কলকাতা, 25 অগস্ট: জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷ পুরস্কার জিতে নিল রামকমল পরিচালিত 'এক দুয়া' ছবিটি ৷ বৃহস্পতিবার দিল্লির মিডিয়া সেন্টারে ঘোষিত হয় 69তম জাতীয় পুরস্কার বিতরণী উৎসবের বিজয়ীদের নাম ৷ বলতে দ্বিধা নেই, এবারের পুরস্কার প্রাপকদের মধ্যে বাঙালির সংখ্যা নেহাত কম নয় । রামকমল মুখোপাধ্যায় থেকে শুরু করে সুজিত সরকার, অভীক মুখোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, শর্মিষ্ঠা মাইতি, রাজদীপ পাল এবং ঈশান ঘোষরা বাঙালির মান রাখলেন।
জাতীয় পুরস্কারের তালিকায় তাঁর 'এক দুয়া' ছবিটি জায়গা করে নেওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি রামকমল মুখোপাধ্যায় । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এক দুয়া ছবির জন্য জাতীয় পুরস্কার ! আমার কাছে এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত ৷ স্পেশাল মেনশন পেয়েছে আমাদের ছবি । এই ছবিটি পরিচালনা করা আমার কাছে একটি দারুণ অভিজ্ঞতা ছিল । কারণ এটি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়গুলির মধ্যে একটি । কন্যা ভ্রূণহত্যার বিষয়টি তুলে ধরেছি। আর এই ধরনের একটি চলচ্চিত্রের জন্য একজন পরিচালক হিসাবে জাতীয় স্বীকৃতি পাওয়া আমার কাছে সেরা প্রাপ্তি ।"
এষা দেওলের কথা উল্লেখ করে তিনি লেখেন, "এষা দেওল না থাকলে এটা সম্ভব হত না । এষার ওঁর নিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছিলেন । 'এক দুয়া' অনেক কারণেই আমার কাছে সবসময়ই স্পেশাল হয়ে থাকবে । আর 69তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।"
আরও পড়ুন: টেলি আকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারা পেলেন সেরার স্বীকৃতি, দেখে নিন
রামকমল মুখোপাধ্যায় এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন দুটি বিগ বাজেটের ছবি নিয়ে । একটি হল 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' আর অন্যটি 'দ্রৌপদী'। দু'টি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ৷ রামকমল এবার যে ঘরাণা নিয়ে কাজ করছেন তার একটি পৌরাণিক এবং অন্যটি ঐতিহাসিক ৷ দু'টি ছবিরই পোস্টার সামনে এসেছে ইতিমধ্যেই ৷ এখন আগামী এই দু'টি ছবিতে রামকমল কীভাবে মেলে ধরেন নিজেকে সেটাই দেখার ৷