ETV Bharat / entertainment

Ram Charan Teaches Mahindra Naatu Naatu: আনন্দ মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখালেন রাম চরণ, ভিডিয়ো ভাইরাল - মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখালেন রাম চরণ

হায়দরাবাদ ই-প্রিঁতে রাম চরণ এবং আনন্দ মাহিন্দ্রার ভিডিয়ো ভাইরাল হয়েছে (Ram Charan and Anand Mahindra dance video)৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, আনন্দ মাহিন্দ্রাতে নাতু নাতু স্টেপ শেখাচ্ছেন রাম চরণ (Ram Charan Teaches Mahindra Naatu Naatu)৷

Ram Charan Teaches Mahindra Naatu Naatu ETV Bharat
আনন্দ মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখালেন রাম চরণ
author img

By

Published : Feb 12, 2023, 1:06 PM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: নাতু নাতু ক্রেজ আশক্ত করেছে গোটা দেশকে ৷ তা আরও একবার বোঝা গেল অটোমোবাইল টাইকুন আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা একটি ভিডিয়ো থেকে ৷ মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দের টুইট করা একটি ভিডিয়োয় তাঁকে নাতু নাতু স্টার রাম চরণের (Ram Charan Teaches Mahindra Naatu Naatu) সঙ্গে এই গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে ৷

ভিডিয়ো শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা: শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছোট ভিডিয়ো (Ram Charan and Anand Mahindra dance video) শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা ৷ সেই ভিডিয়োয় তাঁকে দেশের প্রথম ফর্মুলা ই রেস হায়দরাবাদ ই-প্রিঁ-তে (Ram Charan and Anand Mahindra at Hyderabad E Prix) আরআরআর অভিনেতা রাম চরণের সঙ্গে দেখা গিয়েছে ৷ মাহিন্দ্রা টুইটারে রাম চরণের সঙ্গে তাঁর একটি হালকা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷

মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখান রাম চরণ: ভিডিয়োতে রাম চরণের কাছ থেকে নাতু নাতুর হুকস্টেপ শেখার চেষ্টা করতে দেখা গিয়েছে এই শিল্পপতিকে । শুধু তাই নয়, আনন্দ মাহিন্দ্রা অস্কারের জন্য রাম চরণের প্রতি দিয়েছেন শুভেচ্ছা বার্তা ৷ আরআরআর-এর এই পাওয়ারপ্যাক্ট ডান্স নাম্বার সেরা মৌলিক গানে অস্কারের মনোনয়ন পেয়েছে ৷

অস্কারের জন্য শুভকামনা জানান মাহিন্দ্রা: টুইটারে ভিডিয়োটি শেয়ার করে মাহিন্দ্রা লিখেছেন, "ভালো রেস ছাড়াও, #HyderabadEPrix-এ একটি আসল বোনাস রাম চরণ ৷ তাঁর থেকে নাতু নাতুর স্টেপ শিখছি । ধন্যবাদ এবং অস্কারের জন্য শুভকামনা, বন্ধু !"

আরও পড়ুন: অস্কার মঞ্চে 'নাতু নাতু', কীরাবাণীকে শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর, রাম চরণ ও চিরঞ্জীবীরা

মাহিন্দ্রাকে ধন্যবাদ জানান রাম চরণ: আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়োটি শেয়ার করার পরপরই রাম চরণ তাঁর টুইটের জবাবে লিখেছেন, "আনন্দ মাহিন্দ্রাজি আপনি আমার থেকে দ্রুত স্টেপ শিখেছেন... সে দিন দারুণ মজা হয়েছে ৷ আরআরআর টিমের প্রতি আপনার শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ ।" এটি লেখার পর একটি প্রণাম ও লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন দক্ষিণী অভিনেতা ৷

  • @anandmahindra Ji you got the move faster than I did.. Was a super fun interaction.
    Thank you for your wishes for @RRRMovie team🙏🏼❤️

    — Ram Charan (@AlwaysRamCharan) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে রাম চরণ: এ দিকে, রাম চরণ সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত এক তরুণ ভক্তের প্রতি তাঁর সদয় মনোভাবের জন্য প্রশংসিত হয়েছেন । 41-দিনের আয়াপ্পা দীক্ষা পালন করা অভিনেতা হায়দরাবাদের একটি হাসপাতালে তাঁর তরুণ ভক্তের সঙ্গে দেখা করতে যান । মারণ রোগের সঙ্গে লড়াই করছে 9 বছর বয়সি সেই ভক্ত ৷ তাঁকে ভরসা ও শক্তি জুগিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুটা সময় কাটান রাম চরণ ৷ তিনি তাঁর খুদে ভক্তকে একটি উপহারও দেন ৷

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: নাতু নাতু ক্রেজ আশক্ত করেছে গোটা দেশকে ৷ তা আরও একবার বোঝা গেল অটোমোবাইল টাইকুন আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা একটি ভিডিয়ো থেকে ৷ মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দের টুইট করা একটি ভিডিয়োয় তাঁকে নাতু নাতু স্টার রাম চরণের (Ram Charan Teaches Mahindra Naatu Naatu) সঙ্গে এই গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে ৷

ভিডিয়ো শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা: শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছোট ভিডিয়ো (Ram Charan and Anand Mahindra dance video) শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা ৷ সেই ভিডিয়োয় তাঁকে দেশের প্রথম ফর্মুলা ই রেস হায়দরাবাদ ই-প্রিঁ-তে (Ram Charan and Anand Mahindra at Hyderabad E Prix) আরআরআর অভিনেতা রাম চরণের সঙ্গে দেখা গিয়েছে ৷ মাহিন্দ্রা টুইটারে রাম চরণের সঙ্গে তাঁর একটি হালকা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷

মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখান রাম চরণ: ভিডিয়োতে রাম চরণের কাছ থেকে নাতু নাতুর হুকস্টেপ শেখার চেষ্টা করতে দেখা গিয়েছে এই শিল্পপতিকে । শুধু তাই নয়, আনন্দ মাহিন্দ্রা অস্কারের জন্য রাম চরণের প্রতি দিয়েছেন শুভেচ্ছা বার্তা ৷ আরআরআর-এর এই পাওয়ারপ্যাক্ট ডান্স নাম্বার সেরা মৌলিক গানে অস্কারের মনোনয়ন পেয়েছে ৷

অস্কারের জন্য শুভকামনা জানান মাহিন্দ্রা: টুইটারে ভিডিয়োটি শেয়ার করে মাহিন্দ্রা লিখেছেন, "ভালো রেস ছাড়াও, #HyderabadEPrix-এ একটি আসল বোনাস রাম চরণ ৷ তাঁর থেকে নাতু নাতুর স্টেপ শিখছি । ধন্যবাদ এবং অস্কারের জন্য শুভকামনা, বন্ধু !"

আরও পড়ুন: অস্কার মঞ্চে 'নাতু নাতু', কীরাবাণীকে শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর, রাম চরণ ও চিরঞ্জীবীরা

মাহিন্দ্রাকে ধন্যবাদ জানান রাম চরণ: আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়োটি শেয়ার করার পরপরই রাম চরণ তাঁর টুইটের জবাবে লিখেছেন, "আনন্দ মাহিন্দ্রাজি আপনি আমার থেকে দ্রুত স্টেপ শিখেছেন... সে দিন দারুণ মজা হয়েছে ৷ আরআরআর টিমের প্রতি আপনার শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ ।" এটি লেখার পর একটি প্রণাম ও লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন দক্ষিণী অভিনেতা ৷

  • @anandmahindra Ji you got the move faster than I did.. Was a super fun interaction.
    Thank you for your wishes for @RRRMovie team🙏🏼❤️

    — Ram Charan (@AlwaysRamCharan) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে রাম চরণ: এ দিকে, রাম চরণ সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত এক তরুণ ভক্তের প্রতি তাঁর সদয় মনোভাবের জন্য প্রশংসিত হয়েছেন । 41-দিনের আয়াপ্পা দীক্ষা পালন করা অভিনেতা হায়দরাবাদের একটি হাসপাতালে তাঁর তরুণ ভক্তের সঙ্গে দেখা করতে যান । মারণ রোগের সঙ্গে লড়াই করছে 9 বছর বয়সি সেই ভক্ত ৷ তাঁকে ভরসা ও শক্তি জুগিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুটা সময় কাটান রাম চরণ ৷ তিনি তাঁর খুদে ভক্তকে একটি উপহারও দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.