির প্রতি সুবিচার করতে পারবে ৷" চার মাসের প্রি প্রোডাকশনের পর ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jul 28, 2023, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.