মুম্বই, 24 জানুয়ারি: এসএস রাজামৌলির আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত রামগোপাল বর্মা ৷ মজার ছলে সদ্য় গ্লোডেন গ্লোব জয়ী পরিচালককে 'হত্যার হুমকি' দিলেন তিনি ৷ এক পরিচালকের প্রতি কেন হঠাৎ এমন ব্য়বহার আরেক পরিচালকের ? খোলাখুলি টুইটারে তিনি জানান, তাঁর এই গোপন প্ল্যান ৷ আসলে তাঁর ছবির মতোই একটু অন্য়ভাবে রাজামৌলির প্রশংসা করেছেন রামগোপাল ৷ সম্প্রতি একের পর এক আন্তর্জাতিক পুরস্কার এসেছে রাজামৌলির ঝুলিতে ৷ এমনকী 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে তাঁর ছবি 'আরআরআর' ৷ আর এই সমস্ত দেখে শুনেই তাঁর সহকর্মীদের সঙ্গে প্রশংসায় মাতলেন রামু (RGV controversial tweets)৷
-
From Dada Sahab Phalke onwards till now , no one in the history of Indian cinema including @ssrajamouli could have imagined that an Indian director someday will go through this moment https://t.co/85gosw66qJ
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From Dada Sahab Phalke onwards till now , no one in the history of Indian cinema including @ssrajamouli could have imagined that an Indian director someday will go through this moment https://t.co/85gosw66qJ
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023From Dada Sahab Phalke onwards till now , no one in the history of Indian cinema including @ssrajamouli could have imagined that an Indian director someday will go through this moment https://t.co/85gosw66qJ
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
রামগোপাল লেখেন, "দাদা সাহেব ফালকে থেকে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে কেউ কোনওদিন কল্পনা করতে পারেনি, এমনকী রাজামৌলি নিজেও না ৷ কে ভেবেছিল একজন ভারতীয় পরিচালক এমন সব অসামান্য মুহূর্তের সাক্ষী হবেন ৷ আরে রাজামৌলি তুমি, যিনি মুঘলে আজম বানিয়েছিলেন সেই কে আসিফ থেকে শুরু করে শোলে নির্মাতা রমেশ সিপ্পি, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালকদেরও ছাপিয়ে গিয়েছো ৷"
-
Hey @ssrajamouli U basically SURPASSED every film maker from #KaAsif who made #MughaleAzam till #RameshSippy who made #Sholay and also the likes of Aditya Chopras, Karan Johars and the bhansalis of India and I want to suck ur little toe for that https://t.co/KCgN0u2eJa
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hey @ssrajamouli U basically SURPASSED every film maker from #KaAsif who made #MughaleAzam till #RameshSippy who made #Sholay and also the likes of Aditya Chopras, Karan Johars and the bhansalis of India and I want to suck ur little toe for that https://t.co/KCgN0u2eJa
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023Hey @ssrajamouli U basically SURPASSED every film maker from #KaAsif who made #MughaleAzam till #RameshSippy who made #Sholay and also the likes of Aditya Chopras, Karan Johars and the bhansalis of India and I want to suck ur little toe for that https://t.co/KCgN0u2eJa
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
আরও পড়ুন : Golden Globe Award for Naatu Naatu : সাফল্যের নয়া মুকুট, গোল্ডেন গ্লোব পেল 'নাতু নাতু'
এখানেই থামেননি আরজিভি ৷ তিনি এও জানান, রাজামৌলির এই বিরাট কৃতিত্বের পর তিনি তাঁর পায়ে পড়তেও রাজি ৷ পাশাপাশি তিনি এও লেখেন, "রাজামৌলি তুমি তোমার নিরাপত্তা বাড়াও ৷ কারণ ভারতে একদল পরিচালক আছেন যারা শুধুমাত্র হিংসার কারণে তোমায় হত্য়ার জন্য় একটি গুপ্ত সমিতি গঠন করেছে ৷ আর সেই সমিতির আমিও একজন (RGV on Rajamouli)৷ আমি শুধু তোমাকে এইসব বলছি কারণ আমি এখন নেশাগ্রস্ত ৷"
-
And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
রাজামৌলির পরিচালিত ছবি 'আরআরআর' ক্রিটিক চয়েস ও এই ছবির গান 'নাতু নাতু' গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ৷ তারপরই চর্চার শিরোনামে চলে আসেন পরিচালক ৷ আর এদিন মজার ছলে তাঁর প্রশংসা করলেন আরেক পরিচালক রামগোপাল বর্মা ৷
আরও পড়ুন: মুক্তি পেল স্ট্যান্ট অ্যাকশনে ভরপুর 'ভোলা' র দ্বিতীয় টিজার