হায়দরাবাদ, 28 নভেম্বর: এবার আরও একটি প্যান ইন্ডিয়া ছবির অংশ হতে চলেছেন 'আরআরআর' স্টার রাম চরণ (Ram Charan in Buchi Babu Sana film )৷ রাজামৌলির হাত ধরে সারা দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ জুটি ৷ দক্ষিণী এই দুই সুপারস্টারকে সারা ভারতের সিনেপ্রেমীরা ইতিমধ্যেই বরণ করে নিয়েছেন ৷
এবার বড় সুখবর রাম চরণ ফ্যানেদের জন্য (Buchi Babu Sana pan india film with Ram Charan )৷ তাঁর এই নতুন প্রজেক্টের জন্য বুচি বাবু সানার সঙ্গে হাত মিলিয়েছেন তিনি ৷ সুকুমার রাইটিং এবং বৃদ্ধি সিনেমায় প্রযোজনায় তৈরি হতে চলেছে ছবিটি ৷ সোমবার তাঁদের এই আসন্ন কাজের কথা সোশাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানিয়েছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রযোজনা সংস্থার তরফে একটি টুইটে জানানো হয়েছে, "কখনও কখনও, বিদ্রোহ একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায় । আবার একটি প্যান ইন্ডিয়া এন্টারটেনারের জন্য একটি দারুণ বিষয় নিয়ে জুটি বাঁধছেন রামচরণ এবং অসামান্য় পরিচালক বুচিবাবু সানা ৷" অন্যদিকে সোশাল মিডিয়ায় রাম চরণও জানিয়েছেন এই প্রজেক্ট নিয়ে তিনি উচ্ছ্বসিত ৷ টুইটারে তিনি লেখেন, 'ভীষণ উচ্ছ্বসিত ! বুচি বাবু সানা এবং পুরো টিমের সঙ্গে কাজ করার জন্য় মুখিয়ে রয়েছি ৷' রাম চরণের স্ত্রী উপাসনাও তাঁকে ইনস্টা স্টোরিতে এই কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন (Ram Charan on Buchi Babu Sana)৷
আরও পড়ুন: সকাল সকাল ডাবল ধামাকা, হাজির দুই রণবীরের 'সার্কাস' এর টিজার
অন্যদিকে ভেঙ্কটা সতীশ কিলারু প্রযোজিত একটি ছবির কাহিনি নির্মাণের ভারও রয়েছে বুচিবাবুর হাতে ৷ এই ছবির নাম অবশ্য় এখনও প্রকাশ্য়ে আসেনি ৷ 2007 সালে পুরী জগন্নাথের হাত ধরে ছবির জগতে পা রেখেছিলেন তিনি ৷ এটি হতে চলেছে তাঁর 16তম প্রজেক্ট ৷ ছবিটি কবে মুক্তি পেলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷